নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শপথের দিন আজ

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭




মাকে তোরা আর কষ্ট দিসনে
মা'যে এমনিতেই দুঃখী
এত অপমান সয়ে সয়ে
মা হয়েছে রক্তমুখী।।
শত শত বছরের পরাধীনতার পর
মা যখন মুক্তি পেলো
নরপিশাচ,রাজাকার,হায়েনার দল
তবু পিছু না ছাড়িল।।
ভাইয়ে ভাইয়ে বিবাদ তোদের
লাগিয়ে দিলো যারা
দুর থেকে মজা দেখে আর
হাততালি দেয় তারা।।
হোক হিন্দু হোক মুসলিম
হোক না অন্যজাতি
রক্তে মাংসে গড়া মানুষ
একই আকৃতি প্রকৃতি।।
ভাই এর দুঃখে ভাই এগিয়ে যাবে
ভাই এর সুখে ভাই
মিলেমিশে থাকার আনন্দ
আর কিছুতে যে নাই।।
তবে কথা আছে যে হায়েনারা
আমার দেশের জন্মকালে
আমার মায়ের রক্ত খেয়েছে
বোনের সম্ভ্রম নিয়েছে নিষ্ঠুর ছলে।।
তাদের চিনে রাখো
যেও নাকো ভুলে
কোন অবস্হায় তাদের দিওনা ঠাঁই
নিওনা কোলে তুলে।।
এই সব হায়েনাদের ক্ষমা নাই
ক্ষমা নাই কোন কালে
দেশ রক্ষার নামেও..তাদের
ক্ষমা নাই কোন কালে।।
দেশ ও জাতি আজো বিভক্ত
বেশিরভাগ দ্বিধাগ্রস্থ
মতভেদ থাকবে ,থাকবে দ্বন্দ
তবু সময়ের প্রয়োজনে, শুদ্ধতার যুদ্ধ
হোক আরেকপ্রস্থ।।
৭১'এর জানোয়ার গুলোই আজ
বার বার জেগে ওঠে
কেন তোরা চাটিশ ওদের
দু চার ঘা কষে লাগিয়ে দে বজ্রমুঠে।।
ওরে ওরা দূর হয়ে যাক
নিপাত যাক ইবলিশের দল
আমার দেশ আমার ভাই আমার মাটি
সবই আমার বুকের বল।।
এই বিজয় দিনে
মুক্ত স্বাধীনে
দেশ হোক শত্রু মুক্ত
দেশপ্রেম হোক পাকাপোক্ত।।




মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬

হাবিব বলেছেন: সুন্দর কবিতা

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

ইসিয়াক বলেছেন: ওহ হাবিব ভাই....ধন্যবাদ

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩

আরোগ্য বলেছেন: ভালো লিখেছেন। চালিয়ে যান।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২২ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন: শুভসকাল
৯:৩৭

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.