নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের আলো ছড়িয়ে দাও, বিবেকের যত্ন নাও !

রফিকুল ১৯৯০

মুক্তমনা লেখক ও বিজ্ঞান কর্মী, প্রকৃতির ছাত্র !

রফিকুল ১৯৯০ › বিস্তারিত পোস্টঃ

অব্যক্ত ধ্বনির রক্তক্ষরণ !

১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২১

বুকের ভিতর প্রবল যাতনা, চাপা দীর্ঘশ্বাস
রক্ত নালিকাতে উচ্চ প্রবাহ, অগ্নি জলোচ্ছ্বাস,
কন্ঠ নালিতে প্রবল চাপ, অব্যক্ত ধ্বনির সংঘর্ষ
ছিঁড়েফুড়ে তা বের হতে চাই, মুক্তি পেতে চাই কষ্ট।
চোখ জ্বলে যায় রক্ত লাভায়, অশ্রু হয়েছে উত্তপ্ত
শুকিয়েছে জল যাতনার তাপে, নয়নের ভাষা অব্যক্ত
শ্রবণেন্দ্রিয় কাঁপছে বহুল, কানের পর্দা অস্থির
অজানা শব্দের মিছিল এসেছে, হতে চাই চৌচির।
স্তব্ধ হৃদয়ে, শুষ্ক নয়নে দৃষ্টি মেলে নিশ্চল
হাজারো শব্দ আহাজারি দেয়, মুখগহ্বরে হট্টগোল,
ভিতরে বহিছে বেদনার ঝড়, বাক্যমালা চাই মুক্তি
কন্ঠনালিতে অদৃশ্য শিকল, মুখছিদ্রে বেড়ি।
কাপুরুষ আমি, আমি অকেজো, দূরে পালিয়ে বাঁচি
তবুও হৃদয়ে সুন্দর আগামী, নতুন আলোর আশা রাখি,
সব কালিমা ধুয়ে মুছে যাক, সুন্দর হোক আগামী
আমি তুমি মিলেমিশে সব, এক ছায়াতলে আসি।
হাত উচিয়ে, বুক চেতিয়ে, আকাশ কাঁপিয়ে বলি,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

সংগ্রহ: মানসিক বিকারগস্ত ভোলাদা'র ডায়েরি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.