নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অনুতাপ

২৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২০


অম্লমধুর জীবন আমার
সুখদুঃখ সাথী,
জটিল অঙ্কের গোলক ধাঁধায়
কাটলো দিবস রাতি ।।

সুখের পেছনে ছুটতে গিয়ে
দুঃখ শুধু পেলাম
ফুলের বাগিচায় ফুলের বদলে
কাঁটা বেছে নিলাম ।।

জীবন সায়াহ্নে এই অবেলায়
হিসাব মেলাতে গিয়ে দেখি
অঙ্ক যত সব ই ভূল
আরো হিসাব রয়েছে বাকি ।।

বারেবারে মনে হয় যদি
একটু সময় পেতাম
শত সহস্র ভূল গুলো সব
শুধরে নিতাম ।।

ভাবতে ভাবতে চেয়ে দেখি
আরো গিয়েছে বেলা
ফুরায়ে গিয়েছে আয়ু আমার
সাঙ্গ হলো মোর খেলা ।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের চিন্তা-ভাবনা নিয়ে এত বেশী লেখা হয়েছে যে, এগুলোতে নতুনত্ব নেই

২৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: শেষ বেলার ভাবনাগুলো বুঝি এমনই হয়.......শুভ কামনা সব সময়।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৯

ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা

৩| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৩

محمد فسيح الاسلام বলেছেন: চমৎকার হয়েছে!



৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৭:২৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভসকাল

৫| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৮

জগতারন বলেছেন:

কবি ভাই;
নীচের এই গানটি শুনেছেন ???

"ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায়
যা লেখা, সে ভুল।

ভুল সবই ভুল
এই শ্রাবণে মোর ফাগুন যদি
দেয় দেখা, সে ভুল।।

প্রশ্ন করি নিজের কাছে…কে আমি,
কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি।
মেঘের ফাঁকে একটু চাঁদের
ওই রেখা, সে ভুল।।

চলে গেলে ডাকবে না তো কেউ পিছু,
স্মৃতি আমার থাকবে না তো আর কিছু।

যদি ভাবি এই আমি আর
নই একা, সে ভুল।।"


গানটিতে কন্ঠ দিয়েছেনঃ করুন কন্ঠের অধিকারিণী সুজাতা চক্রবর্তি
চলচ্চিত্রঃ অতল জলের আহবান
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
আর এ গানটিতে অভিনয় করেছেনঃ সৌমিত্র চট্টপাধ্যায় ও তন্দ্রা বর্মন।

বাংলাভাষায় অসাধারন একটি গান।
এ গানের কথাগুলো যেমন অসাধারন তেমনি সুর, কন্ঠ আর আর তেমনি সৌমিত্র চট্টপাধ্যায়-এর অসাধারন অভিনয়।

এ গানের সাথে আপনার কবিতার কেমন যেন একটা যোগ সূত্রতা পেলাম।
আপনার কবিতায় ভালো লাগা লাইক জানাইয়া গেলাম।

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৩

ইসিয়াক বলেছেন: আপনার কমেন্ট পেলে সত্যি খুব ভালো লাগে ।অন্য রকম একটা অনুভূতি হয় ।জানি না কেন ?
খুব রাগ হয়েছিল ।আপনি যখন অন্য খানে কমেন্ট করেছেন অথচ আমার লেখা হয়তো পড়েননি।
এখন রাগ পানি হয়ে গেছে।ভাল থাকবেন ।
মেইল করেছিলাম । উত্তর পাইনি কিন্তু ।
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.