নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
মা ও খোকা
------------------
ছোট্ট খোকন জানতে চায়
তার মায়ের কাছে ।
বই এর ভিতর ছবির পাশে
কী লেখা আছে ?
মা হেসে কয় ওরে সোনা
অনেক তো হলো।
এবার তবে লেখা ও পড়া
শিখতে হবে চলো।
ছেলে বলে কেন মা ?
তুমিই পড়ে শোনাও.।
গানের সুরে কবিতা গুলো
গুনগুনিয়ে গাও।
মা বলে, নারে খোকন,
থাকবো না আমি চিরকাল।
সব কাজ তোর নিজে শিখে
ধরতে হবে হাল ।
মানব জীবন স্বার্থে মোড়া
চলার পথ যে কঠিন ।
নিজে বুঝে নিজে শিখে
করবে তাকে রঙিন ।
©রফিকুল ইসলাম ইসিয়াক
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে প্রথম কমেন্ট।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
হাবিব বলেছেন:
কমেন্টসের প্রতি উত্তর করতে ক্রস চিহ্নের বাম পাশে থাকা তীর চিহ্নে ক্লিক করুন।
তারপর যে বক্স আসবে সেখানে প্রতি মন্তব্য করুন। এবং মন্তব্য প্রকাশ করুন বাটনে ক্লিক করুন।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
বিজন রয় বলেছেন: সুন্দর।
++++