নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তোমার চোখ.......।

০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫০


তোমার চোখ দেখে যদি কাব্যের ছন্দ হারিয়ে , ছন্দহারা হই ,
অথবা আমি যদি উদাসী হয়ে যাই .......।
বুঝে নেবে অনন্তকালের জন্য তোমাকে আমি চাই।
কত কিছু যে লেখা তোমার মায়ালু চোখের ভাজে ভাজে
কি বলবো.....
আমি পড়তে পড়তে দিশা হারাই ।
সীমাহীন দিগন্ত জুড়ে উড়ে বেড়ানো বলাকার মতো যেন........।
তোমার চাহনি আমার বুক ভেদ করে জাগায় মধুর দহন ।
মহুয়ার জমা মউ যেন তোমার দু নয়ন ।
প্রতিটি পলকে সেই চোখের পাতার ক্রমাগত দিশেহারা অবনমন ।
নীলাকাশের বিশালতা ফুঁড়ে অথবা মহাসাগরের গভীরতা ছাড়িয়ে ,
বিশৃঙ্খলতার মাঝে ,অপার্থিব সুন্দর তোমার ডাগর চোখের ছত্রছায়ায় -
যেন প্রতি পদক্ষেপে খুলে যায় পবিত্র প্রেমের দরজা ।
প্রেমের ভাষা তুমি বলছো আঁখির সঞ্চালনে ।
গ্রাম্য পথের মতো বাঁকা তোমার ভ্রুজোড়ার ঠিক নিচে কাজল কালো আঁখি
লুকানো মায়ার ছায়া তলে তোমার কৃষ্ণকায় হরিণী মায়াবী চোখ,
যা অপরূপ সুন্দর!!!
আহা !ওই চোখের মোহে কেন এতো আকর্ষণ ?
ওই মায়াবী চোখ দিয়ে দেখতে চাই স্বপ্ন অনন্তকাল ।
জীবন সতত মধুর না হলেও মন্দ তো নয় ।
অনাগত ভবিষ্যতে আমি শুধু তোমাতেই হারাতে চাই নিজেকে ।
শুধু ই তোমার চোখের মায়ায় !!
এবং তোমার চোখে লেখা জাগতিক কাব্য আমি আরো বেশি পড়তে চাই যুগ যুগান্তর ধরে।
প্রয়োজনে কবিতা লেখা ছেড়ে দিতে পারি তোমার চোখের ভালোবাসায়।
শুধু তোমার চোখের ই কাব্য পড়তে চাই।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা টাইপ কবিতা কম লিখবেন বন্ধু।
নজরুলের মতো তেজি আর ধারালো কবিতা বেশি লিখবেন।

কবিতার ছন্দে ছন্দে থাকবে দেশের কথা। দেশের সমস্যার কথা। এবং সমাধানের কথা।

০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:১২

ইসিয়াক বলেছেন: প্রেমিক মনে শুধু প্রেম প্রেম পায় যে
আর প্রেম দিয়ে মানুষের ভালোবাসা জিতে নিতে চাই যে।
।।।

২| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:২০

বিজন রয় বলেছেন: রাজিব নুর প্রথম প্লাস দেয় নাই।

'মায়ালু' শব্দটি ভাল লেগেছে।
সবাই চোখে চোখ রেখে কথা বলতে পারে না।

বোল্ড করে পোস্ট আর উত্তর দিচ্ছেন কেন?

শুভদুপুর।

০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩২

ইসিয়াক বলেছেন: সবার জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা ।
অনেক প্রীতি ও ভালোবাসা জানবেন প্রিয় বিজনদা ।
প্লাসে অনুপ্রাণিত হলাম ।
শুভকামনা রইলো।
ধন্যবাদ

৩| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৭

ইসিয়াক বলেছেন: অনেক প্রীতি ও শুভেচ্ছা নিবেন আপু
প্লাসে অনুপ্রাণিত হলাম ।
শুভকামনা রইলো।

৪| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: প্রেমিক মনে শুধু প্রেম প্রেম পায় যে
আর প্রেম দিয়ে মানুষের ভালোবাসা জিতে নিতে চাই যে।

এই সমাজে প্রেম দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না বন্ধু।

০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৯

ইসিয়াক বলেছেন: আমার তবু চেষ্টা থাকবে ।
আমি আসলে একজন বোকা টাইপের মানুষ । যাকে বলে third class idiot .
যা মনে আসে বলি আর যা মনে আসে তাই করি । মানুষ যথারীতি ভুল বোঝে।
আজ আপনি পোষ্ট দিবেন না ?

৫| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৫

নীল আকাশ বলেছেন: আপনার অনুরোধের পোস্ট ব্লগে দিয়েছি। পড়ে দেখুন।

০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮

ইসিয়াক বলেছেন: প্রিয় নীল আকাশ ভাই,
অশেষ কৃতজ্ঞতা জানাই ।
একটু ব্যস্ত আছি আমি সময় মতো আপনার পোষ্টে মন্তব্য করবো ।
শুভকামনা রইলো

৬| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৭

নীল আকাশ বলেছেন: এত দারুন প্রেমের কবিতা পড়লে প্রেম করতে ইচ্ছে করে!!!

