![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর লিখতে বসলাম।আজও লিখতাম না যদি না ডা:ইউনুছ এর খবর টা না দেখতাম। দুই দিন আগে বলে যারা গ্রামীণ ব্যাংক ধংস করে তাদের হাতে দেশ পরিচালনার ভার না দিতে। আজ আবার বলে সংলাপ এর দয়িত্ব নিতে রাজি। আমার প্রশ্ন হলো ডা ইউনুছ কে কি আমাদের দুই নেএীর রোগে পাইছে কি না।তারা তো ক্ষমতার জন্য এক দিন এক কথা বলে। ইউনুছ কেনো এক দিন এক কথা বলে। তার কিসের লোভ? ডা ইউনুছ এর মাঝে কি গ্রামিণ ব্যাংক এর ক্ষমতার লোভ ? যদি তাই হয় তাহলে আমাদের সুশিল সমাজ কেনো ডা ইউনুছ কে মাথায় তুলে রাখে? বিশ্ব কেনো তাকে নিয়ে এতো মাতা মাতি করে, যে লোকটা একটা ব্যাংক এর লোভ ত্যাগ করতে পারে না? আমরা তো জানি সুশিল সমাজ, বিশ্ব তাকেই সন্মান করে যার মাঝে কনো লোভ থাকেনা। তাহলে ধরে নেভো বিশ্বের ক্ষমতাশীল দেশ এর সমর্থণ এর জন্য আমরা ভুল মানুস কে এতো সন্মাণ করছি?
২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১১
আরিফ আহমেদ বলেছেন: কে জানে সামনে তার কি পরিকল্পনা আছে? রাষ্টীয় ক্ষমতায় বসার লোভও হয়তো থাকতে পারে
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ২:২২
মেনন আহমেদ বলেছেন: সেটাই হবে হয়তো।