নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ফুল দিয়ে ফুল নিলে
দিলে নাতো ভালোবাসা
সুন্দর একটা হাসি অন্তত
করেছিলাম আশা ।।
এমন গোমড়া মুখো আমি
প্রথম দেখলাম
তবুও কেন জানি তোমারই
প্রেমেতে পড়লাম।।
সাধারণত যা হয়
মেয়ের মা হয় খুব রাগী
যুবক ছেলে মাত্র যেন
প্রেম বৈরাগী ।।
এক্ষেত্রে তোমার মা
কত ব্যতিক্রম
সেই সুযোগে একটু না হয়
করলে সীমা অতিক্রম।।
এটুকু আশা তো
করতেই পারি
হলাম না হয় তোমার
প্রেম ভিখারী ।।
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
রাজীব নুর বলেছেন: এই রকম কবিতা লিখে আপনারাই নারীদের মহান বানিয়ে দেন।
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
ইসিয়াক বলেছেন: রাজীব ভাইয়া ,নারীর কাছ থেকেই আমি সবচেয়ে বেশি ব্যাথা পেয়েছি ...তবু বলবো নারী তো মায়ের ই জাত। তো করলাম না হয় সব দোষ ক্ষমা । কী বলেন। আমার উপর রেগে আছেন মনে হচ্ছে...হাহাহা.।ধন্যবাদ ভালো থাকবেন।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
রাজীব নুর বলেছেন: এই রকম কবিতা লিখে আপনারাই নারীদের মহান বানিয়ে দেন।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
নজসু বলেছেন:
ভালোবাসায় সীমা অতিক্রম করা ভুল কিছু নয়।
ওটা ভালোবাসারই প্রকাশ ।
ভালো লাগলো লেখা।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২
ইসিয়াক বলেছেন: অনেক শুভ কামনা রইলো
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটুকু আশা তো
করতেই পারি
হলাম না হয় তোমার
প্রেম ভিখারী ।।
.......................................................................
এত্ত প্রেম ভিখারী থাকলে আমাদের অবস্হান কি থাকে ?
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
ইসিয়াক বলেছেন: দারুন
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১
ইসিয়াক বলেছেন: লাইনে দাড়িয়ে যান....
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
শুভকামনা
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২
ইসিয়াক বলেছেন: আপনাকে ও শুভকামনা।ধন্যবাদ
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো। লাইক করেছি।
শুভেচ্ছা রইল।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
ল বলেছেন: শুভ কামনা কবি।