০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৯

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
প্লাসে অনুপ্রাণিত হলাম ।
শুভকামনা রইলো।

৭| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৫

করুণাধারা বলেছেন: কবিতাও ভালো হয়েছে, সাথের ছবিটাও চমৎকার।

০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
শুভরাত্রি

৮| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই ইসিয়াক, যদিও এখন সময় মধ্যরাত ০১০০ টা। আপনি যখন আমার মন্তব্য দেখবেন তখন ভোর - তাই আপনাকে এখন “ভোরের পাখি” বলা যেতে পারে। লেখা কবিতা ফুল বোল্ড করা, এখন কোনটি গুরুত্বপূর্ণ শব্দ/বাক্য/লাইন বোঝা মুশকিল! সবাই আপনাকে তেলের ড্রাম দিয়ে তেলে ডুবিয়ে দিলেও আমি ভুলটি সংশোধন করতে চাইছি। গল্পে কবিতায় ততোটুকু বোল্ড করুণ যতোটুকু পুরো লেখার নতুন মাত্রা যোগ হয়েছে মনে হবে।

কবিতা ভালো হয়েছে। তবে বোল্ড করে লেখার জন্য - আপনার কোনো ছাত্র হোমওয়ার্ক পুরোটা বোল্ড করে লিখলে কি করবেন, মার্ক কতো দেবেন?

০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৬

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
সালাম নেবেন এবং সেই সাথে অনেক অনেক শুভকামনা রইলো ।
আপনার সব পরামর্শ ই আমার জন্য অত্যন্ত মুল্যবান ।আমি এখন শিখছি ।
ভুল গুলো আপনারা ধরিয়ে দিচ্ছেন ভালো লাগছে। সেই সাথে আমি উপকৃত হচ্ছি ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ভালোলাগা রইলো।
ধন্যবাদ

৯| ০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:
যেমনি হয়েছে কবিতা তেমনি ছবি , কোনটা রেখে কোনটা বলি
প্রেমের ভাষা তুমি বলেছ আঁখির সঞ্চালনে

অফুরন্ত শুভেচ্ছা রইল

০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৪:৪৯

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় ডঃ এম এ আলী ভাই
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
সেই সাথে অনেক ভালোলাগা জানবেন ।
আপনার মন্তব্য ও প্লাস আমাকে অনপ্রাণিত করলো ।
সুপ্রভাত

১০| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৭:১৭

বলেছেন: চোখ যে মনের কথা বলে.......


কবিতায় "আমি" শব্দটি বহুবার উচ্চারিত হওয়াতে কবিতার মাধুর্য লোপ পেয়েছে।।।
আরেকটা কথা ,, ছন্দ হারিয়ে ছন্দহারা হয়, বাক্য হারিয়ে বাক্যহারা।।

০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫২

ইসিয়াক বলেছেন: বুঝেছি এডিট করে দেবো।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক শুভকামনা।
দোয়া রইলো।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৪

হাবিব বলেছেন: সাঁতার জানেন নাকি ভাই? সাঁতার না জানলে চোখের দিকে তাকাবেন না, না মরলেও ডুবে যাবেন

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৯

ইসিয়াক বলেছেন: আরে হাবিব স্যার ভাই যে ,
কি যে ভালো লাগছে। আসেন এই উপলক্ষে একটু চা পান করি ।
কোথায় ছিলেন ভাইয়া এত দিন?
শুভেচ্ছা নিবেন ।
শুভকামনা ও দোয়া রইলো।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২২

হাবিব বলেছেন: ভাইরে, আমি এমনিতেই চা খোর হয়ে গেছি প্রায়...... এর মধ্যে আবার চায়ের লোভ......... কি করে জিব সামলাবো? আমি এখন ব্যঙের শীতনিদ্রার মতো গ্রীষ্ম, বর্ষা আর শরৎ নিদ্রায় আছি। হাজিরা দিয়ে গেলাম। আপনাদের যে ভুলি নাই তার প্রমাণ স্বরূপ।

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭

ইসিয়াক বলেছেন: দোয়া রইলো ।
তাড়াতাড়ি ফিরবেন আর্জি রইলো।
শুরুর সেই দিনগুলোতে আপনার সহযোগিতার কথা আমি কিন্তু ভুলিনি ভাইয়া।।

ধন্যবাদ

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ২:০২

মাহের ইসলাম বলেছেন: চোখের ছবিটা সুন্দর হয়েছে।
তবে, চায়ের রং দেখে কিন্তু খেতে প্রচন্ড ইচ্ছে করছে।
শুভ কামনা রইল, ভালো থাকবেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪২

ইসিয়াক বলেছেন: কেমন আছেন ভাইয়া ?
শুধু ছবিগুলো ই ভালো লাগলো ?
আর কবিতা ??????????????

চা কিন্ত পান করে যেতে হবে ।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: আরে! আপনার এই পোস্ট আমার চোখে পড়েনি????
মায়াবী চোখ বটে।
নিরন্তর খুশি থাকুন এমনি চোখের ভাষা।

শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০

ইসিয়াক বলেছেন: দেরিতে হলেও তো পড়লো । সেটাই বা কম কিসে .....।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.