নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অবলম্বন

১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০২


চোখের কাজল দেয়া সেই কবে ছেড়ে দিলে খেয়াল ই করিনি ।
ইদানিং তুমি আর অভিযোগ করোনা ।
সংসারের ঝঞ্ঝাটে সব স্বপ্নের জলছাপ মন থেকে মুছে গেছে মনে হয় ।
ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাবার প্রস্তুতি নয়তো ?


সন্তানদের স্বপ্ন হয়ে উঠলো প্রতি পলে আমাদের স্বপ্ন
যথারীতি ,
সবার স্বপ্ন পূরণের পর নিজেরা দুঃস্বপ্নে পতিত হলাম মহাকালের আবর্তে ।।

ঝগড়া ছেড়েছো বহুদিন আগে!!
আজকাল আমার খোঁজ খবর একটু বেশি বেশি রাখছো কি ?
কারণে অকারণে টুকটাক কাজের ভিড়ে উঁকি দেয়া মনের দরজায়.....।
ছোটোখাটো ছেলেমানুষী!!

অতীত ভাবলে হাসি পায় এখনো..।
উত্তাল প্রেমের দিনগুলোতে...
সব কথার ছলে বা কাজে জানিয়ে দিতে তোমায় ভালবাসি ।
এখন স্বপ্নগুলো হারিয়ে গেছে সুখ খোঁজার ভিড়ে ।
আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে ..।

সুমনের সেই বিখ্যাত গানটা কিন্তু খুব করে কানে লেগে আছে......
হাল ছেড়োনা বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে ......।
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে ।।

প্রিয়তমা তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো বুকের মাঝে ।
এই বয়সে বেঁচে থাকার স্বপ্নটাকে জাপটে ধরতে ভালো লাগে ।
অকারণে কেনো জানি মনে পড়ে বসন্ত দিনের কথা ,
শরতকালে কাশের বনে শিউলির মালা গাঁথা......
মনে মনে কবে কবে হারিয়ে গেল সুসময়গুলি .....।

দয়া করে হাজার দুঃখের ভীড়ে ভালোবাসার স্বপ্নটাকে হারিয়ে ফেলো না
ঘুরে দাড়ানোর স্বপ্ন কিন্তু আমার এখনও গেল না ।

মনে রেখো ,
সন্তানেরা যে যার মতো শুধু তুমি আর আমি দুজন ।
শেষ বেলাতে অসহায় দুই মানব মানবীর ভালোবাসাই একমাত্র অবলম্বন।

,

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো হয়েছে বেলা শেষের গান।
কয়েকটি টাইপো চোখে পড়লো।
শুভকামনা প্রিয় ইশিয়াক ভাইকে।

১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক দা ।
কেমন আছেন ?
টিউশনি সেরে এসে টাইপো গুলো ঠিক করবো ।
শুভকামনা রইলো ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। পরম করুনাময়ের ইচ্ছায় খুব ভালো আছি। ঠিক আছে আপনি টিউশনি শেষে টাইপোগুলো ঠিক করবেন অপেক্ষায় রইলাম। তবে একটা কথা বলার,আমি যেটুকু জানি আপনি একজন সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আপনি কিন্তু এভাবে প্রকাশ্যে টিউশনি করতে পারেন না।
শুভেচ্ছা অফুরান।

১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা আমি বেসরকারী স্কুলের সহকারী শিক্ষক আর আমাদের বেতন সে আর নাইবা বললাম ।
সেই কারনে টিউশনি ছাড়া গতি নাই । স্কুলটাকে ভালোবাসি আর বাচ্চাগুলোকে ততধিক বেশি ভালোবাসি তাই চাকরিটা ছাড়তে পারছিনা।
আসলেই ঠিক সরকারী স্কুলের যা বেতন তাতে তাদের অনত্র টিউশনি করা লাগেনা ।
ধন্যবাদ

৩| ১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: শেষ সময়ে বুঝা যায়, অবলম্বন হয় মা, বাবা, স্ত্রী। অথবা সন্তান।

১৩ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

ইসিয়াক বলেছেন: ঠিকই বলেছেন ।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২২

সাইন বোর্ড বলেছেন: ভাল উপলব্ধি ।

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
শুভসন্ধ্যা

৫| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৮

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপনার কবিতা পড়ে 'বেলাশেষে' মুভির কথা মনে পড়ে গেল !

