|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
বিশ্বজুড়ে তোমারই জয় 
হে জাতির পিতা
শত বছরের বন্দী জাতির
তুমি ভাগ্য বিধাতা ।।
সালাম তোমায় প্রণাম তোমায়
জানাই নমষ্কার
সমগ্র বাঙালি জাতির জন্য
তুমি অনন্য অহংকার।।
ভুলিতে পারনিি তোমায়
ভোলা কি যায় ?
দিকভ্রান্ত দুষ্টু লোকের
নানা  ছলনায় ।।
সত্যেরই হয়েছে জয়, 
জয় হয়েছে বাঙালির।
আধার কেটে আলোর রেখায় দেখি,
তোমার উন্নত শির।
প্রনাম তোমায় হে জাতির পিতা
কান্ডারি বাঙালির,
জয়, জয়, জয় হোক তোমায়,
জয় হোক  বাঙালির।।
ছবিঃ গুগোল হতে
 ১৮ টি
    	১৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৮ ই জুলাই, ২০১৯  দুপুর ১:০৩
১৮ ই জুলাই, ২০১৯  দুপুর ১:০৩
ইসিয়াক বলেছেন: আমি আসলে ঠিক করতে পারছি না। শিখিয়ে দেবেন।
ধন্যবাদ।
২|  ১৮ ই জুলাই, ২০১৯  দুপুর ১:০৯
১৮ ই জুলাই, ২০১৯  দুপুর ১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শেষ লাইনে জয় হোক বাঙালরি নয় বাঙালির হবে। প্রণাম শুদ্ধ । দিকভ্রান্ত এক সঙ্গে হবে ।....
  ১৮ ই জুলাই, ২০১৯  দুপুর ১:১৪
১৮ ই জুলাই, ২০১৯  দুপুর ১:১৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৩|  ১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৩:০৪
১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৩:০৪
নীল আকাশ বলেছেন: কবিতা বানান ভুল বাদ দিলে ভাল হয়েছে।
  ১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০১
১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৪|  ১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৩:০৮
১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৩:০৮
নীল আকাশ বলেছেন: তবে আওয়ামী লীগ উনাকে নিয়ে যেভাবে বানিজ্য করছে কতদিন এই ভক্তি থাকে সেটা যথেষ্টই সন্দেহের ব্যাপার!
আর আমরা জাতী হিসেবে বাংগালী নই, বাংলাদেশী। আমরা সতন্ত্র দেশে বাস করি।
৫|  ১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৪:১৬
১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৪:১৬
নিমো বলেছেন: আর আমরা জাতী হিসেবে বাংগালী নই, বাংলাদেশী। আমরা সতন্ত্র দেশে বাস করি
 বাংলাদেশের সংবিধানের ৬ ধারার ২ উপধারায় বলা হয়েছে যে, “বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।”
শেখ মুজিবকে জাতির পিতা বলাও ঠিক না। উনার জন্মের বহু আগে থেকেই বাঙালি জাতি ছিল।
  ১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০২
১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
  ১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:১৭
১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:১৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৬|  ১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৪:২৮
১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন: 
@নীল আকাশ ,
গোলাম আজমকে নিয়ে কোন বাণিজ্য হয়নি, উনার উপর আপনার ভক্তি সঠিক থাকার কথা!
  ১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০৩
১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০৩
ইসিয়াক বলেছেন: আপনি আমার লেখা পড়েন এতেই আমি খুশি।ধন্যবাদ
৭|  ১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৪:৫৭
১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সেদিনই প্রতিটা বাঙ্গালীর কপাল পুড়েছে।
  ১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০৮
১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৮|  ১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৫:০৬
১৮ ই জুলাই, ২০১৯  বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারি হবে ।
  ১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:১৬
১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:১৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৯|  ১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০৮
১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০৮
চাঁদগাজী বলেছেন: 
আপনি যা বলতে চেয়েছেন, সেটা ফুটে উঠেছে!
  ১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০৯
১৮ ই জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৬:০৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৯  দুপুর ১২:৫৮
১৮ ই জুলাই, ২০১৯  দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: টাইপো গুলো ঠিক করে নিয়েন।।