|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
                                                                   তুহিন মিয়া    
ছোট্ট শিশু তুহিন মিয়া 
বয়স সাড়ে পাঁচ।  
এমন ঘটনা ঘটবে কখনো,
পেয়েছিলো কি সে আঁচ ? 
নৃশংসতার শিকার হলো,  
মধ্য গভীর রাত ।
আপন মানুষ মারলো তাকে,  
শুনলো না ফরিয়াদ !! 
কদম গাছের ডালে,  
ঝুলছিল তার নিথর দেহ ।
মৃত্যু কালে তার মিনতি, 
শুনলো না হায় কেহ !! 
হায় হায় এ কোন দুনিয়া 
কি নিষ্ঠুরতা বাবা !
এমন নিষ্ঠুরতা এই পৃথিবীতে ,
শুনেছে কোথা কেবা !!   
প্রতিপক্ষরে জব্দ করতে, 
কাটলো দুটি কান ।
চোখ দুটি তার চেয়ে রইলো, 
যেন মৃত্যুহীন প্রাণ । 
চারিদিকে শুধু  হায়েনার দল, 
খুনিদের উল্লাস। 
মানবতা আজ ভূলুণ্ঠিত 
বিশ্ব জুড়ে ত্রাস ।
================================================================================
ছোট্ট শিশু। নাম তুহিন মিয়া। বয়স সাড়ে পাঁচ বছর। কদম গাছের ডালে ঝুলছিল তার নিথর দেহ। দুই কান কাটা। পেটে ঢোকানো দুটি ছুরি। নির্মমতার এখানেই শেষ নয়। তার যৌনাঙ্গটিও কেটে নেওয়া হয়েছে। নির্মম-নিষ্ঠুর এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে। সোমবার সকালে পুলিশ গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে। তুহিনের বাবা আবদুল বাছির একজন কৃষক। সন্তানের সঙ্গে ঘটে যাওয়া এমন নিষ্ঠুরতায় পাগলপ্রায় অবস্থা বাবা আবদুল বাছির ও মা মনিরা বেগমের। নিহত শিশুটির আত্মীয় ইমরান আহমেদ বলেন, আবদুল বাছিরের তিন ছেলে ও এক মেয়ে। এর মধ্যে তুহিন দ্বিতীয়। ঘরের দুটি কক্ষে দুই ভাই বাছির ও মছব্বির তাদের পরিবার নিয়ে বসবাস করেন। গতকাল রোববার রাতে খেয়েদেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন তারা। রাত আড়াইটার দিকে বাছিরের এক ভাতিজি তাদের ঘুম থেকে ডেকে তুলে বলে যে তাদের ঘরের দরজা খোলা। এরপর সবাই জেগে উঠে দেখেন তুহিন নেই। তখন প্রতিবেশীদেরও ডেকে তোলা হয়। শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে বাড়ির পাশে রাস্তায় গিয়ে রক্ত দেখতে পান তারা। কিছুটা সামনে গিয়ে রাস্তার পাশে কদম গাছে তুহিনের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান মিয়া বলেন, 'এ রকম ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। একটি শিশুকে এত বর্বরভাবে হত্যা করা হয়েছে, দেখলেই গা শিউরে ওঠে। মানুষে মানুষে বিরোধ-শত্রুতা থাকতে পারে। কিন্তু একটি নিষ্পাপ শিশুর কী অপরাধ?' আবদুল বাছিরের ভাই আবদুল মছব্বির বলেন, 'তুহিন এবার স্কুলে ভর্তি হয়েছিল। তার বাবার জমিজমা নিয়ে গ্রামের কিছু মানুষের সঙ্গে বিরোধ আছে। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা বুঝতে পারছি না। যে-ই করে থাকুক, আমরা তাদের শাস্তি চাই।' দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মোলস্নাহ সোমবার বেলা ১১টার দিকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে  ছোট্ট শিশুটিকে এভাবে হত্যা করল কারা?    
তুহিনকে হত্যা করে গাছে ঝোলায় বাবাসহ তিনজন: পুলিশ       
দিরাইয়ে স্বজনদের হাতেই নিহত হয় শিশু তুহিন
 ৩০ টি
    	৩০ টি    	 +২/-০
    	+২/-০  ১৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৩৩
১৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:৩৩
ইসিয়াক বলেছেন: প্রিয় বড় ভাইয়া 
এদেশের মানুষ সব অমানুষ হয়ে গেছে। 
কি বলবো আর বলার ভাষা নাই । বিভৎস অবস্থা। 
ধন্যবাদ
২|  ১৫ ই অক্টোবর, ২০১৯  রাত ১০:৩৩
১৫ ই অক্টোবর, ২০১৯  রাত ১০:৩৩
ল বলেছেন: সবগুলো অমানুষ
  ১৬ ই অক্টোবর, ২০১৯  ভোর ৫:৫৪
১৬ ই অক্টোবর, ২০১৯  ভোর ৫:৫৪
ইসিয়াক বলেছেন: পৃথিবীতে আমরাই সম্ভবত সবচেয়ে নিষ্ঠুর জাতি ।
৩|  ১৬ ই অক্টোবর, ২০১৯  রাত ১:৩৩
১৬ ই অক্টোবর, ২০১৯  রাত ১:৩৩
ওমেরা বলেছেন: কি অসভ্য মানুষ!!
