নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

খুকু

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৭


আয়রে খুকু আয়রে সোনা
আয়রে চোখের মণি ।
তুই ছাড়া কেউ নাইরে আপন ,
এই ভুবনে জানি ।

তুই যে আমার প্রানের সখা ,
সাত রাজারই ধন ।
তুই যে আমার আদর স্নেহের
অমূল্য রতন ।

তোর চোখেরই ছায়ায় আমি
নিত্য করি খেলা।
তোকে নিয়ে বাঁচতে চাই
আমি সারা বেলা ।

কথা যখন মুখে ফোটে
দিবা কিবা নিশি ।
তোর হাসিতে হৃদয় মাঝে
বাজে সুখের বাঁশি।

কি নাম দেব তোকে
ওরে আমার পাখি !
তুই যে আমার আরেক জননী ,
মা বলে তাই ডাকি।

যেদিন থেকে তুই এলিরে খুকু
আমার জীবনে,
সেদিন থেকে আমার আকাশ
আলোয় গেল ভরে ।

ভালো থাকিস খুকুরে তুই
সারাটা জীবন ।
তোর কল্যান কামনায়
সদা ব্যস্ত মন ।

চিরসুখী হও মা আমার ,
দুঃখ থাক সব দুরে ,
আল্লাহ তুমি দেখো
দাবি রইলো তোমার দরবারে ।

প্রত্যেক বাবার কাছে তার সন্তান অমূল্য রতন । সেই রকম এক বাবা তার পরম স্নেহের কণ্যার জন্য সকলের দোয়া প্রার্থি ।
তার সন্তান যেন সদা ভালো থাকে এই আকুলতায় তার মনে সবসময়।আমি সবার একটু দোয়া চাইবো বাবা ও কন্যার জন্য ।
সবার মঙ্গল হোক ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৭

বলেছেন: "" আমাদের সন্তান যেন থাকে দুধে-ভাতে।।।।

আপনি শিশুতোষ লেখায় বেশ পারদর্শিতা দেখালেন।।।
আশা করবো আপনার "শিশু ও কিশোর" বিষয়ক লেখালেখি আমাদের সমাজকে আলোকিত করবে।।

আল্লাহ সকলের মঙ্গল করুন।।।।

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় ভ্রাতা ,
দোয়া রইলো।

২| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৬

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন । সুস্থ থাকুন ।
আর প্রচুর লিখতে থাকুন......শুভকামনা রইলো।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫১

কিরমানী লিটন বলেছেন: 'জীবনে- ভরে, দূরে- দরবারে' অন্ত্যমিলে গোলমাল হয়ে গেলো। শেষ স্তবক নিয়ে আরেকটু ভাববেন। মাত্রারও কিছুটা গড়মিল আছে। এই ব্যাপার গুলো পরিশুদ্ধতা পেলে আরও সুন্দর মানোত্তীর্ণ ছড়া হয়ে উঠবে। আর ছড়া স্বরবৃত্তের হলেই বেশী সুন্দর হয়। সেক্ষেত্রে মাত্রার কম বেশী হলে লয়ের সমস্যা দেখা দেয় ছন্দও তাল কাটে। আশাকরি এসব বিষয় খেয়ালে রাখবেন।

চমৎকার বিষয় ভাবনার সুপঠিত ছড়া। আশাকরি জ্ঞান দিলাম মনে করবেন না। ভালোবেসে অভিজ্ঞতা বিনিময় করলাম। শুভরাত্রি।

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক শুভকামনা জানবেন লিটন ভাই।
শুভরাত্রি।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২

আরোগ্য বলেছেন: ছড়া বেশ সুন্দর হয়েছে। বাবা ও মেয়ে দুজনের কল্যান কামনা করি।

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । পোষ্ট পাই না ক্যান ?
আপনার পোষ্টের আশায় বসে থাকলাম.......।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

হাবিব বলেছেন: অসাম ছড়া..........

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

ইসিয়াক বলেছেন: ধন্য হলাম ।
কেমন আছেন স্যার ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.