| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

-----------------------------------
বিদেশ বিভূঁই ঘুরে তুমি
পরখ করে দেখো,
এমন সোনার দেশটি কোথাও
খুঁজে পাবে নাকো।।
কোথাও তুমি পাবেনাকো
এমন নদীর ধারা,
পথের পরে পথ ফুরালেও
সবুজ সীমাহারা ৷।
কোথাও তুমি পাবেনা এ সুখ
সকাল কিংবা সাজে,
আহা আতা গাছে দোয়েল-কোয়েল
লেজ দুলিয়ে নাচে।।
সবুজ টিয়া কি সুন্দর
উড়ে ঝাঁকে ঝাঁকে ,
আর কোথায় এমন কোকিল-পিয়াল
ডাকে পাতার ফাঁকে ?
কি সুন্দর রূপালী চাঁদ
জলের উপর ভাসে,
বলো কোথায় এমন শাপলা-শালুক
তারার সাথে হাসে?
রিমঝিমা ঝিম বৃষ্টি ধারায়
ভরা শাওন ভাদর ,
বলো কোথায় পাবে আঁচল ঢাকা
শ্যামল মায়ের আদর ?
সবুজ বনে ডাহুক-বগা
আর বসত ব্যাঙে-সাপে,
বলো কোথায় এমন জোনাকিরা
জ্বলে ঝোপে ঝোপে?
দেখতে পারো পরখ করে
নেইতো কোনো মানা ,
কোন দেশেতে পাবে এমন
সোনার আলোর হানা ?
আহা জোসনা রাতে চাঁদের পালক
ঘুমায় পাতার পরে ৷
ঘুম পাড়িয়ে দক্ষিণা বাও
উত্তরে যায় সরে।।
কোথায় পাবে এমন দেশটি
ভরা নদী, খালে, বিলে?
বলো কোথায় এমন স্বাদু ইলিশ
আটকা পড়ে জালে ?
বলো কোথায় এমন লাজুক লতা
মিষ্টি হাসি দেয়?
আবার বধূর মত নেতিয়ে পড়ে
আলতো ছোঁয়ায়।।
পান্তা-ইলিশ বৈশাখেতে
আহা জীবন উঠে মেতে ,
কোথায় এমন বর্ণ ধর্ম ভুলে সবাই
এক কাতারে বসে আসন পেতে?
কোথায় পাবে এমন জাতি?
যারা বীর সেনানীর বেশে ,
প্রাণ দিছে হেসে হেসে
দেশকে ভালোবেসে।।
পেলাম এ দেশ কত রক্তে
কত গায়ের ঘামে,
বিশ্ববাসী চেনে তাকে
বঙ্গভূমি নামে৷।
---------------------------

©somewhere in net ltd.