  ১৬ ই অক্টোবর, ২০১৯  ভোর ৫:৫৭
১৬ ই অক্টোবর, ২০১৯  ভোর ৫:৫৭
ইসিয়াক বলেছেন: আসলেই অসভ্য মানুষ ।
চরম অসভ্য মানুষ। 
আফসোস ! এরাই আমাদের স্বজাতি ।
সুপ্রভাত ।
৪|  ১৬ ই অক্টোবর, ২০১৯  ভোর ৬:৫৬
১৬ ই অক্টোবর, ২০১৯  ভোর ৬:৫৬
অভি চৌধুরী বলেছেন: রাতে ঘুমানোর ঠিক আগের মুহুর্তেই খবরটা চোখে পড়লো । আমি নিজে নিজেই ভাবছিলাম কিভাবে হলো এমন ঘটনা। কি করছিলো তুহিন যখন তাকে হঠাৎ ঘুম থেকে উঠানো হলো, প্রথমে ভয় পেয়ে গেলেও পরে বাবাকে দেখে হয়তো আশ্বস্ত হয়ে ভেবেছে ওহ এতো আমার বাবা। এরপর তাকে বাইরে নিয়ে যাচ্ছে, সেও যাচ্ছে বাবার সাথে হয়তো আপোষে, নাহয় তার বাবা তার মুখ চেপে গলা চেপে নিয়ে যাচ্ছে, এমন হলে কি হচ্ছিলো তখন তুহিনের মনে, বাবা কি তার সাথে মশকরা করছে নাকি, অন্য কোন বিপদ থেকে বাবা তাকে নিরাপদে নিঃশব্দে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাচ্ছে ভাবছে, হয়তো সেও তার মুখ চেপে ধরা মেনে নিয়েছে চুপ থেকেছে। এরপর? এরপর কি হচ্ছিলো সেখানে? নিজের মনে প্রশ্ন।এরপরের দৃশ্য গুলো আমি ভাবতে পারছিনা। বাবা তুহিনকে মাটিতে শোয়ালো? এরপর ?বাবার হাতে ছুরি।ওকে বাবার হাতে ছুরি নেই,বাবাতো অনেক ভালোবাসেন তাই সে অন্যকে দিলো তার ছেলেকে জবাই করতে কান কেটে ফেলতে নুনু কেটে ফেলতে,তার নরম পেটের মধ্যে দুটো ছুরি বসিয়ে দিলো, ভারি দুটো ছুরি ঝুলে থাকার জন্য হয়তও ভিতরে একটু পেছিয়ে দিয়েছে নাড়ি ভুড়ির সাথে।এসব কোনটাই তুহিনের বাবা নিজ হাতে করেনি। সেতো বাবা সে করেনি তার সহ্য হবেনা তাই সে পাশে থেকে অন্য জনকে দইয়ে এসব করিয়েছে। দেখুন বাবার কত ভালোবাসা ছেলের জন্য। এই সান্তনা ছাড়া আমার আজকের দিনের বাকি কাজ করা সম্ভব না, আমি এই ভেবেই আজকের দিন শুরু করছি।
  ১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৮:২৮
১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৮:২৮
ইসিয়াক বলেছেন: আমরা কি আদিম যুগে ফিরে গেছি ? 
কি অবস্থা আমাদের দেশের মানুষগুলোর ।
ভাবতেই গা শিউরে ওঠে!!!!
