নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বলেছিলে মন ফেরাতে
সেতো ফেরেনি
বলেছিলে ভুলে যেতে
সেতো ভোলেনি।।
জানিনা কী ভুলের পাপে
জীবন বয়ে চলে কার অভিশাপে।।
যেতে তো চেয়েছিলাম
দুজনে অনেক দূর
খুঁজে ঠিকই নিতাম
সুখের অচিনপুর।।
কেন তবে ছেড়ে দিলে হাত শুরুতে
আমাকে একা ফেলে শুণ্য মেরুতে।।
চাইছিলো মন তোমায়
আরো কাছে পেতে
কেন ভেঙ্গে গেল তা
দুঃখের আঘাতে।।
জানিনা জানিনা স্মৃতি কেন বেদনা
শুধু ভালো থেকো এই শুভ কামনা।।
২৬ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৯
ইসিয়াক বলেছেন: দেরীতে হলেও ধন্যবাদ। আপনার লেখা পাই না কেন?
২| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।
১৩ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩০
ইসিয়াক বলেছেন: আমি অভিভুত ।,বাক রুদ্ধ। চির কৃতজ্ঞ।
শুভসন্ধ্যা ।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
নজসু বলেছেন:
যে চলে যায় তাকে যেতে দিতে হয়।
স্মৃতির বেদনা যে বয়েই বেড়াতে হবে।