![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনিলাম অপরিচিতের নাম ধরণীতে.
ফুলের নামও নারীদের নামে হয়। যেমন শিউলি শাপলা আরো কত কী। কিন্তু নারীর অবয়বে যদি ফুল হয় তবে কেমন হয় বলুনতো? কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে নিজেই দেখে নিন নারী সদৃশ ফুলটিকে।
নারীলতা একটি নগ্ন ফুলের নাম! নারীদের মত দেখতে মনে হয় বলে এ ফুলের নাম দেয়া হয়েছে নারীলতা ফুল। পৃথিবীতে অনেক ফুলের নাম আমরা শুনেছি এবং দেখেছি। কিন্তু এমন একটি ফুল কি কেউ কখনও দেখছেন? ফুলটি দেখলে অনেকরই হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে।
তবে বা¯ত্মবেই এমন ধরনের ফুল আছে পৃথিবীতে। থাইল্যান্ডে দেখা মেলে এমন ফুল গাছের। ফুলটি দেখলে আপনি কিছুটা লজ্জাও পেতে পারেন। আপনার মনে হবে কতগুলো নগ্ন নারী আপনাকে দেখছে আর হাসছে। তবে এতে লজ্জা পাবার কিছু নেই। হাতে নিয়ে একটা ফুল দেখলেও কেউ আপনাকে কিছু বলবে না।
থাইল্যান্ড ছাড়া শ্রীলংকাতেও এই ফুল পাওয়া যায়। থাইল্যান্ডে একে বলে Nareepol এবং এবং শ্রীলংকাতে বলে Liyathabara Mala। নারীলতা গাছে প্রতি বিশ বছর পর পর ফুল ফুটে (!!) ।
এ ফুলকে দেখলে অনেকেই ভাবতে পারেন এ গাছে মনে হয় পরীরা আ¯ত্মানা গড়ে আছে। অনেকে আবার এ গাছের নিচ দিয়ে গেলে ভয়ে দৌঁড়ে পালায়। কুড়ি বছর অপেক্ষা না করে আপনি যদি গাছটি দেখতে চান তবে আপনাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে ৫০০ কিলোমিটার দূরে এক বনে যেতে হবে যেখানে রয়েছে নারীলতা গাছ।
তবে গাছটি দেখতে গেলে একা না গিয়ে কোন গাইডের সাহায্য নিন। এতে গাছটি চিনতে সুবিধা হবে আপনার। সবসময়তো আর নগ্ন নারী ফুল দেখতে পাবেন না। কুড়ি বছরের ব্যাপার স্যাপার যে!
(সংগৃহীত)
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
িটউব লাইট বলেছেন: আপিনি হাতে নিয়া দেখছেন? আর কুড়ি বছরের বেপারটা একটু খুলে বলেন।
আল্লাহ র দুনিয়ায় কত রকম পাগল আছে।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
িটউব লাইট বলেছেন: ভাইজান এখান থেকে একটু ঘুরে আসেন। আপনার কথাই বলতেছে ওরা
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
পথহারা নাবিক বলেছেন: সঞ্জয় নিপু বলেছেন: অনেক সুন্দর হ ইছে ভাই লেখাটা ।
এতদিন কই আছিল আপনের এই প্রতিভা ??
জবাব দেন প্লিজ ।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
ট্যামটেমি বলেছেন:
দারুন আজব! এক্কেরে ন্যাংটা মাইয়াগো লাহান। দেখলে সবাই যে লজ্জাই পাবে এটা বলা যায় না, কেউ কেউ আবার উত্তেজিতও হবে।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
বেকার সব ০০৭ বলেছেন: ভাই আপনি নিজ চো্খে নারীলতা গাছটি দেখেছেন কি? না দেখে থাকলে লিংক দেন, আমার মরন হয় ছবি গুলো ফটোসপে কাজ করা
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
বেকার সব ০০৭ বলেছেন: ভাই আপনি নিজ চো্খে নারীলতা গাছটি দেখেছেন কি? না দেখে থাকলে লিংক দেন, আমার মনে হয় ছবি গুলো ফটোসপে কাজ করা
৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৬
দিশার বলেছেন: হেলিকপ্টার সফি মনেহয় এখান থেকে নারী কে ফুলের সাথে তুলনা করেছেন। হাহা
৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩
জাহাজি৮৪ বলেছেন:
ইটস এ হো্আক্স.
জেনে পোসট করা উচিত (গদাম ইমো হইবে )
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
সঞ্জয় নিপু বলেছেন: অনেক সুন্দর হ ইছে ভাই লেখাটা ।
এতদিন কই আছিল আপনের এই প্রতিভা ??
জবাব দেন প্লিজ ।