নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

এই আমি ও মধুরিমা

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪


মধ্যরাতের ছায়ামানব এই আমি ।
একাকী অলস সময়গুলো কাটে না আর এখন কিছুতেই।
বিরক্তিকর প্রহরগুলো যাতনা বাড়ায় কেবল ই....।
ভাবি বসে আমার নিঃসঙ্গ অধ্যায় নিয়ে।
আকাশ তোমার কাছে একটা প্রশ্ন ছিলো....... ,
তুমি তো সাক্ষী ছিলে,
ইচ্ছেঘুড়ি চেপে এলোমেলো দুরে কোথাও যেতে.......
চেয়েছিলাম তো এই আমি ও মধুরিমা।

কালো-কালো পাখিগুলি বাকা ঝাঁক বেধে উড়ে চলে যেথায় ।
তোমার বুকের কাছাকাছি।
তোমার স্নেহের ছায়ায় ....।
দেখতাম বসে বসে প্রায় আমরা।
আকাশ তোমার বুকটা কতই না নীল,
অজানা রঙের পাখীগুলো ক্রমশ আরো ছোট হতে হতে বিন্দু হয়ে যায়,
যেন তোমার বুকে কালো কালো তিলক হয়ে ফুটে আছে।

অথবা নক্ষত্রেভরা রাতে নিস্তব্ধ চরাচরে....,
দুরে বনমাথায় ঝিকিমিকি জোনাকির আলোয়।
যেমনি করে আমরা মিশে যেতে চাইতাম ........

আমাকে তুমি আবার অনুপ্রেরণা দাও ।
নিঃসঙ্গতা দুর করে আবার তোমার শুক্লাতিথির পূর্ণিমার চাঁদের-
আলোয় পথ দেখাও.......।

যাতে আমি আবার পৌছে যেতে পারি তোমার বুকে।
শুধু আমি নই সাথে মধুরিমা আসবে হয়তো ....
দেখা হবে তোমার বুকের মধ্যিখানে যেখানটায় আকাশ অনেকটা নীল ।
দিনগুলি হবে হাজার রঙে রাঙানো অবাস্তব স্বপ্নীল।
রাতগুলো হবে বর্ণাঢ্য ,নক্ষত্রের আলোয় উজ্জ্বালিত ।
আমি ফিরতে চাই.....।
আমি আর মধুরিমা দুজনে একসাথে ই ফিরতে চাই .........

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মধুরিমা ফিরুক
মধুরিমা ফিরবে
রচিত হবে প্রেম প্রত্যাবর্তনের চমৎকার চমৎকার কবিতা-
এটাই প্রত্যাশা।

অনুভূতির উপস্থাপন ভালো লেগেছে।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জুনায়েদ ভাই ।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

২| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে- দেশ বদলানো যায় না, সরকারকে শায়েস্তা করা যায় না, সাম্রাজ্যবাদীদের জব্দ করা যায় না,বাজারে দ্রব্যমূল্যের দাম কমানো যায় না।

তবু কিছু মানুষ কেন কবিতা লিখে?
তবু কিছু মানুষ কেন কবিতা পড়ে?

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৯

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: কবিতা লিখে- দেশ বদলানো যায় না, সরকারকে শায়েস্তা করা যায় না, সাম্রাজ্যবাদীদের জব্দ করা যায় না,বাজারে দ্রব্যমূল্যের দাম কমানো যায় না।
তবু কিছু মানুষ কেন কবিতা লিখে?
তবু কিছু মানুষ কেন কবিতা পড়ে?


