নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

এক স্লাইস ভালোবাসা

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯


এক স্লাইস ভালোবাসা চেয়েছিলাম তোমার
চোখে চোখ রেখে ।তুমি আগুন দৃষ্টিতে তাকালে
যেন আমায় ভষ্ম করবে এক পলকে।আমি
কি তোমার কাছে রেড ওয়াইন চেয়েছি ? তুমি
এমন করলে যেন আমি এক পাড় মাতাল
তোমায় বলৎকার করার ছল করছি ......।


শোনো মেয়ে , নূপুর পরোনা পায়ে।কেন?
তোমার নূপুরের শব্দে জেগে যাবে মার্জার ,
আমি চাইনা তুমি ধর্ষিতা হও। আমি
গৌতম ঋষি হতে পারবোনা বাবা !!আমি
নালিশ জানাতে পারবোনা, অভিশাপও দিতে
পারবোনা কাউকে।আমি কেবলি নির্বিঘ্নে চিত্তে
তোমাকে চাই.......।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

ইসিয়াক বলেছেন: শুভসকাল। আপনার দিনটা আনন্দে কাটুক।

২| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে ভালোবাসা।
শত্রুকেও যদি দিনের পর দিন ভালোবাসেন। একদিন দেখবেন শত্রু এসে আপনার কাছে এসে হাত বাড়িয়ে দিবে।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৫

ইসিয়াক বলেছেন: সঠিক উপলব্ধি! ধন্যবাদ বন্ধু।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৭

মেহরাব হাসান খান বলেছেন: ভালোবাসা আর অভিশাপ একে অপরের ব্যস্তানুপাতিক।
আপনি ছন্দে লিখুন, ছন্দই ভালো লাগে।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

ইসিয়াক বলেছেন: কেউ কেউ বলছে একঘেয়ে হয়ে যাচ্ছে ।তাই এই প্রচেষ্টা .......।
ধন্যবাদ

৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

কিরমানী লিটন বলেছেন: অপার মুগ্ধতায় মন ভরে গেলো কবি - খুব ভালোলাগা.....

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
শুভেচ্ছা রইলো

৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সঠিক উপলব্ধি! ধন্যবাদ বন্ধু।


শুকরিয়া।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা

৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

মেহরাব হাসান খান বলেছেন: লেখক বলেছেন: কেউ কেউ বলছে একঘেয়ে হয়ে যাচ্ছে ।তাই এই প্রচেষ্টা .......।

শিল্পীর কাজ শিল্প জন্ম দেয়া, এতে কার কি আসে যায় সেটা নিয়ে অতশত ভাবলে চলে?

০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

ইসিয়াক বলেছেন: তা ঠিক । ধন্যবাদ মেহরাব ভাই।
অশেষ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.