|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
টুপটুপ টুপটুপ 
এসো খেলি জলডুব ,  
তুমি আমি মিলে । 
চুপচুপ চুপচুপ ,
কথা নয় , কথা নয় ,  
দেখা হবে  সকালে ।
হায়হায় কি উপায় ?
বোঝাতে পারিনি তাই ! 
 গেলে তুমি  রেগে।  
  
এসো তবে বসো দেখি ,
কথা বলি মুখোমুখি ,  
মনের আবেগে। 
ভালোবাসা প্রেম নয় , 
কেন জানি মনে হয় , 
কঠিন এ সময়! 
যদি চাও কাছে পেতে , 
কথা তোমায় হবে দিতে ,
চোখের আয়নায়!
 ১৮ টি
    	১৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ৮:০৪
২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ৮:০৪
ইসিয়াক বলেছেন: শুভসকাল দাদা,
কেমন আছেন ?
২|  ২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ৯:০১
২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: ভীষন সুন্দর।
  ২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ৯:১৭
২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ৯:১৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু । কেমন আছেন ?
৩|  ২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ৯:৫৯
২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ৯:৫৯
ল বলেছেন: চোখের আয়নায় দেখা হোক দুজন দুজনায়।। 
বেশ তোৃ।।
  ২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:০১
২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:০১
ইসিয়াক বলেছেন: কয়েক দিন পর আপনার মন্তব্য পেয়ে মনটা ভরে গেল।
বসেছিলাম চাতকের মতো কবে মন্তব্য পাবো ।
শুভসকাল ।
ভালো থাকুন সবসময়।
৪|  ২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:০৯
২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:০৯
ল বলেছেন: সবগুলো লেখাই পড়া হয়, 
সময়ের অভাবে অনেক  মন্তব্য করা হয় না।।   
  ২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:০৯
২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:০৯
ইসিয়াক বলেছেন: ল বলেছেন: সবগুলো লেখাই পড়া হয়,
সময়ের অভাবে অনেক মন্তব্য করা হয় না।। 
আমি জানি প্রিয় ভ্রাতা ,
মন্তব্যে মনে আপনার স্পর্শ পেলাম । ভালো লাগলো ।
দোয়া রইলো 
৫|  ২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:২৮
২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:২৮
নীল আকাশ বলেছেন: ইসিয়াক ভাই,
দেখা হবে কাল সকালে - লাইনটাতে মনে হচ্ছে ছন্দ কেটে গেছে। শুধু সকালে দিন, কাল বাদ দিয়ে দিন।
ধন্যবাদ।
  ২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১৫
২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১৫
ইসিয়াক বলেছেন: এডিট করে দিলাম ।
শুভকামনা রইলো নীল আকাশ ভাই ।
৬|  ২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:৩৫
২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:৩৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: বাহ। ছন্দ কবিতা। 
বারবার পড়তে পড়তেই নতুন শব্দ আসে।
চলুক লেখা।
শুভকামনা
  ২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১১
২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১১
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৭|  ২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ১১:৩৩
২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ১১:৩৩
আরোগ্য বলেছেন: সহজ সরল সুন্দর ছড়া। বেশ।
  ২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১০
২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১০
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো । ভালো থাকুন সতত
৮|  ২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১২:২৩
২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১২:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: উপরওয়ালার কৃপায় ভালো আছি। আশাকরি আপনিও কুশলে আছেন।
শুভকামনা জানবেন।
  ২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১৩
২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১৩
ইসিয়াক বলেছেন: জেনে ভালো লাগলো ।
মেঘের জন্য আর্শীবাদ রইলো ।
৯|  ২৯ শে অক্টোবর, ২০১৯  সকাল ৯:৪৭
২৯ শে অক্টোবর, ২০১৯  সকাল ৯:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার যে বয়স কমছে বুঝতে পারছি। কবিতায় ভালোলাগা।
  ২৯ শে অক্টোবর, ২০১৯  সকাল ৯:৪৮
২৯ শে অক্টোবর, ২০১৯  সকাল ৯:৪৮
ইসিয়াক বলেছেন: হা হা হা ......।আমার বয়সতো এখন ১৮+ 
শুভসকাল
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ৭:৩৩
২৭ শে অক্টোবর, ২০১৯  সকাল ৭:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: জলডুবের খুনসুটি মন্দ নয়।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।