নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আর কে মুন্না,একজন সাধারন কবি। কবিতা ভাল লাগে তাই ভালবাসা।

আর কে মুন্না

আর কে মুন্না › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৫ ই জুলাই, ২০১৫ রাত ২:০৪

বেঁচে থাক
আর কে মুন্না

বাঁচতে চাইছি আরোও করিতে জীবন স্বাদ,
বাঁচার জন্য মরিয়া আমি হয়েছি উম্মাদ।
মত্যুুর স্বাদ কেমন?নেই'ত কারো জানা,
জানতে চাইলে মরতে হবে মরতে নেইত মানা।
যারা শহীদ খুব সহজে করেছে মৃত্যু বরন,
যুগে যুগে বেঁচে তারা করি মোরা স্বরন।

চায় সবাই পুনরায় নিতে আবার শ্বাস,
বাঁচতে চাইছি আমিও হাজার-বছর মাস।
পরপারে দিলে পারি থাকব স্মৃতির পাতায়,
কয়জন আর রাখবে মনে?স্বরন শক্তির মাথায়।
প্রশংসায় গুরুজনের আনন্দ মুখর বাক,
দীর্ঘজীবি হও তুমি হাজার বছর বেঁচে থাক।

আসলে মৃত্যু ভাবনা গুরুত্বপূর্ণ সৎ পথের চাবি,
মৃত্যুর পরেও থাকব বেঁচে আসুন সবাই মোরা ভাবি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৬

মোঃ এমদাদ আলী বলেছেন: ভালো লাগলো... প্রিয় কবি বন্ধু।
শুভেচ্ছা রইল।।

২| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩৮

আর কে মুন্না বলেছেন: ধন্যবাদ বন্ধু,,,দোয়া করিও।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.