নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

নীলকণ্ঠ

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১১


সেদিন নিশুতি রাতে ঘুম ভাঙতেই ছাদে গেছি........
শুকতারার আলোয় প্রোজ্জ্বল দীপ্ত রাতের আকাশ,
আমার প্রেম পর্বগুলোর জবানবন্দি শুনতে চাইলো !!

আমি বাতাসের শীতল স্পর্শ মেখে বললাম,
কেনগো ? কি কাজ শুনে ?
আকাশ বললো , এইতো কদিন আগে ও তোর হা হুতাশ দেখে খুব মায়া হতো !
আহারে ছেলেটি কত কষ্টে আছে !
কতই না কষ্টের কবিতা লেখা আছে ওর ব্লগের প্রতিটি পাতার ভাজে ভাজে ।
কত না প্রশ্ন ,ধুম্রজাল , একেক চরিত্রে একেক সময় হাজির !
দুঃখের কথা ,আর্তনাদের কথা শুনতে শুনতে ..।
সবাই কেমন বিবর্ণ হয়ে যাচ্ছে ,
এখন দেখছি তোর নামে বিস্তর অভিযোগ আসছে....।
ব্লগের সবাই কমবেশি অভিযোগ করছে ।
তুই কি মনে করিস এরা সবাই নীলকন্ঠ ?
তোর ছড়ানো বিষ এরা সবাই নিজের কণ্ঠে ধারণ করে বিষাক্ত হবে?
তোর দুঃখ সব নিজের মধ্যে ধারণ করবে ?
আমি বললাম ,শিবের আরেক নাম হল নীলকণ্ঠ
সমুদ্র মন্থনে হলাহল
নামে এক
বিষ উঠে এলে তিনি সে বিষ ধারণ করেন নিজ মাঝারে ।
আমি সেই শিব ঠাকুরগো !
তার সব রূপ ধারণ করেছি নিজ মধ্যে।
কোন দুঃখে অন্যেরা আমার দুঃখে নীলকণ্ঠ হতে যাবে?
আমি ই নীলকণ্ঠ ।সবার দুঃখকে নিজ অস্তিত্বে ধারণ করবো.......।"
আকাশ বললো আমায়, "ভালো হয়ে যা ভালো হতে পয়সা লাগে না !!!!!!! "
সেই থেকে আমি ভালো হবার চেষ্টা করছি........।
তবে নীলকণ্ঠ হবার স্বপ্ন আমার আজো বিদ্যমান।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোন দুঃখে অন্যেরা আমার দুঃখে নীলকণ্ঠ হতে যাবে?
আমি ই নীলকণ্ঠ ।

...........................................................................
ছোট বেলায় নীলকণ্ঠ কি জানতাম না, কেউ একজন বল্ল
এটা একটা পাখী, কত খুজঁতাম মনে মনে ,
হা হা হা

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইলো ।
আপনার আগামী দিনগুলো সুন্দর কাটুক ।

২| ২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৪

রানার ব্লগ বলেছেন: ভালো লেগেছে !!!

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ভালোবাসা রইলো ।
ধন্যবাদ

৩| ২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: কবিতায় নিজের মনের গোপন ইচ্ছা প্রকাশ করেছেন। ভালো।

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৭

ইসিয়াক বলেছেন: কেমন আছেন ?

৪| ২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫

ইসিয়াক বলেছেন: প্রিয় কবি আপনার ভালো লাগা আমার জন্য অনন্য স্বীকৃতি ।
শুভকামনা রইলো ।
আগামী দিনগুলো সুন্দর কাটুক ।
ধন্যবাদ

৫| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৬

শিখা রহমান বলেছেন: কবিদের নীলকন্ঠ হতেই হয়। দুঃখ ধারণ করেন বলেই যে শব্দেরা কবিতা হয়ে যায়।

শুভকামনা নীলকণ্ঠ কবিকে। কবিতার সাথে পথচলা শুভ হোক।

২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
শুভসন্ধ্যা ।

৬| ২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

শেহজাদী১৯ বলেছেন: নীলকন্ঠ মানুষ হওয়া ঠিক না তবে নীলকন্ঠ পাখি হলে ভালো হয়।

২০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৭

ইসিয়াক বলেছেন: আ্চ্ছা তাহলে নীলকন্ঠ পাখিই হবো ......
শুভকামনা রইলো ।
শুভসন্ধ্যা

৭| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন ?

খুব ভালো আছি।

২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

ইসিয়াক বলেছেন: জেনে ভালো লাগলো ।
শুভরাত্রি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.