নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ভুল ঠিকানা

০৪ ঠা নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫৭


ভালোবেসে ভুল করেছি আমি,
চিঠি চলে গেছে সব ভুল ঠিকানায়।
মিছেমিছি সব দিন ডুবে যায় ,
তোমারই যতো কল্যাণ কামনায় ।

বেদনার নীল প্রজাপতি আমি,
মেঘলা আকাশে দুঃখ জমা রাখি,
নিশ্চুপ অনন্ত নক্ষত্র জাগা রাতে -
জলের ঢেউয়ে এলোমেলো নকশা আঁকি।

নিশ্চল পাথর চোখ দুটি আজ,
বলো কোথায় এ দুঃখ রাখি !!
আমি দিকভ্রান্ত এক নীড় হারা পাখি
এখন একলা একলা ই থাকি।

অকারণে আর বলবো না কথা ,
লুকানো থাক যত আছে ব্যাথা !
ভুল হোক মুছেযাক মুছে যাক ,
তোমর আমর এ অসম রূপকথা ।

ভালো থেকো শুধু ভালো থেকো তুমি...।
তোমার কল্যান কামনায় শুধু জেগে রব আমি ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪১

এম এ কাশেম বলেছেন: জেগে থেকো পাখী - ও আমার কল্যাণকামী
ধ্যানী চোক্ষে শুধু তোমারেই স্বপ্ন দেখি আমি।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০

ইসিয়াক বলেছেন: বাহ! খুব সুন্দর ! মন্তব্যে ভালো লাগা ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম ।
সাথে থাকুন

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রাত ভোর হয়ে গেল কবি। একটু ঘুমোন। কবিতায় ভালো লাগা।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

ইসিয়াক বলেছেন:

এই তো ঘুম থেকে উঠলাম । আমি খুব ভোরে ঘুম থেকে উঠি .....।ছোটবেলার অভ্যাস
শুভসকাল

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: সঠিক ঠিকানা খুব দরকার। তা না হলে খুব ভোগান্তি হয়।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২

ইসিয়াক বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.