নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মিথ্যা ও সত্য

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫


সত্যের হাতে গড়া এই পৃথিবী এখন মিথ্যার দখলে ,
অবাঞ্চিত হয়ে পৃথিবীতে বেচে আছে ’সত্য’......।
অভিধানে বিপরীত শব্দ হিসাবে কোন রকমে টিকে থাকতে হয় তাই বোধহয়!

সেই হিসাবে হাজিরা খাতায় নাম আছে কিন্তু গুরুত্ব নেই যাকে বলে !
পদচিহ্ন আছে ,পদ রেখা অনুসরণের কোন কর্ম নেই।
যেমনটি...
স্বাধীনতা আছে কিন্তু বাক স্বাধীনতা হরণ করা হয়েছে সুকৌশলে ।
সত্যকথনের সুযোগ তো দূরে থাক!
কলঙ্কতি যাপিত জীবনের প্রক্রিয়া দিন দিন দীর্ঘায়িত হচ্ছে ........।
সেই সাথে মিথ্যার মেদ ভূঁড়ি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফুলে ফেঁপে উঠছে
পেঁয়াজের দরের মতো।
আপাতদৃষ্টিতে দেখা না গেলেও মগজ ধীরে ধীরে ছোট আর বুদ্ধিটা হচ্ছে মোটা ।

প্রতিপলে দৈহিক সুখের লালসা, অতি চাহিদার অগ্নি
আর স্থাবর অস্থাবর সম্পদের ভাবনায় কেটে যাচ্ছে দিন , গুটি কয়েক মানুষের।
ফলে এর দায় মেটাতে হচ্ছে সাধারণ মানুষকে......।
প্রায় প্রতিটি মানুষের জন্য অলিখিত ভয় আজ নিত্য সঙ্গী ।
চুপ চুপ চুপকথার রূপকথার জালে বন্দী যেন সবাই ।

সৎ স্বত্তার পরাজয় আর অমানুষিক, অমানবিক,
অবিবেচক মিথ্যুক মানুষের জয়ধ্বনিতে চলছে এ দেশ।
বর্তমান প্রহর ক্ষণ ,সময়, যাপিত নিশি, মধুর স্বপন,
উষ্ণ সকাল, দিনমণির কিরণের বিচ্ছুরণেও মিথ্যার জয় ধ্বনি উঠছে নামছে।
সারাটা সময় ।

মিথ্যার জিৎ আর সত্যের পরাজয় মঞ্চস্থ হয়েছে, হচ্ছে এ দেশের প্রতিটি প্রাঙ্গণে।
বর্তমান সমাজের অলিতেগলিতে
গরিব বোকা মানুষগুলি অন্য এক মোহে ছুটছে ,
মিথ্যা দ্বারা যাপিত জীবনে সুখ খোঁজার আশায়।

মনে হচ্ছে পৃথিবী তার আলোর জগত অন্ধকারে আগ্রাসনে তলিয়ে নেয়ার প্রতিযোগীতায় নেমেছে।
মহাপ্রভুকে অধিকার করে নিয়েছে মিথ্যার দানব।
নিশ্চয় সে ঘুষ খেতে শুরু করেছে .....
আর মানুষগুলি ক্রমশ পাক খেয়ে চলছেই তো চলছে ......।
ঘোর লাগা মরীচিকার মতো।...।
মুক্তির আশায় ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



মানুষগুলি ক্রমশ পাক খেয়ে চলছেই তো চলছে। - চলতেই থাকবে অনন্তকাল।
ঘোর লাগা মরীচিকার মতো। - মরীচিকা ছিলো - আছে - থাকবে।

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

ইসিয়াক বলেছেন: আশু মুক্তি নেই সেটা ক্রমশ স্পষ্ট ।
ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই
শুভসন্ধ্যা

২| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: মিথ্যারও মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্যে সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা। - মানিক বন্দ্যোপাধ্যায়

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

ইসিয়াক বলেছেন: সেই মিথ্যার মোহে ছুটে চলেছে আজকের বোকা মানুষ ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাজীব নুর বলেছেন: মিথ্যারও মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্যে সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা। - মানিক বন্দ্যোপাধ্যায়

- টেবিল থাবড়াবে ভেঙ্গে ফেলতে হবে রাজীব নুর ভাই কঠিন সত্য কথা।






০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: মিথ্যারও মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্যে সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা। - মানিক বন্দ্যোপাধ্যায়
জয়তু রাজীব নুর , কঠিন সত্য কথা।

৪| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতায় গভীর ভাবনা বিদ্যমান । ভালো লাগলো ।

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।
শুভসন্ধ্যা ।

৫| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে সমসাময়িকতার চাপ।
শুভেচ্ছা নিন।

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই ।
শুভসন্ধ্যা

৬| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল উপলব্ধির কথা ।

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভসন্ধ্যা

৭| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৮:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৮:২৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।
শুভসন্ধ্যা

৮| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

কিরমানী লিটন বলেছেন: খুব ভালো লাগলো - চমৎকার লিখেছেন কবি- শুভকামনা জানবেন.....

