নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আর কে মুন্না,একজন সাধারন কবি। কবিতা ভাল লাগে তাই ভালবাসা।

আর কে মুন্না

আর কে মুন্না › বিস্তারিত পোস্টঃ

কেমন আছ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৯



"ভালো আছি,
প্রয়োজনে -অপ্রয়োজনে বলেছি অসংখ্যবার।
কার কি আসে যায় তাতে?
শুধু এই হৃদয়ের হাহাকার।"
      (কবি আর কে মুন্না'র কবিতার অংশ বিশেষ)

প্রতিদিন আমাদের কত ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবে প্রশ্ন কর্তা কোনো গোয়েন্দা নন।পরিচিত মানুষ প্রতিদিন আমাদের প্রশ্ন করেন সাক্ষাতের শুরুতেই -কেমন আছ? প্রতি উত্তরে অনেকেই বলেন - ভালো আছি।আবার স্থান ভেদে, কাল ভেদে কিংবা ব্যক্তি ভেদে প্রশ্নের উত্তর ভিন্ন হতে পারে।

আচ্ছা সত্যিকার অর্থে কি আপনি ভালো আছেন? হ্যাঁ কিংবা না, আপনার উত্তর যাই হোক আমি বলব আপনি ভালো আছেন।
ধরুন,আপনি রাত্রের খাবার শেষ করেছেন,এখন কি আপনি ভালো আছেন?  অবশ্যই আপনি ভালো এই বিচারে যে,পৃথিবীর অনেক মানুষ আছে যাদা ক্ষুদা নিয়ে রাত্র কাটানোর  চেষ্টায় রয়েছে। এবার আপনি বিছানায় শুয়ে ঘুমের অপেক্ষায় রয়েছেন, যদিও মাথায় অনেক প্রকারের টেনশন রয়েছে।তখন ও কি আপনি ভালো আছেন? আমি বলব অবশ্যই আপনি ভালো আছেন, কেননা পৃথিবীর অনেক মানুষ খোলা আকাশের নিচে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে।
সেই তুলনায় আপনি নিশ্চই ভালো আছেন।
আবার যারা খুলা আকাশের নিচে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তারা কি ভালো আছে? আমি বলব তারা ও নিশ্চই ভালো আছে, কেননা পৃথিবীর অনেক মানুষ রুগ্ন অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে,খোলা আকাশের নিচে ঘুমানো মানুষ গুলো এই তুলনায় নিশ্চই ভালো আছে।

জীবনের পথে সকল প্রতিকূলতা অতিক্রম করে চলতে হয়।আপনি যেকোনো  পরিস্থিতির মোকাবেলা করেন না কেন, কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে আপনি ভালো আছেন নিশ্চই।
আশা করি, কেমন আছ? এই প্রশ্নের উত্তরে আপনি বলবেন - আলহামদুলিল্লাহ্।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১২

তারেক ফাহিম বলেছেন: যার যার অবস্থান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করলে দুশ্চিন্তা মুক্ত থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.