নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

হা হা হা ...হি হি হি.....হো হো হো

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯


[১]
শিক্ষকঃ রাখাল বালক আর বাঘের গল্পটা পড়েছিস ।
ছাত্রঃ হ্যাঁ স্যার পড়েছি।
শিক্ষকঃ তা কি শিখলি ?
যতদিন আমরা মিথ্যা কথা বলব ততদিন মানুষ আমাদের সাথে থাকবে।
কিন্তু যেদিন থেকে সত্যবলা শুরু করবো ,মানুষ আমাদের ধারে কাছে আসবে না ।
[২]
স্ত্রী: ওগো শুনছো! আমাদের বাসার সামনে একটা সুইমিং পুল করে দাও না।
স্বামী: কেন? সুইমিং পুল দিয়ে কী হবে?
স্ত্রী: পাশের বাড়ির ভাবি বলেছে, সাঁতার কাটলে নাকি স্লিম হওয়া যায়!
স্বামী: যত সব ফালতু কথা!
স্ত্রী: কেন?
স্বামী: তুমি কখনো ‘চিকন তিমি’র কথা শুনেছো?
[৩]
মিনিট দশেক তাড়া করে গতিবিধি লঙ্ঘন করা এক চালককে থামাল ট্রাফিক পুলিশ।
ট্রাফিক: আমি থামতে বলা সত্ত্বেও কেন আপনি থামেননি?
চালক: আসলে হয়েছে কি, গত সপ্তাহে আমার স্ত্রী এক ট্রাফিক পুলিশের সঙ্গে পালিয়ে গেছে।
ট্রাফিক: তাতে কী হয়েছে?
চালক: তাই আপনাকে আমার পেছনে ছুটতে দেখে মনে হলো, আমার স্ত্রীকে ফেরত দিতেই আপনি পিছু নিয়েছেন।
[৪]
ভায়াগ্রা বহনকারী একটি উড়োজাহাজ একবার দুর্ঘটনা কবলিত হয়ে এক বনে আছড়ে পড়ে।

সেই ভায়াগ্রা সেবন করে সকল পুরুষ প্রানীর যৌন কামনা তুঙ্গে উঠে যায়। তারা সারাদিন তাদের নারী সঙ্গিনীদের সাথে যৌন কর্মে মত্ত থাকতে শুরু করে।
এক পর্যায়ে সঙ্গিনীরা বিরক্ত হয়ে বনের রাজা সিংহের কাছে বিচার দেয়।

সিংহ মশাই গবেষনা করে দেখেন ভায়াগ্রার প্রভাব কমতে আরো এক বছর লাগবে। তাই তিনি সকল প্রানীকে তাদের যৌনাস্ত্র কেটে জমা দিতে বলেন এবং একটা করে টোকেন দেন। কথা দেন এক বছর পর টোকেন মিলিয়ে সবার ইয়ে সবাইকে ফেরত দিবেন .

অন্য সব প্রানীর মত বান্দরও মন খারাপ করে তার ওটা জমা দিয়ে আসে .

তো, সে বাসায় এসে দেখে তার স্ত্রী খুশিতে বাগবাকুম। বান্দরনী খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে বলল,

– এখন কি করবা? আগেই বলছিলাম…

– বেশী হাইসো না। এক বছর পর টের পাইবা।

– কেন!! এক বছর পর কি হবে!!!

– জমা তো দিছি নিজেরটা, টোকেন আনছি ঘোড়ারটা!!
[৫]
ধনি এবং গরিবের মধ্যে
একটা বড় পার্থক্য হলো

ধনিরা খাবার হজমের
জন্য দৌড়ায় আর
গরিবরা খাবার জোগাড়ের
জন্য দৌড়ায়
এইকৌতুকগুলো মোটেও আমার রচিত নয় ।আমি শুধু টাইপ করেছি ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

লর্ড ভ্যারিস বলেছেন: টোকেন আনছি ঘোড়ারটা!! :P

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

ইসিয়াক বলেছেন: ঠিক ধরেছেন .....।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

আরোগ্য বলেছেন: ২নাম্বারটা জোস ছিলো। ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই জিনিসের বোঝা বইতে বইতেইতো বান্দইরার জীবন ত্যানা ত্যানা হইয়া যাইব :P

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

ইসিয়াক বলেছেন: :) :) :)

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই এসব কী? ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

ইসিয়াক বলেছেন: হা হা হা ...হি হি হি.....হো হো হো

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মাঝেমধ্যে হাসাহাসির প্রয়োজন আছে। পোস্ট ভালো হয়েছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মনে মনে হাসলাম কিছুক্ষণ। =p~

০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৮:০৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
শুভসন্ধ্যা

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

মা.হাসান বলেছেন: উপরের ছবিটা, আমার ভুল ও হতে পারে, মনে হচ্ছে যেন জাদিদ ভাইয়ের সাথে মিল আছে। নাকি আপনার নিজের ছোটবেলার ছবি?

০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:০৬

ইসিয়াক বলেছেন: এই না না মোটেও না।ছবিটা গুগোল মামার কাছ থেকে চুরি করেছি ।
আমি মোটেও ওরকম দেখতে ছিলাম না ........।হো হো হো ...

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আমার কেন হাসি পায় না বলেন তো??

