নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তিমির রাত্রি ব্লাক কফি ও আমি

২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৬


চারদিক আঁধারে নিমজ্জিত শুনশান চরাচর ।
রাতভর তিমির ধূসর ধূমায়িত খেলা চলছে অবিরাম প্রকৃতিতে,
খোলা আকশের বুক হতে ঝরে পড়ছে, বিন্দু বিন্দু হিমশীতল নির্মম দুরাশা.....
যা আমার বেদনাকে তরঙ্গায়িত করছে,
আর সেই সুযোগে রাতের আকাশ, মিটিমিটি জোনাকিরা ,
লিখছে তাদের যাপিত জীবনের যত দুঃখ কষ্ট বেদনার গল্প গাঁথা -
আমার মনের পাতায় পাতায় ।

বাতাসের ভাজে ভাজে লুকায়িত অলৌকিক সুরভির তরঙ্গমালা ........
কেবলি ছুয়ে যেতে চায় মন বেদনার কাব্যকে ছন্দায়িত করতে ।
এদিকে আমার বৃত্তাবদ্ধ মনজুড়ে শুধু তোমায় না পাওয়ার আক্ষেপ।
আজ সারা রাত অতীতের বিমূর্ত স্মৃতি ,এই আমি এবং ঘন আঁধার ......।
আর অবশ্যই তুমি ,তোমার কবিতা, গান,অতীত মুগ্ধতা..জ্বালা সুখস্মৃতি সব একসাথে ।
এবং আরো থাকবে কঠিন জ্বালাময়ী হিমের তপ্ত পরশ.........
সাথে ব্লাক কফি আমার নিয়ে কাটাবে নির্ঘুম রাত।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: শুভ সকাল বন্ধু।
কবিতাটা বেশ হয়েছে।
যদিও আমি ব্লাক কফি খাই না।

২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু ।
শুভ সকাল

২| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: "আর অবশ্যই তুমি, তোমার কবিতা, গান, অতীত মুগ্ধতা... জ্বালা সুখ স্মৃতি সব একসাথে।
এবং আরো থাকবে কঠিন জ্বালাময়ী হিমের তপ্ত পরশ...."
চমৎকার কথামালা।

শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ।
শুভ সকাল

৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রথম লাইনে
আধার < আঁধার, টাইপো


জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয় ....এই স্লোগান নিয়ে হোক প্রিয় করির পথ চলা!! শুভ কামনা রইলো।

২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর প্রকাশ।

২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই।
শুভকামনা জানবেন ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪২

আরোগ্য বলেছেন: চমৎকার হয়েছে কবিতা ইসিয়াক ভাই।

তবে আমার ব্লাক টি পছন্দ।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৬

ইসিয়াক বলেছেন: আচ্ছা আপনাকে ব্লাক টির আমন্ত্রণ রইলো ।
কেমন আছেন ?

৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৮

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি?

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ভালো
মনের আনন্দে ছাইপাশ লিখছি। .......
শুভসকাল ।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার লেখা। অফুরন্ত ভালো লাগা।
চা কফি কিছুই খাইনা। কি করি বলুনতো ?

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫১

ইসিয়াক বলেছেন: স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চা কফি কিছুই খাইনা। কি করি বলুনতো ?

ঝালমুড়ি চলবে কড়া ঝাল , চানাচুর ভাজা আর সরিষার তেল দিয়ে মাখানো.......

৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন : ঝালমুড়ি চলবে কড়া ঝাল , চানাচুর ভাজা আর সরিষার তেল দিয়ে মাখানো.......

হুট্ করে একদিন হাজির হব , শিওর থাকেন।

২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

ইসিয়াক বলেছেন: স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন : ঝালমুড়ি চলবে কড়া ঝাল , চানাচুর ভাজা আর সরিষার তেল দিয়ে মাখানো.......
হুট্ করে একদিন হাজির হব , শিওর থাকেন।

আমি অপেক্ষায় রইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.