![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রি স্টলে পাড়ার ছোটভাই
সুযোগ পেলোনা পা দিয়ে
সিগারেট মাড়িয়ে ফেলার
ততক্ষণে বিরহের অভিনয়
করে আকাশ পানে থাকিয়ে
তাকে অতিক্রম করছি।
বিরহের অভিনয় ? না খানিক বিরহ
সঞ্চয় করে রেখেছি হৃদয়ে।
আমি নিজে ও সুযোগ পাইনি
নিজেকে প্রমান করতে ব্যর্থ।
ভুল বুঝাবুঝি তুমি এত দ্রুত কথা বলো
অপরদিকে আমি অলস
তোমার সাথে এতদম পারিনা।
তুমি জয়ী আর আমি?
আচ্চা সেই ছোট ভাই
যে সাক্ষাতে বংশের পরিচর দিতো
সে কেন সিকারেট? তবে কি বিরহ উদ্বুদ্ধ
করেছে থাকে?
হয়ত কিছুদিন পরে আমরা একসাথে
সিগারেট টানবো
আর বাক্সের লেখা দেখে হাসবো
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
#আর_কে_মুন্না
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।