জটিল প্রশ্ন নিঃসন্দেহে । উত্তরটা নিজের মধ্যেই আছে ........।পেয়ে যাবেন ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
দোয়া রইলো ।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:

১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯

ইসিয়াক বলেছেন: ছবিটা অনেক সুন্দর হয়েছে প্রিয় মাহমুদ ভাই ,
লক্ষ কোটি শুকরিয়া ।

আপনি অনেক ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার ।
প্রতিটি গ্রাফিক্সের ভাবনাগুলো অনন্য ।

আর কিছু না । শুধু আপনার দোয়া প্রার্থী ।
প্রতিটি পোষ্টে আপনার লাইক আমাকে দ্বিগুন উৎসাহিত করে ।
শুভ বিকাল
ভালো থাকবেন ।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: আমি নিজের মধ্যে উত্তর খুঁজতে চাই না। আমি বলেন।

১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৯

ইসিয়াক বলেছেন: ভাবছি

৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪১

বলেছেন: বাহ।
কাব্য সুধায় প্রেমের আমি ও মধুরিমা .......।
ইহা একটি শিহরিত করা কাব্য।
ভাল্লাগছে কবি।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৭

ইসিয়াক বলেছেন: মধুরিমাকে নিয়ে কি আরো লিখবো ?
উত্তরটা জানা জরুরী ।
আজকেরটা পর্বটা চার নম্বর ।

কবিতা পাঠে ধন্যবাদ প্রিয় ভ্রাতা ।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০৮

বলেছেন: মধুরিমাকে নিয়ে কি আরো লিখবো ? ----ইতিহাস লিখুন

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১২

ইসিয়াক বলেছেন: ল বলেছেন: মধুরিমাকে নিয়ে কি আরো লিখবো ? ----ইতিহাস লিখুন
না না না ...........।টপ সিক্রেট । আপনি বললে কবিতা লিখবো ।
তাতে হয়তো কিছুটা ইঙ্গিত দেয়া যতে পারে ........ । হা হা হা.....

৮| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৮

করুণাধারা বলেছেন: ফিরুন... আপনি আর মধুরিমা একসাথে। ফেরাটা আনন্দময় হোক।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩০

ইসিয়াক বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা রইলো

৯| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৮

মুক্তা নীল বলেছেন:
কথায় আছে-- বড় প্রেম শুধু কাছে টানে না,
দূরেও ঠেলে দেয় । এ ভালোবাসা টান অনেক বুঝা যাচ্ছে
আশাকরি অপেক্ষা বৃথা যাবেনা। ফিরবে মধুরিমা

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৬

ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু । অবশ্য প্রিয় লতিফ ভাই আপনাকে ভাইয়ু বলে........যা হোক ।
শুভকামনা রইলো ।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২২

বলেছেন: কবিতায় কম কথায় অনেককিছু বলা যায় - উপমা দিয়ে বুঝানো যায় --

আমার সুপারভাইজারকে জিজ্ঞেস করেছিলাম -

সবকিছু যদি সংক্ষেপে বলি তাহলে সমস্যা কি -- এত গবেষণা এত লম্বা কাহিনির কি প্রয়োজন।।।

স্যার বলেছিলেন - সংক্ষেপে সবকিছু সেরে ফলার জন্য সংকেত বা সাংকেতিক চিহ্নের ব্যবহার করলে কি মূল উদ্দেশ্য হাসিল হয়।। আজকে জাতি হিসাবে কেউ এগিয়ে যেতে হলে ইতিহাসের প্রয়োজনীয়তা আছে, আগে গবেষণার প্রয়োজনীয়তা।।।

তাই লিখে ফেলুন মধুরিমা মধু-রতির ইতিহাস।।
কথাটা কি ভেজাল আছে???

১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:২০

ইসিয়াক বলেছেন: তাই লিখে ফেলুন মধুরিমা মধু-রতির ইতিহাস।।
কথাটা কি ভেজাল আছে???

এই প্রেম অতি পবিত্র ।কোনো ভেজাল বা দুইনম্বরী নাই ।
শুভসকাল

১১| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: ভাবতেই থাকুন।

১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৩

ইসিয়াক বলেছেন: ফেবুতে দিয়েছি । পড়ে মন্তব্য আশা করছি ।ভাবছি আরেকটু এডিট করে পোষ্ট করবো ।

১২| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৬

শেহজাদী১৯ বলেছেন: ফেরা হয় না।

মধুরিমা কবিতা তবুও মধুর লাগে।

১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনাকে ।
আপনার আগামীদিনগুলি ভালো কাটুক।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

জুন বলেছেন: খুব সুন্দর রোমান্টিক কবিতায় ভালোলাগা রইলো ইসিয়াক
+

১৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
আপনার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.