নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ইঁচড়ে পাকা--মো রফিকুল ইসলাম

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫


গোল্লা গোল্লা গোল্লা
এত রসগোল্লা কেন রে তোর খাতায়?
ছেলে হেসে কয় বাবা, তোমার ছেলে খুব হাবা
তাইতো পেল এত রসগোল্লা, কত সস্তায়!!

এমন ধোলাই দেবো তোকে
বাপের নাম আর আনবিনা মুখে..।
হা হা হা লোকে তো করবে তোমারই বদনাম
কেমনে সইবে এ অধম তোমার অপমান।।

ঊফ!এবার তুই দূর হ অর্বাচীন ,মর্কট,মূর্খ..
এর থেকে ভালো গনগনে তপ্ত অর্ক
অর্ক কী বাবা একটু বুঝিয়ে বল
হাতটা ছেড়োনা,প্লিজ এগিয়ে নিয়ে চলো।।

হলাম না হয় একটু একরোখা কিছুটা বোকা
তোমার কথায় অর্বাচীন,ইঁচড়ে পাকা..।।
বড্ড বেশী তোর কথার ফুলঝুরি
বাইরের লোকে শুনে বলবে আহা মরিমরি।।

কিন্তু তুই করবি কী অদূর ভবিষ্যতে
চটপটি বেঁচতে হবে খোলা রাস্তায় ফুটপাতে...
হা হা হা সেতো বাবা খুব মজা হবে...।
আমাকে সবাই ফুচকাওয়ালা কবে.।


ওরে বোকা যে কোন কাজ নয় ছোট অথবা বড়
সঠিক শিক্ষা শেষে তুমি নিজের পেশা ধরো।
আচ্ছা আমি তবে সঠিক শিক্ষা নেব,
তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় হবো।।

দেখা যাক তোর জন্য কী করতে পারি,
বন্ধ কর এবার তোর কথার ফুলঝুরি।।


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

যোখার সারনায়েভ বলেছেন: সুন্দর ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।শুভকামনা রইলো

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

নীলপরি বলেছেন: দারুণ ।

ভালো লাগলো ।

শুভকামনা

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: মোবাইল, টিভি আর ইন্টারনেট পেয়ে সব পোলাপান পাকনা হয়ে গেছে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ইসিয়াক বলেছেন: ভালোই বলেছেন

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

হাবিব বলেছেন: আপনার দিন দিন উন্নতি খুব ভালো লাগছে...........

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

ইসিয়াক বলেছেন: আপনার মন্তব্যে আমি সব সময় উৎসাহ বোধ করি। ধন্যবাদ।আসলে এ জগত টা আমার কাছে নতুন কিন্তু আপনাদের সবার এত অফুরন্ত ভালোবাসা ..এখানে কেউ তো আমাকে ব্যক্তিগতভাবে চেনেই না কিন্তু সবাই কত আপন করে নিয়েছে। মাঝে মাঝে মনে হয় স্বপ্নের মধ্যে আছি হয়তো কে জানে...আমার জীবনটা আসলে ....।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

প্রশ্নবোধক (?) বলেছেন: আহারে জীবন! ধন্যবাদ, সুন্দর হয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

নজসু বলেছেন:




খুব খুব খুবই সুন্দর।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪০

সচেতনহ্যাপী বলেছেন: ভাল লাগা রইলো।।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.