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৮:৫২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই ।
আপনার জন্য মাশালা চা আর বিস্কুট .........

৯| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




অবাঞ্চিত হয়ে পৃথিবীতে ’সত্য’ বেচে থাকলেও আশার কথা হলো - সত্য মরেনা কখনও ......

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৭

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই
কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে,মিথ্যা ই জয় , মিথ্যার ই বেসাতি চলছে সর্বত্র ।
তবে অবশ্যই সত্যের জয় হবে কিন্তু কবে কখন কে্‌উ জানে না.....
শুভরাত্রি

১০| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সেই মিথ্যার মোহে ছুটে চলেছে আজকের বোকা মানুষ ।
শুধু বোকা না নির্বোধও বলতে পারেন।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:০১

ইসিয়াক বলেছেন: তাতো বটেই .......এই বোকাও নির্বোধ গুলো প্রতি পদে পদে পরিস্থিতি আরো জটিল করে তুলছে এবং ব্যবহৃত হচ্ছে।

১১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

বলেছেন: সত্যটা আগকাল যেন আষাঢ়ে গল্পের মতো..............।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:১৩

ইসিয়াক বলেছেন: মিথ্যাই এখন সত্য আর সত্য এখন মুখ লুকায় মিথ্যার নির্লজ্জ ব্যবহারে।
তবে সত্যের জয় হবেই ..........আশাবাদী হতে দোষ কি ।
নতুন ভোরের রবির আশায় আমাদের অপেক্ষা করতেই হবে এছাড়া আর কোন পথ খোলা নেই প্রিয় ভ্রাতা ।
দোয়া রইলো।

১২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: "সত্যের হাতে গড়া এই পৃথিবী এখন মিথ্যার দখলে" - কবিতার শুরুটা দারুণ হয়েছে, এই সত্য কথাটি দিয়ে।
তবে কবিতার শেষে যে কথাটি বলেছেন, তাও মিথ্যে। মহাপ্রভু কে কখনো মিথ্যার দানব অধিকার করে নিতে পারে না। আমাদের দুরবস্থার জন্য আমরাই যথেষ্ট।
গিয়াস উদ্দিন লিটন এর মন্তব্যটি অর্থবহ।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮

ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ।
শুভকামনা রইলো।
শুভরাত্রি

১৩| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: "সত্যের হাতে গড়া এই পৃথিবী এখন মিথ্যার দখলে" - কবিতার শুরুটা দারুণ হয়েছে, এই সত্য কথাটি দিয়ে।
তবে কবিতার শেষে যে কথাটি বলেছেন, তাও মিথ্যে। মহাপ্রভু কে কখনো মিথ্যার দানব অধিকার করে নিতে পারে না। আমাদের দুরবস্থার জন্য আমরাই যথেষ্ট।" শ্রদ্ধেয় কবি খায়রুল আহসান বেশ সুন্দর করে বলেছেন।


-
মিথ্যা আর মিথুকদের আধিপত্য বেড়ে গেলে সত্য বর্তমান বা ভবিষ্যতের কিছুকালের জন্য কোণঠাসা হয়ে পড়ে। আমাদের সমাজ বা রাস্ট্রের ক্ষেত্রে এটাই ঘটছে। মিথ্যার আধিপত্য বেড়ে গেছে। সত্য অসহায় হয়ে পড়েছে।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

ইসিয়াক বলেছেন: জুনায়েদ বি রাহমান ভাই
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

১৪| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইশিয়াক ভাই,

অনেকদিন পর একটা পাওয়ারফুল কবিতা পড়লাম। খুব ভালো লাগলো আপনার কবিতাটি।++

শুভকামনা জানবেন।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদাকে আর কি বলবো......

ফুলেল শুভেচ্ছা রইলো

১৫| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

শিখা রহমান বলেছেন: ইসিয়াক কবিতা দুর্দান্ত হয়েছে। সমসাময়িক অস্থিরতা কবিতায় উঠে এসেছে।

কবিতায় লাইক আর কবিকে একরাশ ভালোলাগা রইলো।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু

১৬| ০২ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

তারেক ফাহিম বলেছেন: সমসাময়িক পোষ্ট।
কবিতা পাঠে মুগ্ধতা।

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:১৬

আরোগ্য বলেছেন: মিথ্যার চাকচিক্যে সাদাসিধা সত্য যেন মলিন হয়ে গেছে।

দুর্দান্ত লেখা ইসিয়াক ভাই।

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:২২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো ।
শুভরাত্রি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.