নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অভিমান

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

দুঃখের দিনের বন্ধু আমি
সুখের দিনের নই।
একলা থাকার অসুখ আছে
একলা আমি রই।।
যেদিন তুমি খুঁজবে আমায়
অনেক আপন ভেবে
ততদিনে যাবে দেখো
জীবন প্রদীপ নিভে।।
ছোট্ট কথায় অনেক বেশি
কষ্ট হতে পারে।
কথার ভাজে বিষ যদি হয়
লাগবে গো অন্তরে।।
এই তুমি কী সেই তুমি
অনেক অচেনা।
সুখী তুমি ,আরো সুখী হও
রইলো কামনা।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

নজসু বলেছেন:



যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে!


ব্লগে স্বাগতম।
কবিতা ভালো লেগেছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যাবাদ.।আমি তো বিশ্বাসই করতে পারছিনা যে আপনাদের আমার লেখা ভালো লাগছে..লেখার জন্য কত অপমান সয়েছি...কত কবিতা ছিড়ে ফেলেছি....লোকে তো আমায় এখনো পাগল বলে..

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

নজসু বলেছেন:


না ভাই, কবিতা লেখা নিয়ে কারও সাথে অভিমান করা ঠিক হয়নি।
যারা কবিতা ভালোবাসে, কবিতা যে কবিকে ভালোবাসে কবিতার জন্য তার অপমান গায়ে লাগাতে নেই।
কবিরা হয়তো পাগল। কিন্তু সে পাগলামী ভালোবাসায় পরিপূর্ণ।
এটা বোঝার ক্ষমতা কয়জনের আছে।

আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি কবি।
ব্লগে আপনার কবিতা ছড়িয়ে দিন।
দেখবেন আপনার কবিতাকে সবাই ভালোবেসেছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যাবাদ ।আমার চোখে জল চলে আসছে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.