নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

দূষণ দূষণ দূষণ

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

আমার সেফ হওয়ার পর দ্বিতীয় পোষ্ট...। :D


অতিরিক্ত শব্দের ফলে
শব্দ দূষণ হয়
ধীরে ধীরে জীবের শ্রবণ শক্তি
কেবলি হ্রাস পায়।।
বেশি শব্দ করোনা
বাঁচতে হলে ভাই
জোরে জোরে গান শোনার
কোনো দরকার নাই।।
ধুলাবালি গাড়ির কালো ধোঁয়ায়
হয় বায়ু দূষণ
জীবের জন্য ক্ষতিকর
শোনো দিয়ে মন।।
চলো সবাই বায়ুকে
দূষিত না করি
আইন কানুন মেনে চলে
সুন্দর দেশ গড়ি।।
পানির অপর নাম
জীবের জীবন
পানি নিরাপদ রাখতে হবে
রেখো স্মরণ।।
পানিতে ময়লা আবর্জনা
কখনো না ফেলিও
পুত্র কন্যা গুরুজন
সকলকে শিখিও।।
মাটি দূষিত হলে তাকে
মাটি দূষণ কয়
মাটি দূষিত হলে
আর কি বাকি রয়।।
পলিথিন মাটির জন্য
অত্যন্ত ক্ষতিকর
পলিথিন ব্যবহার অতিসত্তর
বন্ধ কর।।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

হাবিব বলেছেন: ভাল বিষয় নিয়ে লিখেছেন .তবে লেখার আরেকটু যত্ন নিবেন তাহলে আরো ভালো হবে.

আপনাকে ১মে পাতায় স্বাগতম

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

ইসিয়াক বলেছেন: আপনার অপেক্ষায় ছিলাম। তাড়াহুড়ো হয়ে যাচ্ছে বুঝতে পারছি..।হাত.সময়টা।বড় .কম পাই যে...নতুন বলে একটু এক্সাইটেড ও বটে।তবে এগুলো কোনো অজুহাত নয়।ধন্যবাদ

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: পৃথিবীকে সুন্দর করার ভাবনায় লেখা কবিতায় ভালোলাগা

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। শুভসন্ধ্যা

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

নজসু বলেছেন:



বাহ আপনি সেফ হয়েছেন।
অভিনন্দন আপনাকে।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০

ইসিয়াক বলেছেন: আপনাকেও অভিনন্দন

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

সুমন কর বলেছেন: বিষয়বস্তু ভালো। ভালো লিখেছেন। লেখায় গ্যাপ দিলে দেখতে ভালো দেখায়। +।

শুভ ব্লগিং........

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন: আপনার মন্তব্য ভালো লাগলো।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: আমি ঢাকা সিটির মেয়র হলে আপনার এই পোষ্ট রাস্তার মোড়ে মোড়ে টানিয়ে দিতাম।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: এতো সম্মান পাওয়ার যোগ্য কি আমি? আপনার দেয়া সম্মানে আমি সম্মানিত বোধ করছি।ধন্যবাদ

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০

মাহমুদুর রহমান বলেছেন: আহ! সকলে যদি এ কথা বুঝতো তাহলে কোন সমস্যাই থাকতো না।
সুন্দর কবিতা।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।সঙ্গে থাকার জন্য

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াকভাই ,

আপনার পোস্টগুলো প্রায় সবগুলোই দেখলাম ; বেশ ভালো লেখার হাত আছে আপনার। যদি কিছু মনে না করেন তাহলে একটি কথা বলি, কবিতার শিরোনামে প্রত্যেক ক্ষেত্রে দেখছি নিজের নামটি লিখছেন। এক্ষেত্রে অর্ধেক শিরোনাম বাকি অর্ধেক নিজের নাম দিয়ে কবিতার নাম হয়ে দাঁড়াচ্ছে নয় কি ? আপনি ব্লগে অন্যান্য কবিদেরও লক্ষ্য করে দেখবেন ; ওনারা কিভাবে কবিতা লিখেন
নিজের নাম যদি দিতেই হয় তাহলে একেবারে নিচে দেওয়াটা কাম্য।
আরেকটি কথা- দু নম্বর কমেন্টে সাদা মনের ভাইয়ের প্রতিমন্তব্যটি কিন্তু হয়নি। ওটি আপনার পৃথক কমেন্ট হয়ে গেছে।

উপযাজক হয়ে পরামর্শ দিয়েছি ; আশা করি ক্ষমার দৃষ্টিতে নেবেন ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন ।


২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

ইসিয়াক বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।আমি বরাবরই একটু ভুলো মনের..।আবারো ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য ভবিষ্যতেও সঙ্গে থাকবেন আশা করি।ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.