নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নবাজের স্বপ্নভঙ্গ

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৮


ছেলেটির স্বপ্ন ছিলো স্বপ্ন দেখা।
যেমন-
একদিন সে আকাশে ভাসবে..........চাতক যেমন ভাসে ।
মেঘের কাছে মুখ নিয়ে যাবে, বলবে -জল দাওগো জল ধরনীর আজ বড় দুঃসময় ।
নয়তো ঘুড়ি হবে।লাল নীল অথবা বেগুনী রঙের ঘুড়ি।
কেটে গেলে চলে যাবে ভেসে ভেসে বহুদুর । সীমাহীন অসীমের দিকে।
যেখানে পাসপোর্ট ভিসা বলে কিছুই নেই।

স্বপ্ন ছিলো রেলগাড়ি হবে, চলবে সমান্তরাল ভাবে । সঠিক নিয়মে ।দেশবিদেশে ঘুরবে আর সিটি বাজাবে।
জানবে ,দেশ মানুষ আর পৃথিবীর বৈচিত্রকে । কিন্তু সেখানে ও তো বাধা ।

তারপর একবার সে স্বপ্ন দেখলো গোলাপ হবে।
সুগন্ধ ছড়াবে আকাশে বাতাসে অন্তরীক্ষে , বিমোহিত করবে জগতকে তার বর্ণে ও শোভায় ।
ভালোবাসা প্রবাহিত করবে প্রজন্ম থেকে প্রজন্মে ...
জাতি ধর্ম বর্ণ ভেদে মানুষ থেকে মানুষে ।সব মানুষ হবে এক , থাকবেনা কোন ভেদাভেদ। সব মানুষের ব্রত বা তপস্যাগুলো হবে সুন্দর
নির্মল আর পরিচ্ছন্ন।
কিন্তু সেই স্বপ্ন তো আজ দুঃস্বপ্ন হতে চলেছে । ফুল হয়ে সে ফুটবে কিভাবে ?
পৃথিবীটাতো ক্রমশ উত্তপ্ত হচ্ছে ...মানুষ নিজের প্রয়োজনে সব ধ্বংস করে ফেলছে । কি হবে স্বপ্ন দেখে ?
তাই সে একদিন ভাবলো ,আর স্বপ্ন দেখবেনা ।
স্বপ্ন যদি সত্যি না হয় তাহলে মিছেমিছি স্বপ্ন দেখে কি লাভ !

স্বপ্নবাজ তাই আর মিছেমিছি স্বপ্ন দেখেনা।
যাক সব উচ্ছন্নে যাক ....এরা তো নিজের ভালো মন্দ কিছুই বোঝেনা । নাকি বুঝেও বুঝতে চায়না ।
ছবি গুগোল থেকে

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্ন সুন্দর।+

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ,
আসুন চা পান করি ।বিস্কুট চলবে ?

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

রাকিব আর পি এম সি বলেছেন: অধোরা স্বপ্নগুলো বড্ড কষ্ট দেয়! সুন্দর হয়েছে লেখাটি +++

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন: স্বপ্নবাজের স্বপ্নভঙ্গ - নামেই অনেক কিছু

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১০

ইসিয়াক বলেছেন: ফালুদা রেসিপি কোথায়। তেষ্টায় গলা শুকিয়ে আসছে।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: এটা কি কবিতা?

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৯

ইসিয়াক বলেছেন: মানুষের আচরনে প্রকৃতি ধ্বংস। মানুষের মধ্যে বিভক্তি, সীমানা ,জাতিভেদ প্রথা , ধর্মান্ধতা ইত্যাদি সংক্রান্ত সমস্যার ব্যাপারে স্বপ্ন দেখা ও স্বপ্ন ভঙ্গের কবিতা ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রকাশ। ভাল থাকুন সদায়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
শুভসকাল

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৪২

MD Nahidul Hasan বলেছেন: দারুণ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২১

ইসিয়াক বলেছেন: ভালো আছেন নিশ্চয় । ভালো থাকবেন ।শভকামনা।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.