৫|  ১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৭:৩৭
১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৭:৩৭
রাজীব নুর বলেছেন: প্রচন্ড মর্মান্তিক।
  ১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৮:৩১
১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৮:৩১
ইসিয়াক বলেছেন: আমি সত্যি আর নিতে পারছি না ।দেশের মানুষের যা অবস্থা ।
মনে হচ্ছে এই বর্বর দেশ ছেড়ে যদি একছুটে চলে যেতে পারতাম।
৬|  ১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৮:০১
১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৮:০১
নীল আকাশ বলেছেন: আমি পারতপক্ষে এই ধরনের নিউজ পড়ি না। প্রচন্ড মানসিক অস্থিরতা তৈরি হয়। দিন দিন সব জানোয়ার হয়ে যাচ্ছে।
  ১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৯:১১
১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৯:১১
ইসিয়াক বলেছেন: অবস্থা দেখে মনে হচ্ছে ,আমাদের দেশের মানুষেরা সব আদিম যুগের মানসিকতা নিয়ে বাস করছে।
আদিম যুগের মানুষেরা বোধহয় এর  থেকে অনেক ভালো ছিলো।
৭|  ১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৯:১৮
১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৯:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর আগেও একটা কিশোরী হত্যার সঙ্গে তার নিজ পিতারই জড়িত থাকার কথা পত্রিকায় এসেছিল। তাও প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য। আমার মনে হয় ওরা এই গ্রহের না। ওদের এলিয়েন মনে হয়। কোথায় আইন, প্রশাসন। সাথে সাথে ক্রসফায়ার করা উচিত এদের...
  ১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৯:২১
১৬ ই অক্টোবর, ২০১৯  সকাল ৯:২১
ইসিয়াক বলেছেন: দেশের মানুষগুলোর মানসিক অবস্থা  ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে।
দমবন্ধ করা পরিবেশ। সহসা মুক্তি নেই সেটা শতভাগ সত্য ।
৮|  ১৬ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১২:৫৯
১৬ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
  ১৬ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:০৪
১৬ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:০৪
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।  
ঠিক বলেছেন।। আশাবাদী হতে দোষ নেই । আঁধার কেটে একদিন না একদিন আলোর রেখা দেখা দেবে ই।
৯|  ১৬ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:০৮
১৬ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: বর্বরতার সব সীমা ছাড়িয়ে।
  ১৬ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:২৩
১৬ ই অক্টোবর, ২০১৯  দুপুর ১:২৩
ইসিয়াক বলেছেন:  সেলিম আনোয়ার বলেছেন: বর্বরতার সব সীমা ছাড়িয়ে।
ঠিকই বলেছেন আনোয়ার ভাই। 
দেশের মানুষগুলোর মানসিক অবস্থা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে।
১০|  ১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৫
১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৫
নজসু বলেছেন: 
মানুষ আর মানুষ নেই প্রিয় কবি।
  ১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৭:২৭
১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৭:২৭
ইসিয়াক বলেছেন: নজসু বলেছেন:
মানুষ আর মানুষ নেই প্রিয় কবি। 
শতভাগ সত্য কথা  বলেছেন । 
ধন্যবাদ । ভালো থাকবেন।
১১|  ১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৭
১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৭
জুন বলেছেন: এত নিষ্ঠুর পিশাচ লোক যেন নিঃসন্তান থাকে চিরটাকাল ।
  ১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩০
১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩০
ইসিয়াক বলেছেন: কি রকম পিশাচ শ্রেণির লোক ভাবা যায় । 
ধন্যবাদ আপু ।
১২|  ১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৭:১২
১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৭:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহ কি নিষ্ঠুরতা ! কি অমানবিকতা !!!
  ১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩১
১৬ ই অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩১
ইসিয়াক বলেছেন: লিটন ভাই এদেশের মানুষ সব অমানুষ হয়ে গেছে।
১৩|  ১৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:০০
১৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: এই দেশ নষ্ট হয়ে গেছে।
  ১৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:১২
১৬ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:১২
ইসিয়াক বলেছেন: মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও চলে যাই।  
অমানবিকতায় ভরা আমাদের এই দেশটা।  
লজ্জায় মাথা নত হয়ে আসে ।
১৪|  ১৭ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৫২
১৭ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৫২
জুনায়েদ বি রাহমান বলেছেন: হৃদয়বিদারক! হিংস্র একটা ঘটনা।
এমন ঘটনা খুব কম শুনেছি।
  ১৭ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৫:২৪
১৭ ই অক্টোবর, ২০১৯  বিকাল ৫:২৪
ইসিয়াক বলেছেন: মানুষ আর মানুষ নেই প্রিয় কবি। 
অমানবিকতায় ভরা আমাদের এই দেশটা।
লজ্জায় মাথা নত হয়ে আসে ।
১৫|  ১৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:৪৯
১৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:৪৯
আরোগ্য বলেছেন: আমরা যে আজ এক ঘৃণিত নৃশংস জানোয়ারে পরিণত হয়েছে। আফসোস!
  ১৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:৫৫
১৮ ই অক্টোবর, ২০১৯  রাত ৮:৫৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আরোগ্য ভাই ।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:২৭
১৫ ই অক্টোবর, ২০১৯  রাত ৯:২৭
জগতারন বলেছেন:
বাংলাদেশে
এ সমস্ত কী অমানবিক খবর পড়ি !