নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ব্যাঙের বিয়ে [শিশুতোষ ছড়া]

২২ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫৬


কোলা ব্যাঙের বিয়ে হবে
চলছে আয়োজন ।
শত শত ব্যাঙ ব্যাঙাচি
পেলো নিমন্ত্রণ ।।

ব্যাঙ বাবাজী খুব তো রাজী ,
বসলো বিয়ের পিড়িতে
ব্যাঙের ভাইটি হোঁচট খেলো,
নামতে গিয়ে সিড়িতে ।

কনে ব্যাঙটি দেখতে দারুণ
গহনা আর লাল শাড়ীতে।
ব্যাঙের বাবা বড্ড খুশি,
হাত বুলাচ্ছে দাড়িতে।

মা ব্যাঙটি পরেছে দেখো
ছোটো খাটো টপ স্কার্ট,
এই পোষাকে তাকে নাকি
দেখায় দারুণ স্মার্ট ।

সানাই বাজছে বাজছে ঢোল,
নাচছে সবাই তা ধিন তা ।
কব্জি ডুবিয়ে খাবে সবাই
নেই তো কোন চিন্তা।

দারুণ হল্লা চিল্লা পাল্লা
চলল সারা দিন রাত্রি ।
বাজি পটকা ফুটলো অনেক
নাচলো বিয়ের পাত্র পাত্রী।

আলো ঝলমল চারদিকে তে
আনন্দ খুশির উল্লাসে ।
ব্যাঙ সমাজে খুশির আলো
ঝলমলিয়ে উঠলো হেসে।

সুখী হোক ব্যাঙ বাবাজী
সুখী হোক কনে ব্যাঙ ।
মনের সুখে বর্ষার দিনে
করুক তারা ঘ্যাঙর ঘ্যাঙ।।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০২

বলেছেন: ব্যাঙ নিয়ে এত ঢং কেন হে কবি??


শিশুতোষ ছড়া নাকি??

২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: হ্যাঁ শিশুতোষ ছড়া।
আরো লিখেছি ।
দোয়া রইলো।

২| ২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
শুভসকাল ।

৩| ২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: করুক তারা ঘ্যাঙর ঘ্যাঙ। :)

২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই ।
শুভকামনা রইলো ।

৪| ২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: খালে বিলে বর্ষায় নতুন পানি এলে ব্যাঙদের খুব আনন্দ হয়। সেই আনন্দে তারা সাররাত ডাকে।

২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৮

ইসিয়াক বলেছেন: পোষ্টের কি খবর বন্ধু?

৫| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহাহাহা ব্যাঙের ছড়াতে চন্দ্রবিন্দু গরহাজির।
জব্বর হয়েছে ব্যাঙের বিয়ে।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৩

ইসিয়াক বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহাহাহা ব্যাঙের ছড়াতে চন্দ্রবিন্দু গরহাজির।
হোক গে । এই মনে করি ক‘দিন পোষ্ট দেবো না। তখনই দেখি মাথায় কবিতারা নাড়াচাড়া দেয় ।আবার লিখতে বসি ।
অন্য কাজ সব লাটে ওঠার দশা ।কবিতার বই বের করার সময় প্রুফ দেখার দ্বায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে , এই বলে দিলুম হ্যাঁ।
ধন্যবাদ।

৬| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৭

সোহানী বলেছেন: বুঝলাম ব্যাঙ এর বিয়ে নিয়ে বিজি। কিন্তু শাশুড়ির এরকম সর্ট স্কাট কেন?

২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৮

ইসিয়াক বলেছেন: প্রথমে সোহানীআপু আপনাকে আমার ব্লগে স্বাগতম ।
সোহানী বলেছেন: বুঝলাম ব্যাঙ এর বিয়ে নিয়ে বিজি। কিন্তু শাশুড়ির এরকম সর্ট স্কাট কেন?
৥আজকাল সবাই একটু নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে চায়।
তো শাশুড়ির আর দোষ কি ........।মজা করলাম । এই জায়গায় এসে ছড়াটি আটকে গেছিলো ।সকালে ঘুম ভাঙতেই মাথায় এলো ।লিখে ফেললাম।এই আর কি ।
ধন্যবাদ ও শুভকামনা রইলো ।

৭| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: বন্ধু আমাকে নিয়ে একটা কবিতা লিখেন। প্লীজ।

২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৯

ইসিয়াক বলেছেন: আপনাকে তো আমি ঠিক মতো জানি ই না.............বন্ধু
আচ্ছা বন্ধু বলে কথা .......আমাকে আরো ভাবতে হবে । পারবো হয়তো । একটু সময় চাইবো .......।
অবশ্যই লিখবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.