নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতা কি এবং কেন ?

২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭


কবিতা? সেতো...।
মানব ও মানবীর মনের অলি গলি সম্পর্কিত অব্যক্ত ভাষা !
নানা আবেগীয় কথামালা বা ভাবনাসমূহের গাঁথুনীর লেখ্য রূপ ।
মনের মধ্যে যখন কথার ঝর্ণাধারা ফল্গু হাওয়ার মতো বয়ে যায় .....
হৃদয়ের নদীকুলের দুই তীর যখন তীব্র বেগে উছলায় ,
সুখ অথবা দুঃখের তীব্রতার দহন জ্বালায় ,
যখন পার্থিব ক্রিয়া কলাসমূহ আবেগীয় অগ্নুৎপাতে বিস্ফোরিত হয় ।
তখন মানুষ কবিতার আশ্রয় চায় ।
কবিতা পাঠে বা লেখায় নিজের চাওয়া পাওয়াকে মিলিয়ে নেয় ।
জাগতিক সুখ দুঃখের কাঠগড়ায় নিজের হিসাব নিকাশের উত্তর খুঁজতে চায় ।
এভাবে আত্মাকে শুদ্ধকরার প্রক্রিয়ায় ,পাওয়া না পাওয়ায়......
নিজের জীবনের জটিল হিসাব নিকাশ মিলায় ,
সেখানে কিছুটা সান্তনা পায় আবার কিছুটা বাকি রয়ে যায়।।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৯

শাহিন-৯৯ বলেছেন:



বেশ ভাল লাগল।
এগিয়ে যান কবি।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ শাহীন ভাই ।
শুভরাত্রি ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৩

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল কবিতার স্বরূপ বর্ণনা ।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো।
শুভরাত্রি

৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু ।
শুভকামনা রইলো।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক ,





কবিতা কি এবং কেন ? এখানে ক্লিক করে বুঝে নিন - তাহলে কবিতা কি ? কাহাকে বলে কবিতা ?

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৭

ইসিয়াক বলেছেন: আপনার লেখায় আমার মুগ্ধতার আবেশ ছুঁয়ে গেছে ।
শুভকামনা রইলো
শুভরাত্রি ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৬

কাওসার চৌধুরী বলেছেন:



ভালো লাগলো। কবিতা হলো কবির অব্যক্ত কথা। হৃদয়ের রক্তাক্ত উদ্যানে বরফের প্রলেপ। এর সাথে হরেক রকম মানুষের আবেগ জড়িত। জীবনের জটিল হিসাবের ফয়সালা না হলেও কবিতায় প্রশান্তি মিলে।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৪

ইসিয়াক বলেছেন: কাওসার ভাই আপনাকে আমার ব্লগে স্বাগতম ।
কি দিয়ে আপনাকে আপ্যায়ন করি বলুনতো ?
অনেক অনেক শুভকামনা রইলো ।
ধন্যবাদ

৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৮

আরোগ্য বলেছেন: কবিতা সেতো হৃদয়ের ঢেউ যা ব্লগের তীরে এসে আছড়ে পড়ে।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৩

ইসিয়াক বলেছেন: আজ সকালে আরো একটা কবিতা পোষ্ট করেছি....
তিমির রাত্রি ব্লাক কফি ও আমি
পড়েছেন কি ?
শুভকামনা রইলো ।
শুভরাত্রি

৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৫

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতার কবিতা- শুভকামনা জানবেন

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা ।
শুভসকাল ।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নান্দনিক পরিবেশন।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.