নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রাপ্তি- অপ্রাপ্তি খেরো খাতা

১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৩


মহাকালের নিয়মে একেকটি মানুষের বরাদ্দকৃত বেধে দেয়া সময়গুলো,
একদিন ফুরিয়ে যায়।
যে কোনো সুন্দর বা অসুন্দর মুহূর্তেরই....পরিসমাপ্তিও আছে।
চরম আবেগের মুহুর্তের , ছুঁয়ে থাকা স্পর্শের , ভিন্ন ভিন্ন নানা ব্যঞ্জনের অনুভূতি থাকে।
সেটা ভালো বা খারাপ হতে পারে।
বিবর্ণ মরীচিকার মতো না পাওয়া কিছুর জন্য ,অন্তহীন অপেক্ষারও শেষ পরিণতি ঘটে।
........হয়তো।

অনেক বসন্ত পরে হৃদয়ের খেরো খাতায় চাপা পড়ে থাকা,
শুকনো চ্যাপটা ঝরা ফুলের মতো কোন এক সময়ের -
উজ্জ্বল স্মৃতিগুলো , পৃষ্ঠা উল্টে পড়তে ভালো ই লাগে ।
দীর্ঘশ্বাসের আতলান্তিকের মহাস্রোতে নিজেকে ইচ্ছাকৃত ভাসিয়ে দেয়া যায় অনায়াসে ।
এটি অন্যরকম টক ঝাল মিষ্টি মিশ্রিত অনুভূতি বটে!!
যা সুখব্যঞ্জনাময়।
অবাক চোখে নিজেকে ফিরে দেখার ভিন্ন রকমের উপলব্ধি ও বটে,
হৃদয়ের কলবের ভিতর থেকে ভালোলাগার অনুভূতি ছড়িয়ে যায় হঠাৎ করেই।
কতোটা বিবর্তিত হয়ে গেছি, কতটা ক্ষয়ে গেছি সময়ের সাথে সাথে...
অথবা দ্বৈতসত্তার মনস্তাত্ত্বিক যুদ্ধে হার জিতের খেলার ফলাফলের মতো কিছুটা...।
সেটার উত্তর হয়তো ভবিষ্যতই বলে দেবে!
যেখানে হৃদয়ের আনাড়ি রক্তক্ষরণ আসল মানুষটাকে
নিজের ই ছায়া বানিয়ে দেয় মনের আয়নায়।
যার সাক্ষী হয়ে থাকে এই জাগতিক জীবনের প্রতিটি কথা ও কাজ।
বিঃ দ্রঃ টাইপো পরে ঠিক করে দেওয়া হবে।বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো ।

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা

১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
শুভকামনা ও দোয়া রইলো।

২| ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

জীবনবোধের কবিতা +++


১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেখানে হৃদয়ের আনাড়ি রক্তক্ষরণ আসল মানুষটাকে
নিজের ই ছায়া বানিয়ে দেয় মনের আয়নায়।
সুন্দর কাব্য।

১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: পরে আবার আসছি।

১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

ইসিয়াক বলেছেন: অপেক্ষায় রইলাম ।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগা ছুয়ে গেলো ........আগামীকাল আসছে ........।
এই আমি .......সাথে মধুরিমা ।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৫২

বলেছেন: সময়ের চিত্র।।

সময়ের পালে হাওয়া লেগে বদলে যায় অনেক কিছু
শুধু

কথা ও কাজের রেশ থেকে যায়।।

শুভকামনা রইল কবি।।।

১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:১৫

ইসিয়াক বলেছেন: আপনাকে ও অনেক অনেক শুভকামনা হে মহান সত্য ও ন্যায়ের প্রতীক ।
দোয়া রইলো।
সুপ্রভাত

৭| ১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: মহাকালের ওপার থেকে একটু ফিরে দেখা।
কবিতা চমৎকার হয়েছে।++
পোস্টে লাইক।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৬

ইসিয়াক বলেছেন: সুপ্রভাত প্রিয় দাদা ,
আজি এ প্রাতে
নব রবি কিরণে ,
ভালোবাসা ভরা অঞ্জলি
প্রিয় 'র চরণে ।।
শুভকামনা রইলো ......

৮| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৫

নতুন নকিব বলেছেন:



সুন্দর। মুগ্ধতা। +++

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩২

ইসিয়াক বলেছেন: নতুন নকিব ভাইয়া আপনাকে আমার ব্লগে পেয়ে অনেক ভালো লাগলো।
কবিতা ভালো লাগাতে কৃতজ্ঞতা ও প্লাসে অনুপ্রাণিত ।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো।
শুভসকাল

৯| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: সত্য।

উপলব্ধির সুন্দর উপস্থাপন।

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৬

ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগলো জুনায়েদ ভাই ।
আপনার মন্তব্য পেতে আমার সত্যি খুব ভালো লাগে।
ধন্যবাদ

১০| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: আমি খুব শ্রীঘই কবিতা লেখায় মন দিচ্ছি।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০

ইসিয়াক বলেছেন: দারুণ খবর। অপেক্ষায় রইলাম । স্বাগতম আগামী দিনের কবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.