নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
রুক্ষ শহর স্বার্থবাদী মানুষ ,
প্রচার প্রসার লোভী!
টাকার গরমে কিনতে
চায় এই পৃথিবী ।
পথে যেতে যেতে কি মনে করে
একটি অনাথ বালক ,
অবাক চোখে তাকিয়ে রয়
দৃষ্টি অপলক ।
একমুঠো খাবার একটু পানি ,
জোটেনিকো তার এবেলা ,
মানুষের জঙ্গলে পেয়েছে সে
কেবলি নিদারুণ অবহেলা।
সারি সারি কত খাবার ,
কত রকমের পদ ।
দেখে দেখে সুখ পায় সে ,
এমন ই বোকা নির্বোধ ।
কলের জল সঙ্গী যে তার ,
ডাস্টবিন খাবার টেবিল ।
কুড়িয়ে খেয়ে তৃপ্তির হাসি
হাসে সে অনাবিল ।
পোষাকটি তাহার শতছিন্ন
ছিন্ন তাহার হৃদয় ।
এত বড় এই পৃথিবীতে তার ,
কেউতো আপন নয়!!!
হায় বিধাতা কেন তারে তুমি
সৃজিলা ভুবন মাঝে ?
কেন তার তুমি এত পরীক্ষা নাও
প্রতিদিন সকাল সাঁঝে।
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো ।
শুভসন্ধ্যা
২| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৭
শুভ্রনীল শুভ্রা বলেছেন: ছবি কথা বলে !!
সেই কথাগুলোই কবিতায় বেশ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১১
ইসিয়াক বলেছেন: শুভ্রনীল শুভ্রা আপনাকে,
অনেক অনেক ধন্যবাদ
৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৮
আরোগ্য বলেছেন: পরীক্ষা তার একা না। পরীক্ষা পুরো সমাজের।
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৩
ইসিয়াক বলেছেন: ঠিকই বলেছেন ভাইয়া
শুভকামনা রইলো।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪০
ল বলেছেন: ছবিতা + কবিতা দুটোই চমৎকার।।।
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৬
ইসিয়াক বলেছেন: প্রিয় ভ্রাতা আজকের দিনে আমার ব্লগে দ্বিতীয়বার পদচারণায় আমি ধন্য
৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
গনমুখী এই কবিতাটি পাঠে মুগ্ধ
অনাথ দুখি হতদরিদ্র শিশুদের প্রতি
জনসচেতনতা সৃজনে ব্রতি হোক সকল কবি
এমনতর কবিতাইতো এখন সময়ের দাবী ।
কবিতাটি পাঠে তাইতো মনোমধ্যে
জেগে উঠে শুধু একটি অনুভুতি
মনে মনে ভাবি সকলেই একসাথে
এদের তরে হয়ে যাই সম ব্যথি।
এই বয়সে বাচ্চাগুলোর স্কুলেই থাকার কথা
বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন থাকার কথা
তাদের হাতে থাকার কথা কলম আর বই
তা না হয়ে গেছে তারা আজ টুকাই শুধু্ই।
এই বাচ্চাদের নিয়ে না যেন আর কোনকালেই
দারিদ্রতা বিমোচন বানিজ্যের পশরা সাজাই
নিজেকে অনেক বড় কোন মহাজন না ভেবে
একটি শিশুর পড়াশোনার দায়িত্বটাই তুলে নিই ।
দেশের পরিবর্তন আনতে হবে আমাকেই
আমার দায়ীত্বটুকু আমি পালন করে যাবই
এবার হতে তাই শুরু হোক আমারই পালা
শিশুশ্রম আর টুকাই কর্মকে সকলেই না বলা ।
আমাদের আশে পাশে শিশুশ্রম আর
টুকাই দেখলেই তাদের পাশে দাঁড়িয়ে
তীব্রভাবে প্রতিবাদ করে পরম মমতায়
শুরু হোক তাদেরকে বুকে জড়িয়ে ধরা ।
শুভেচ্ছা রইল
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৬
ইসিয়াক বলেছেন: প্রিয় শ্রদ্ধেয় ডঃ এম এ আলী
আমি আপনার লেখা মন্তব্যের প্রতি মন্তব্য বক্সটি কিছুতেই খুলতে পারছিনা ....
যাহোক আপনার মন্তব্যে আমি আপ্লুত । আপনার কবিতাটি অসাধারণ হয়েছে।
আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইলো ।
৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০০
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৫
সোনালী ডানার চিল বলেছেন: আপনার কবিতার বিষয় আমাকে সবসময় ছুয়ে যায়-
মানবিক এবং প্রগাঢ়!
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২০
ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনার মন্তব্যে আমি আপ্লুত হলাম ।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০
কিরমানী লিটন বলেছেন: জীবনের উল্টোপীঠ তুলে ধরেছেনকবিতায়- ভালো লাগলো, চমৎকার