নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
[১]
হাওয়ায় দুলে নৌকা চলে
খোকন হলো মাঝি ,
সবাই চড়ে নৌকাতে তার ,
মা হয়না রাজি ।
খোকা হেসে কয় মাগো তুমি ,
বড্ড অবুঝ মেয়ে।
তোমার খোকা বড় এখন ,
ঠিক নেবে সামলিয়ে ।
[২]
সাঁঝ বেলাতে খোলা আকাশ
আবির রঙ মাখে ।
বাচ্চা পাখির ছানা দুটি ,
কাঁদছে বসে শাখে ।
মা গেছে হারিয়ে তার ,
বোনটি আছে সাথে।
বড্ড বেশী ভয় পাচ্ছে ,
আঁধার ঘনাতে ।
[৩]
ছুটলো খোকা মাছ ধরতে,
ছিপ নিলো হাতে ,
তার ভয়েতে মাছগুলো সব
লুকালো পাঁকেতে ।
ছিপ ফেলে খোকা ভাবে
কোথায় সব মাছ !
ঢাকঢোল পেটাতে গিয়ে,
পণ্ড হলো কাজ ।
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৭
ইসিয়াক বলেছেন: আমি লেখার চেষ্টা করি ভাইয়া । কবি কিনা বলতে পারবো না।
অনেক অনেক শুভকামনা রইলো ।
শুভসন্ধ্যা
২| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: আগামীকাল পরী আসবে।
তাকে পড়িয়ে শুনাবো।
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৮
ইসিয়াক বলেছেন: পরী মামণির জন্য শুভেচ্ছা ও দোয়া রইলো।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভালই লিখেছেন, তবে ছড়া হিসেবে আরেকটু খেয়াল রাখতে হবে।
শুভকামনা থাকলো
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৯
ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো।
শুভসন্ধ্যা
৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২
সাইন বোর্ড বলেছেন: বেশ মিষ্টি লাগল পড়তে ।
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভরাত্রি
৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৭
আরোগ্য বলেছেন: ইসিয়াক ভাই ছন্দে কিছুটা গরমিল মনে হলো।
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০১
ইসিয়াক বলেছেন: হা হা হা ...।সমালোচনায় স্বাগতম .....
ধন্যবাদ ।শুভকামনা রইলো ।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন: ভোরের পাখি, কবিতা খুবই ভালো হয়েছে। গুড জব।
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৩
ইসিয়াক বলেছেন: ছবিটা খুব সুন্দর ।অনেক অনেক ধন্যবাদ মাহমুদ ভাই ।
ভালো থাকবেন।
শুভরাত্রি
৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৩
কিরমানী লিটন বলেছেন: চমৎকার বিষয়বস্তু- তবে মাত্রায় আরও সতর্ক হতে হবে- অন্ত্যমিলেও। তাহলে আরও সুন্দর হবে? কোন ফর্মে লিখেছেন- স্বরবৃত্তে নাকি অক্ষরবৃত্তে?
শুভকামনা....
৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭
নীল আকাশ বলেছেন: আমার মনে হলো কয়েকটা জায়গায় ছন্দ কেটে গেছে।
১]
খোকা হেসে বলে মাকে
বড্ড অবুঝ তুমি,
খোকা এখন বড় হয়েছে
সামলে নেবো আমি।
২] বড্ড বেশ ভয় পাচ্ছে
নিশুতি আঁধার রাতে।
ধন্যবাদ।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ নীল আকাশ ভাইয়া।
কৃতজ্ঞতা রইলো।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৪
ইজ্জত উল্লাহ বলেছেন: আপনি শিশুতোষ কবি নাকি ?