নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অভিযোগ

১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩১


উতলা বর্ষায় প্রাকৃতিক কোমলতা কেড়ে নিচ্ছে খেটে খাওয়া মানুষের মুখের হাসি।
কয়েকদিন যাবৎ লাগাতার বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির প্রশ্রয়ে নদীসমূহের অশান্ত জলে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট।
ভেসে যাচ্ছে ফসল নদী মাঠ,কৃষকের চাষ করা হাঁসের ঝাঁক ।
বুড়ি দাদিমার পানের ডিব্বায় ভরা স্বপ্ন .......
বানভাসি মানুষের ঘরের চাল এখন কঠিন জমিনে রূপান্তরিত।
সঞ্চিত রসদগুলো ফুরিয়ে আসছে দ্রুত.....
কখনো কখনো গভীর ভালোবাসা গায়ে পড়া মনে হয়।।

অন্যরা যেখানে ক্লাব ,ক্যাসিনো, মদ, জুয়ায় ভরা জীবনটাকে ক্লান্তিকর মনে করছে।
নতুন কোন অভিজ্ঞতার খোঁজে তথাকথিন সোস্যাল মিডিয়ার এপাড়া ওপাড়ায় ঢুঁ মারছে ।
অলীক সুখের আশায় যাকে বলে জাস্ট একটু রিলাক্সের-
আশায় বিবেক বোধ মানবিকতার ধার ধারতে চাইছে না ।
তখন মরিয়মের বুকের দুধ শুকিয়ে গেছে কয়েকদিনের তীব্র ক্ষুধার কারণে ।
সাতাশ দিনের কোলের শিশুটি এখন তীব্র স্বরে আর্তি জানাচ্ছে বিধাতার কাছে ।
হে ঈশ্বর তোমার পৃথিবীতে এত বৈষম্য কেন ?
ঠিক তখনই বড়লোক বাবার একমা্র কন্যা রাত ভোর পার্টি, ডিসকো, নাইট ক্লাব সেরে।
ঈশ্বরের কাছে সেও অভিযোগ করছে ।
হে ঈশ্বর তোমার পৃথিবীতে এত বৈষম্য কেন ?
কোথায় গেলে একটু সুখ পাবো তুমি কি বলতে পারো ????!!!!!!!!

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০১

আরোগ্য বলেছেন: যাহা ভাবি তাহা নাই বা বলি,
যাহা বলি তাহা কেবলই গোধূলি।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৬

ইসিয়াক বলেছেন: সেটাই .......অনেক ভালো লাগা রইলো ।
সেই সাথে শুভকামনা ।
আপনার আগামী দিনগুলো অনেক অনেক ভালো কাটুক ।

২| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৭

ইসিয়াক বলেছেন: সকালের মন্তব্যটি বেশি ভালো লেগেছিলো।
কেমন আছেন বন্ধু ?

৩| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: একদম আধুনিক কবিতা। বাস্তব কবিতা।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বন্ধু ।
শুভকামনা রইলো আপনার প্রতি ।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৮

সোনালী ডানার চিল বলেছেন: দারুন শব্দচয়ন, কবিতার ভেতরে বোধের যে উষ্ণতা তা ছুঁয়ে গেল!
আপনার অন্য লেখা থেকেও ভিন্নরকম মনে হলো-
শুভকামনা কবি!

১৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৯

ইসিয়াক বলেছেন: একটু অন্য রকম লেখার চেষ্টা করেছি মাত্র।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ধন্যবাদ

৫| ১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




কবিতার প্রতিপাদ্যে এটাই মনে হলো ----- ওহ গড! হোয়্যার আর য়্যু ???????????

১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫০

ইসিয়াক বলেছেন: ঠিক ধরেছেন ভাইয়া ।
অনেক ধন্যবাদ ।শুভরাত্রি ।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভিত্তি স্বাদ পেলাম আপনার কবিতায়। শুভকামনা কবি।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.