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫

ইসিয়াক বলেছেন: শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপনার কবিতা পড়ে 'বেলাশেষে' মুভির কথা মনে পড়ে গেল !
তাই নাকি ! বেশ তো ......।
শুভেচ্ছা রইলো।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বেলশেষে
অবশেষে
তুমি আমি,
রবো ভালবেসে।। :)


+++

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় কবি ।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৫

আরোগ্য বলেছেন: খুব ভালো লাগলো ইসিয়াক ভাই। বেশ চমৎকার হয়েছে।

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২৪

ইসিয়াক বলেছেন: কি বলে আর কৃতজ্ঞতা জানাই বলুন তো আরোগ্য ভাই !!
আমি আপ্লুত আপনার এ ভালোবাসায় ,
শুভরাত্রি

৮| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১:২৫

শিখা রহমান বলেছেন: দারুণ লিখেছেন। কবিতাটা খুব ভালো লাগলো। কবিতার শেষটা দুর্দান্ত!!

শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৪ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
সুপ্রভাত

৯| ১৪ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:১৮

বলেছেন: কবে কবে -- নাকি ( সেই কবে) ।।।

১৪ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪৯

ইসিয়াক বলেছেন: আচ্ছা , তাই হোক ।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:২১

বলেছেন: এবেলা, অবেলা, পড়ন্ত বেলা, বাড়ন্ত বেলা, সারাবেলা
ভালোবাসাই একমাত্র ও শেষ ভেলা।।
কেউ বুঝলে বুকপাতা না বুঝলে তেজপাত
তুমার আমার আসছে যে গোধূলিবেলা।।

দারুণ উপলব্ধি তবে আরেকটু যত্নশীল হতে হবে।।
কবিতায় ভাবের সাথে অন্তমিল রাখার চেষ্টা করলে ভালো।।।

ধন্যবাদ রইলো।।।

১৪ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫৭

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্য ।
@এই লেখাটি অবশ্য এভাবেই লিখতে ইচ্ছা করলো।
@আমার সব লেখাগুলোতে কমবেশি অনেক ত্রুটি আছে । সময় করে বসতে হবে। বসবো।
@ আর আমার একটা বড় সমস্যা হলো কোন লেখা লেখা হয়ে গেলে আমি কিছুতেই সামুতে না দিয়ে পারিনা ।
লেখাটা যেন বলতে থাকে " থাকবো নাকো বদ্ধ ঘরে , দেখবো এবার জগতটাকে " ।
দোয়া রইলো প্রিয় ভ্রাতা । এমন মন্তব্য আরো আসুক........।
সুপ্রভাত

১১| ১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সন্তানরা হোক শেষ সময়ের অবলম্বন।

১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০০

ইসিয়াক বলেছেন: সেটাই সবার কাম্য । কিন্তু জীবনের সব হিসাব সব সময় ঠিক ঠাক মেলে না যে .........।
শুভকামনা রইলো।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: বন্ধু আগামী বইমেলাতে কি কবিতার বই বের করবেন?? যদি করেন তাহলে এখনই ব্যবস্থা নিতে হবে। সময় তো বেশি নেই।

১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৯

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: বন্ধু আগামী বইমেলাতে কি কবিতার বই বের করবেন?? যদি করেন তাহলে এখনই ব্যবস্থা নিতে হবে। সময় তো বেশি নেই।
না বন্ধু সেরকম কোন পরিকল্পনা আপাতত নেই ।
সবে তো আমি শিখছি ........
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.