![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে তারার মেলা জানালা খুলা
সন্ধ্যা থেকে লাগানো কপাট
খোকা ঘুমিয়ে পরীর দেশে
একটু আগে পড়েছে চারুপাঠ
চোখে ঘুম তবু জেগে
আসছে মানিকের বাপ
পেটে ক্ষিদে তবু অপেক্ষা
সহজে সহ্য করি চাপ
ক্লান্ত সে ঘুমিয়ে যাবে
খেয়ে দুমুঠো ভাত
জীবনে পেয়েছি মাত্র
আঙ্গুলে গুণা রোমাঞ্চিত রাত
বিয়ের আগে আদর্শ পুরুষ
রাত জেগে হতো আলাপন
তার কাছে এখন ঘুম প্রিয়
আমায় করছে জ্বালাতন
আমি ছিলাম বনের বৃক্ষ
থাকতাম বৃষ্টির আশায়
তোমার আঙিনা আনলে তবে
ভিজিয়ে রাখো ভালোবাসায়!
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৩২
সোনাগাজী বলেছেন:
ভাষা নিয়ে আরো চর্চা করুন।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৬
ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতা সুন্দর হয়েছে আর ভালোও লেগেছে। তবে বানানের প্রতি অরেকটু যত্নবান হলে ভালো লাগতো। ধন্যবাদ।