০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৯

ইসিয়াক বলেছেন: রামগরুড়ের ছানা
সুকুমার রায়
========
রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা,
হাসির কথা শুনলে বলে,
“হাসব না-না, না-না!”
সদাই মরে ত্রাসে— ঐ বুঝি কেউ হাসে!
এক চোখে তাই মিটমিটিয়ে
তাকায় আশে পাশে।
ঘুম নাহি তার চোখে আপনি ব’কে ব’কে
আপনারে কয়, “হাসিস্ যদি
মারব কিন্তু তোকে!”
যায় না বনের কাছে, কিম্বা গাছে গাছে,
দখিন হাওয়ার সুড়সুড়িতে
হাসিয়ে ফেলে পাছে!
সোয়াস্তি নেই মনে— মেঘের কোণে কোণে
হাসির বাষ্প উঠছে ফেঁপে
কান পেতে তাই শোনে!
ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে
জোনাক জ্বলে আলোর তালে
হাসির ঠারে ঠারে ।
হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা
রামগরুড়ের লাগছে ব্যথা
বুঝছে না কি তারা?
রামগরুড়ের বাসা ধমক দিয়ে ঠাসা,
হাসির হাওয়া বন্ধ সেথায়
নিষেধ সেথায় হাসা।


রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা,
হাসির কথা শুনলে বলে,
“হাসব না-না, না-না!”
সদাই মরে ত্রাসে— ঐ বুঝি কেউ হাসে!
এক চোখে তাই মিটমিটিয়ে
তাকায় আশে পাশে।
ঘুম নাহি তার চোখে আপনি ব’কে ব’কে
আপনারে কয়, “হাসিস্ যদি
মারব কিন্তু তোকে!”
যায় না বনের কাছে, কিম্বা গাছে গাছে,
দখিন হাওয়ার সুড়সুড়িতে
হাসিয়ে ফেলে পাছে!
সোয়াস্তি নেই মনে— মেঘের কোণে কোণে
হাসির বাষ্প উঠছে ফেঁপে
কান পেতে তাই শোনে!
ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে
জোনাক জ্বলে আলোর তালে
হাসির ঠারে ঠারে ।
হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা
রামগরুড়ের লাগছে ব্যথা
বুঝছে না কি তারা?
রামগরুড়ের বাসা ধমক দিয়ে ঠাসা,
হাসির হাওয়া বন্ধ সেথায়
নিষেধ সেথায় হাসা।


হা হা হা ...হি হি হি.....হো হো হো

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,



হা হা হা ... =p~
হি হি হি..... B-)
হো হো হো..... :D


০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই ,
শুভকামনা রইলো।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১০:৪১

বলেছেন: আমারও কেন হাসি পায় না ..........??

০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫১

ইসিয়াক বলেছেন: ল বলেছেন: আমারও কেন হাসি পায় না ..........??
হয়তো জীবনের সুখ সাচ্ছন্দ্য আশা ভালোবাসায় ভরা জীবনের অন্তর্গত তাই।
যে জীবনে দুঃখ কষ্ট না পাওয়ার বেদনা বেশি ।অনাগত ভবিষ্যতের ভাবনা বেশি সে জীবনের মানুষগুলো সহজে হাসে ।
হঠাৎ কোন ভালোলাগার কিছুর মধ্যের সুখ স্বস্তির আশ্রয় খোঁজে তাই হয়তো সহজে হাসে , হাসি পায়.......।
আমি কিন্তু খুব হাসি .....বলা চলে বেশিই হাসি .....।আমার ছাত্ররা প্রায়ই বলে স্যার আপনি হাসছেন কেন ? আমি তার উত্তরেও হাসি । আমাকে পাগল বললে বলতে পারেন ।আমি তবুও হাসবো । তবুও হাসি .....।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: হুম।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন: কি চির সুখী মানুষ ? কেমন আছেন ? হুম মানে কি ?

১২| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

নীল আকাশ বলেছেন: কাতুকুতু পোস্ট। হাসি তো পাবেই!

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫০

ইসিয়াক বলেছেন: হাসুন ।হাসি স্বাস্থ্যের পক্ষে ভালো......।
শুভসকাল

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

নীল আকাশ বলেছেন: আমার এই সিরিজের ২টা লেখা কি পড়েছেন?
১। এক জীবনে বেশী কিছু আশা করা ভুল! ১
২। এক জীবনে বেশী কিছু আশা করা ভুল! ২
ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

ইসিয়াক বলেছেন: পড়িনি ভাইয়া। তবে সময় করে অবশ্যই পড়বো।
ধন্যবাদ

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: হাসতে হাসতে ..............শেষ।

০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

ইসিয়াক বলেছেন: যাক.......।শুনে ভালো লাগলো।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

বলেছেন: সুন্দর প্রতি মন্তব্য করার জন্য ধন্যবাদ।।।

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

ইসিয়াক বলেছেন: আপনার প্রতিটি মন্তব্যের ও আমি মুগ্ধ পাঠক ।

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসির পোস্টের জন্য ধন্যবাদ

০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

হাবিব বলেছেন: ৫ নং...... নির্মম বাস্তবতা...........

০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন স্যার।
আপনার পোষ্ট চাই । এবার নিয়মিত হবেন তো?
শুভকামনা রইলো ।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কি চির সুখী মানুষ ? কেমন আছেন ? হুম মানে কি ?

কোনো মানে নেই।

০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

ইসিয়াক বলেছেন: বুঝলাম ।

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

হাবিব বলেছেন: সময়ের সাথে পেরে উঠছি না রে ভাই........
তবে নিয়মিত না হলেও পোস্ট করবো ইনশাআল্লাহ.....

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০২

ইসিয়াক বলেছেন: শুকরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.