নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শরীরী ভাষার প্রথম ম্যাজিক ও বয়ঃসন্ধি কাল--মো রফিকুল ইসলাম

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২০


অচেনা দুঃখ ,অচেনা সুখ, অচেনা ব্যাকুলতা,
নিস্পলক ভাবালুতা স্থির শীতল দৃষ্টি
হঠাৎ মনের মধ্যে ব্যাপক উথান পতন
মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙ্গা ঘোরে অচেনা শরীরী ভাষা
হারিয়ে যেতে ইচ্ছা...।আত্নমগ্নতা...
বিশেষ স্পর্শে অজানা আনন্দে আলুথালু ভাব।
নতুন চরে বেড়ে ওঠা অসংখ্য ঘন তৃণলতা ও ঝোপ জঙ্গলের মাঝে
একমাত্র বৃক্ষটির হঠাৎ সশব্দে জেগে ওঠা .?????
অসম্ভব শিরশিরানি বিদ্যুতের খেলা,তীব্র ভালোলাগা
অজান্তে,স্পর্শে,ঘর্ষনে,দলিত মলনে,সুতীব্র দহনে,ঘন চাপা নিঃশ্বাসে........মারাত্মক ভূমিকম্প।
সাথে আগ্নেয়গিরির অগ্নুৎপাত......।
ঘি রঙের গরম লাভার স্রোত বয়ে চলে নতুন চরের ঝোপ জঙ্গল ছাড়িয়ে তীব্র গতিতে উর্দ্ধমুখে এবং নিম্নাঞ্চল প্লাবিত করে....
ঘটনার আকষ্মিকতায় আতঙ্কিত ,অস্থির ,কিশোর জানে না সে বয়ঃসন্ধিতে পৌছে গেছে।
বুকের তীব্র ঢিপঢিপানিতে সে বিহ্বল...চেয়ে রয় আঁধার পানে
এবং এক সময় ঢলে পড়ে ক্লান্তিহীন ঘুমের রাজ্যে...........।










মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুন্দর কবিতা।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১

মাহমুদুর রহমান বলেছেন: বেশ!

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

কালীদাস বলেছেন: কবিতাটা খুব আহামরি লাগেনি। সেই সাথে কাভারের ছবিটা ভেতরের টপিকের সাথে কিভাবে খাপ খায় বুঝলাম না।

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১১

ইসিয়াক বলেছেন: শুভসকাল

৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩

প্রথমকথা বলেছেন: লেখাটা ভাল ভাবে উপস্থাপনে ব্যর্থ , তবে বিষয়টা ভাল ছিল , সময় নিয়ে লিখলে আরো ভাল হতো। কষ্ট নেবেন না , লিখে যান এক সময় ভাল লেখা হবে। শুভ কামনা।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।বিষয়টা একটু সেনসিটিভ তাই কনফিউজ ছিলাম।ব্যান হওয়ার ভয় ছিল।নতুন তো।যা হোক পরবর্তীতে সংশোধন করে পোষ্ট করবো।মতামতের জন্য ,পরামর্শের জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.