নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অসুস্থ

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১০


অসুস্থ পরিবেশ
অসুস্থ জনপথ,লোকজন ।
অসুস্থ আচার আচরণ ।
অসুস্থ কথাবার্তা।
অসুস্থ চায়ের দোকান ও অন্যান্য ।
অসুস্থ রাস্তা ,গলি ।
অসুস্থ রেস্তোরা,আবাসিক হোটেল ।
অসুস্থ এই নগরের বসবাসরত মানুষের মন মানসিকতা ....।
অসুস্থ প্রতিযোগীতায় গড়ে তোলা আরেক সুনিপুন অসুস্থ প্রজন্ম।
অসুস্থ খেয়ালে অনবরত অসুস্থ স্বপ্নের মালা গাঁথা ।
অসুস্থ নীল থাবায় দূর্নীতি ও অনিয়মের ভয়াবহতার এক বিভৎস নগ্নপ্রকাশ চর্তুপাশ ।
অসুস্থ যেহেতু সবাই ।তাই রোগ কখনো কখনো ধরা পড়লেও চিকিৎসা নেই বললে ই চলে।
অসুস্থ সেই দোহায়ে ক্রমে ক্রমে ক্ষয়ে যাওয়া মানবতা ও মূল্যবোধের দন্তমূল বিকশিত হাসি সর্বত্র।
অসুস্থ নগ্ন কীটের স্পর্শে সুরা জুয়া রক্ষিতার ব্যবহার দেদারসে ...।
অসুস্থ অজুহাতে চুপ থাক চুপ থাক খেলার খেয়ালে বন্দী সবাই।
অসুস্থ এই জনঅরণ্যে আমিও একজন.....।
অসুস্থ তবে সুস্থ হতে চাই না.... রঙিন জগতের সান্নিধ্য হারাবার ভয়ে.........।
অসুস্থ তাই অসুস্থতাকে এখন সুস্থতা মনে হয় ।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৬

বিজন রয় বলেছেন: জনাব এবার ভাল থাকতে চাই।
রক্ষা করুন।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৯

ইসিয়াক বলেছেন: সবাই ভালো থাকুক .......
শুভকামনা রইলো দাদা

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসুস্থ তবে সুস্থ হতে চাই না.... রঙিন জগতের সান্নিধ্য হারাবার ভয়ে.........।
লেখা ভালো লাগলো।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষের মন অসুস্থ হয়ে যাচ্ছে ধীরে ধীরে

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৯

ইসিয়াক বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষের মন অসুস্থ হয়ে যাচ্ছে ধীরে ধীরে

সেটাই .......অসুস্থতার সংক্রামক দ্রুত ছড়িয়ে পড়ছে।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্টে "লাইক" দেয়ার জন্য ধন্যবাদ; কিন্তু অকারণ "লাইক মাইক" আমি পছন্দ করি না।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১১

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় আপনার পোষ্টে আমি লাইক দিয়েছি কারণ আমি এই পোষ্টে মন্তব্য করবো তাই । আমি অকারণ লাইক দেই নি ।
রাতে কথা হবে ।
শুভ বিকাল।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৯

শুভ্রনীল শুভ্রা বলেছেন: এতসব অসুস্থ্যতার মধ্যে সুস্থ্য থাকার চেষ্টা করুন। :)

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন: মহামারী আকার ধারণ করেছে চর্তুপাশ।
ভালো থাকতে চাইলে ও আক্রান্ত হয়ে পড়ছে চারপাশ।
ধন্যবাদ রইলো কবিতা পাঠের জন্য ।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: সবচেয়ে বড় কথা অসুস্থ মানসিকতা।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৫

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: সবচেয়ে বড় কথা অসুস্থ মানসিকতা।
এই অসুস্থ মানসিকতা ভর করছে সবার মধ্যে ।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুস্থ পরিবেশ বিনির্মাণে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করা উচিত।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

ইসিয়াক বলেছেন: জুনায়েদ বি রাহমান বলেছেন: সুস্থ পরিবেশ বিনির্মাণে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করা উচিত।
সবার আগে শুরু করার দরকার পরিবার থেকে। নৈতিক শিক্ষা সামাজিক মূল্যবোধ শিষ্টাচর এগুলো শিক্ষার ক্ষেত্রে আগে যৌথপরিবারের অবদান ছিলো অনস্বীকার্য । বিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রে ও এখন নৈতিক শিক্ষা সামাজিক মূল্যবোধ শিষ্টাচর এগুলো অবহেলিত ।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:

একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।
বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় আবার উঠবে ভরে,
জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে।
পৃথিবী আবার শান্ত হবে আজ অশান্ত দিন,
বেঁচে থাকা আশা ক্ষীণ; তবু পথ চাওয়া অবিরাম।....


কবিতা পড়ে নচিকেতার এ গানের কথা মনে পড়ে গেলে!!
ভালো লেখেছেন++

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবীর ভাই ।
ভালো থাকবেন ।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অসুস্থ চেতনার অসুস্থ বিকাশে
অসুস্থ রাজনীতির বিষাক্ত প্রশ্বাসে
জর্জর পুরো জাতি
মুক্তির কই জ্ঞাতী???

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা রইলো।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: ছোট থেকে জেনে এসেছি-
কু বলিতে নেই, কু শুনতে নেই, কু কথায় কান দিতে নেই।
ছোটবেলায় শেখা সেই আপ্তবাক্য ভুলি কি করে?
কাজেই আপনার কবিতা প্রসঙ্গে-
অসুস্থতার কথা বলতে নেই, অসুস্থতার কথা শুনতে নেই, এবং অসুস্থতার কথায় কানও দিতে নেই। হাহাহা.. শুভকামনা প্রিয় ভাইকে.

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩১

ইসিয়াক বলেছেন: বর্তমান যে পরিস্থিতি তাতে অসুস্থ পরিবেশে থাকতে থাকতে নিজেই এই সমাজের অসুস্হতাকে কখন না আবার নিজের ভিতরে ধারণ করে ফেলি । এই শংকা এখন সবচেয়ে বেশি .........!!!!!

১১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৫

বলেছেন: সুস্থ্ থাকতে চাই .........

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৬

ইসিয়াক বলেছেন: ল বলেছেন: সুস্থ্ থাকতে চাই .........
বাংলাদেশে সংক্রামক মারাত্মক বূপ ধারণ করেছে ।
মুক্তি নাই । মুক্তি নাই । পালাবার পথ নাই .......।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৯

আরোগ্য বলেছেন: সকল প্রকার অসুস্থদের আরোগ্য কামনা করি।

২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা আরোগ্য ভাইয়া।
সুপ্রভাত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.