![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক হলো তো এবার তবে আমি যাই।
ভালো আছি এখন আমি
তুমি কেমন আছো?
এলাম দেখতে তোমায়
শুনলাম ভোটে দাড়িয়েছো?
চাইবে না ভোট তুমি
এই ভোটারের কাছে ?
অাজ অনেক দিনের পর
আমারো কিছু দেবার আছে!!
হা হা হা হেসো না হেসো না
আমি এখন অনেক ধনি
চাইলে এখন দিতে পারি
শত সাপের মনি।।
যেদিন তোমার বড়লোক বাবা
আমায় ছুড়ে ফেলে দিলো
আদর্শ লজ্জা সব,সব
এক নিমেষে উধাও হলো।।
এখন আমার অনেক টাকা
অনেক অর্থকড়ি
এক আঙ্গুলে ইশারায়
হাজার কর্মী দেয় গড়াগড়ি।।
যাহোক ভোটে আমিও দাঁড়িয়েছি
তোমার বিরোধী পক্ষ
কে জেতে দেখা যাক
মারপ্যাঁচে কে বেশী দক্ষ।।
আমি চৌকা
আর তুমি ঘাস ফুলের শীষ
দেখা যাক কার কাছে রয়েছে
সবচেয়ে বেশি বিষ।।
আসবেন ভোটদিতে
সকলে দলে দলে
ফ্রি ফেয়ার ভোট হবে
আশা করি সকলে।।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
ইসিয়াক বলেছেন: কেউ পড়ছিলোনা বলে টেনশনে ছিলাম।ভাবছিলাম ভালো হয়নি।যাক আপনার মন্তব্যে ভালো লাগলো।ধন্যবাদ
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
নজসু বলেছেন:
আপনার সবগুলো লেখা এক এক করে পড়ছি ভাই।
হয়তো সবগুলো কমেন্ট করা হবে না।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
নজসু বলেছেন:
বেশ জাকালো ছড়া।
ভালো লেগেছে।