নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ছোট ছোট চড়ুইগুলো কিচিরমিচির ডাকে
পাতার আড়ালে তারা লুকিয়ে কেন থাকে ?
কোনকোনটি তো সদাই অস্থির ,দুষ্টুও ভীষণ ।
দুষ্টুমীর জন্য তার লাগে না কোনো অজুহাত বা কোনো কারণ ।
ধুসর বাদামী ছোপছোপ যেন ডোরাকাটা
চিড়িক চিড়িক ডাকে ,কখনো কখনো ধরায় মাথাটা ।।
সারাদিন কাজ ই তাদের লাফিয়ে লাফিয়ে চলা
চলতে চলতে শস্যদানা ,পোকামাকড় মুখে তোলা।
খড়কুটো শুকনো ঘাস আর পাতা ও লতা
কার্ণিসের উপর ঘরগেরস্থালীর স্বপ্নগুলো গাঁথা ।
পুরুষ চড়ুইদেখতে সুন্দর গান গায় অনেক বেশী
সঙ্গিনী মান ভাঙানোর মধ্যেই তার যত খুশি ।
চড়ুইপাখি গাইতে পারে গান , নব্বইটি সুরে
ডিম পাড়ে একেকটি বার চার /ছয়টি করে।
মেরু অঞ্চল ও এন্টার্কটিকা বাদে পৃথিবীর সর্বত্র বিচরণ
বিপন্ন হলো চড়ুই প্রজাতি ,কীটনাশক ও মোবাইল তার কারণ ।
চড়ুই মানে মনের মধ্যে স্মৃতির ওড়াওড়ি
ছোটবেলার স্বপ্নগুলো রঙিন ঘোরাঘুরি ।
আসুনতো ভাই আমরা সবাই বাঁচাই পাখিটিকে
ভালোবাসি পৃথিবী ,গাছপালা আর প্রকৃতিকে।।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
শুভকামনা ।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭
মেহরাব হাসান খান বলেছেন: আমি ছন্দ অতশত বুঝিনা, তবে সত্যেন্দ্রনাথ, জসিম উদদিন, জীবন বাবুর কবিতা ভালো লাগে। ইদানীং কবিরা গদ্য রীতি পছন্দ করেন। আপনি দেখা যায় বেশ মিলিয়েছেন!
দেখবেন, আপনাকে দেখে রাস্তা ছেড়ে দাড়াবো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ । সকাল থেকে তেমন কোন মন্তব্য পেয়ে আমি হতাশ । মানুষ মনে হয় আর কবিতা পড়তে চায়না
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন:
আমার তোলা ছবি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৫
ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন:
আমার তোলা ছবি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৬
ইসিয়াক বলেছেন: রাজীব ভাই ,
তো .......পাখি নিয়ে একটা ছবি ব্লগ হয়ে যাক ।
ধন্যবাদ
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন:
আমার তোলা ছবি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৭
ইসিয়াক বলেছেন: আপনার বইয়ের উপর পাখিটা এলো কি করে ?
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: সব মিলিয়ে ৮/১০ টা বেশি ছবি পাখির নেই।
এত কম ছবি দিয়ে ছবি ব্লগ হবে না।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৭
ইসিয়াক বলেছেন: তাড়াতাড়ি তুলে ফেলুন।
ছবি ব্লগ চাই ।
আমার হাতে অনেকগুলো ছবি আছে। কিন্তু সেগুলো অবশ্য আমি তুলিনি।
ছবিগুলো অসম্ভব রকমের সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে