নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
যে ছেলেটি বলতো না কিছু
আজ সে কিছু বলতে চায়..
বোবা চোখে অপার ব্যথা
সেখানে কিছু ভাষা পড়া যায় ।।
ক্ষুধায় কাতর হয়েছে তবু
খোঁজ রাখেনি কেউ যে তার
মায়ের জন্য কত রাত জেগে
কেঁদে কেঁদে চোখ হয়েছে ভার ।।
মা যে তার হারিয়ে গেছে
কাল বৈশাখীর রাতে
রাজার ছেলে ভিখারি হলো
সেই নিশি প্রাতে ।।
বাবা ছিল তার এমনই হায়
দেখেও দেখেনা কিছু
কথায় কথায় অপমান করে
বদনাম নেয় পিছু ।।
একদিন ছেলেটি ভাবলো হঠাৎ
হারিয়ে যাবে দুরে
আর কোনদিন ফিরবে না
হৃদয়হীন এই শহরে।।
আপন থেকে পর ভালো
পরের থেকে বন
সেই বনই হলো তার জীবনে
একান্ত আপনজন।।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩১
ইসিয়াক বলেছেন: আমাকে কিন্তু পরই ভালো বেসেছে..আপন জন এত বছরে ও কেউ খবর নেয়নি পর্যন্ত...।তারপর পরও আমাকে ....যাক সে অন্য গল্প.।ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
ওমেরা বলেছেন: আপন থেকে পর কখনো ভালো না । আপনজন কষ্ট দিলেও সে আপন , সেই আবার বুকে টেনে নিবে ।
কবিতা ভালো হয়েছে অবশ্য।