|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
তোমাতে মগ্ন ছিলো আমার পুরো যৌবনকাল !
তোমার তৈলচিত্রের প্রতিটি ভাঁজে ভাঁজে  
সৌন্দর্য খুঁজে বেরিয়েছে আমার শৈল্পিক হাত ।
সেখানে খুঁজে পেয়েছিলাম আমি সুখের নীলকান্ত মনি । 
যা আমার জীবনকে বর্ণাঢ্য করেছে ।
তোমার দুচোখের নীল নেশায়...
আমি বরাবরই বিহ্বল হয়ে যেতাম মাতালের মতো ।
তোমার যৌবনের দীপ্ত অহংকার বারবার আমার অহং বোধকে  
ভেঙে চুরে তছনছ করে ছেড়েছে !! 
মধুরিমা আমি অজস্রবার তোমাতে আমার নিজের সত্ত্বা হারিয়ে ফেলেছি । 
যদিও আমাতে তুমি ছিলে অতৃপ্ত ........।
পার্থিব আলোতে তোমার চাওয়া ছিলো অপার্থিব ভালোবাসা ।
বড় বেশি উচ্চাভিলাষী হলে যা হয় আর কি ,
তুমি ছুটে গেলে সহসা দিগন্তের পানে যেথা মরিচিকারা 
শুধু বিভ্রান্তি ছড়ায়............ 
ফিরে এলে খবর পাঠিও .............।
আমি এখনো তোমার পথ চেয়ে বসে আছি !!!!
 ১৬ টি
    	১৬ টি    	 +৭/-০
    	+৭/-০  ১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:১১
১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:১১
ইসিয়াক বলেছেন: ..।আমি যে তার খোঁজ পেলাম না ......অবশ্যই খোঁজ পেলে সন্মানের সাথে তাকে নিয়ে আসবো ।
না পাওয়া অবধি তাকে খুঁজতেই থাকবো ......।একদিন নিশ্চয়ই তাকে খুঁজে বের করবো ।
প্রিয় মাহমুদ ভাই অনেক অনেক শুভকামনা রইলো।
২|  ১৪ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩০
১৪ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩০
নীল আকাশ বলেছেন: বোধ কে হবে না বোধকে হবে।
তছনছ হবে।
আপনার দাড়ি গুলি এক স্টেপ পরে কেন হয়? বাক্যের শেষেই দাড়ি হবে।
ছবি খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে আমার পোস্ট কিছুটা হলেও কাজে দিয়েছে।
কবিতা ভালো হয়েছে।
  ১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:১৩
১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:১৩
ইসিয়াক বলেছেন: ঠিক ধরেছেন নীল আকাশ ভাই ,আপনার পোষ্ট কাজে দিয়েছে ।
আপনাদের সহযোগিতায় আমি ধন্য ।
শুভকামনা রইলো।
৩|  ১৪ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৫
১৪ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৫
বিজন রয় বলেছেন: সুখের নীলকান্তমনিকে ধরে রাখুন পার্থিব ভালবাসায়।
ভালবাসা অপার্থিব হলে আগুনে পুড়ে মরবেন।
+++++
  ১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:১৫
১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:১৫
ইসিয়াক বলেছেন: পাঠে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো ।
৪|  ১৪ ই অক্টোবর, ২০১৯  দুপুর ২:৩৪
১৪ ই অক্টোবর, ২০১৯  দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
  ১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:১৬
১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:১৬
ইসিয়াক বলেছেন: ছবি আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ
৫|  ১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৩৭
১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: কোনো নারীর উপর এতটা মগ্ন থাকা ঠিক নয়।
মগ্ন থাকুন শুধু নিজের কাজের উপর।
  ১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৪:২০
১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৪:২০
ইসিয়াক বলেছেন: হা হা হা ......।
৬|  ১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৪:১৪
১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৪:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: 
শুধু কাব্যে নয়, বাস্তবে মধুরিমা কবি হৃদয়ে যে দুন্দুভি বাজিয়েছে তা কবিকে অনলে পুড়িয়েই ছাড়বে মনে হচ্ছে। 
টাইপো নিয়ে আজ আর কিছু বলব না হাহাহাহা.. 
শুভকামনা প্রিয় ইশিয়াক ভাইকে।
  ১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৪:২২
১৪ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৪:২২
ইসিয়াক বলেছেন: আমিও আজ এই চুপ করলাম । ..........
শুভকামনা রইলো।
৭|  ১৪ ই অক্টোবর, ২০১৯  রাত ১০:২৭
১৪ ই অক্টোবর, ২০১৯  রাত ১০:২৭
ল বলেছেন: তৃণভোজী ও মাংসাশী উভয়ের থাকে মগ্নতা 
প্রাণপ্রাচুর্যে বিকশিত বিবর্তনে থাকে মগ্নতার লীলা .....................… 
শুভকামনা প্রিয় ভোরের পাখি ইশিয়াক ভাই'কে।
  ১৪ ই অক্টোবর, ২০১৯  রাত ১০:৩৪
১৪ ই অক্টোবর, ২০১৯  রাত ১০:৩৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক দোয়া রইলো প্রিয় ভাইটি।
৮|  ১৫ ই অক্টোবর, ২০১৯  সকাল ৭:৪৯
১৫ ই অক্টোবর, ২০১৯  সকাল ৭:৪৯
শিখা রহমান বলেছেন: ইসিয়াক আরেকবার মুগ্ধ করলেন। কবিতার প্রথম তিনটা লাইন মাথায় গেঁথে যায়, ঘুরে ঘুরে বাজতে থাকে। 
মুগ্ধতা রেখে গেলাম। শুভকামনা কবি।
  ১৫ ই অক্টোবর, ২০১৯  সকাল ৯:১২
১৫ ই অক্টোবর, ২০১৯  সকাল ৯:১২
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু । 
শুভকামনা রইলো।  
শুভসকাল
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:২২
১৪ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ফিরে এলে খবর পাঠিও .............।
আমি এখনো তোমার পথ চেয়ে বসে আছি !!!!
আপনি পথ চেয়ে বসে থাকলে - পথে এগিয়ে যেতে হবে তাঁকে মাঝ পথ থেকে সম্মানের সাথে এগিয়ে নিয়ে আসার জন্য। সে ভারাক্রান্ত মন নিয়ে ফিরে এসে আপনাকে খবরও দেবে? তারতো বহুৎ ঠেকা দেখছি। ফিরে এসে তো তাহলে বিরাট অন্যায় করবে!!!
এটা ভালোবাসা না।।
- এটা নিজের জন্য আত্মকেন্দ্রিক ভালো একটা আশা হলেও হতে পারে!!! হয়তোবা।।