নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির কাল

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪১


ঝিরঝিরে বৃষ্টি , সেই সাথে গুমোট আকাশ ।
হালকা কুয়াশায় মোড়া চর্তুপাশ ।
একটানা বৃষ্টির টুপটাপ আওয়াজ ছাড়া ,এমনিতে সুনসান......
বৃষ্টিটা থামতেই, বুনো শালিকেরা নেমে এলো খাবারের খোঁজে ।
একটা শ্যামা সজনেগাছের ভাঙা ডালে বসে আছে অজানা অভিমান নিয়ে-
ঘাড়টা পিঠের খাজে গুজে দিয়ে।
কে জানে কি হয়েছে !
হঠাৎ কয়েকটা হিংসুটে কাক উড়ে এলো কোথা থেকে খাবারে ভাগ বসাতে।
শালিকেরা অপ্রস্তুত.....
ঠিক এসময় বেরসিক বৃষ্টি আবার জোরে সোরে নেমে এলো প্রকৃতিতে ।
বৃষ্টিরা কি দুষ্টুমি করে ?
সবাই উড়ে গেল নিরাপদ আশ্রয়ে ।
কারণ ততক্ষণে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।
একটা শালিক কেবলি খুটে খুটে খেয়েই চলেছে।
যেন আজন্মের ক্ষিদে তার পেটের ভিতরে........

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ বৃষ্টি। আবার ভেজা প্রকৃতি। আবার স্নিগ্ধতা। অসাধারণ লেখা আপনার।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৪

ইসিয়াক বলেছেন: আজ সকালে বাসার ছাদে ভিজতে ভিজতে পাখিদের কান্ডকারখানা দেখছিলাম । মনে হলো লিখি ।
এখন অবশ্য চারপাশ রোদঝলমল ।
ধন্যবাদ

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: বৃষ্টির দিনচিত্র, চোখে ভেসে উঠলো!

২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১০

কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোলার বৃষ্টি কাব্য....

২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩১

ওমেরা বলেছেন: বুঝেছি ঐ পাখিটা বাসায় ছানা রেখে এসেছে তাই বেশী ঘরে খাবার নিয়ে যাচ্ছে ছানাদের জন্য।

২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন: আপনি ঠিক ধরেছেন আপু । আমিও ভাবছিলাম কেন সে ঝড় জল উপেক্ষা করে খেয়েই যাচ্ছে ।
অনেক ধন্যবাদ আপু আপনাকে। আপনার ভাবনার গভীরতা আমার মনকে দোলা দিয়েছে।
শুভকামনা রইলো

৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

আরোগ্য বলেছেন: আজ কবিতায় বিষন্নতা কেন? মন কি খারাপ ইসিয়াক ভাই?

২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

ইসিয়াক বলেছেন: আরোগ্য বলেছেন: আজ কবিতায় বিষন্নতা কেন? মন কি খারাপ ইসিয়াক ভাই?
কই নাতো !আজ মনটা বেশি রকমের ভালো ছিলো বলেই খুব সকাল সকাল খুব করে বৃষ্টিতে ভিজেছি । বেশ জোরে জোরে গান গেয়েছি ......।আরো কত মজা করলাম ।.......
শুভ সন্ধ্যা আরোগ্য ভাইয়া ।
শুভকামনা রইলো।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দু'টাই সুন্দর।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.