নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আমার স্কুল জীবন

০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০


স্কুল জীবনের স্মৃতিগুলো কখনো ভোলা যায় না। আমার প্রথম স্কুল ঢাকার Maple Leaf International School তারপরের স্কুল হচ্ছে
Mohammadpur Preparatory School & College[এই স্কুলে আমি প্রথম ব্যাচের ছাত্র ছিলাম ] পরে admission নিয়ে ভর্তি হই Mohammadpur government boys' high school এই স্কুলে আমি ১৯৮২--১৯৯০ সাল পর্যন্ত অধ্যয়ন করেছি।আজ আমি এই স্কুলে অধ্যয়নকালে কিছু মজার ঘটনা শেয়ার করতে চাই । আমরা স্কুলে প্রচুর মজা করতাম খেলা করতাম। অনেক বন্ধু ছিলো আমার ।এদের সবাইকে আমি হারিয়ে ফেলেছি তবু এদের নাম আমার মনে আছে বিদ্যুৎ,সাব্বির,রম্য, জয়,মেহেদী,জুবায়ের,রবিন,মোহাম্মদ আলী ,লিটন,দীপন,ছোটবাবু,সামস,জাহিদসহ আরো অনেকে এছাড়া আমার সবচেয়ে প্রিয় ছিলো রায়হান সে এখন কানাডা প্রবাসী সে খুব ভালো রবীন্দ্রসংগীত গাইতে পারতো । কি একটা বিষয় নিয়ে যেন ওর সাথে আমার ঝামেলা হলো আমরা আঢ়ি নিলাম এর মধ্যে আমার প্রচণ্ড শরীর খারাপ হওয়াতে আমি বেশ কয়েকদিন স্কুলে গেলাম না যেদিন স্কুলে গেলাম শুনলাম সে তার বাবামায়ের সাথে কানাডা চলে গেছে। আমার খুব কষ্ট হলো এখনো কষ্ট হয় ওর জন্য , ওকে সরি বলতে খুব ইচ্ছা করে ্একজীবনে সবসময় মানুষের সব ইচ্ছা পূরন হয়না ........খেলা ক্লাস আড্ডা করতে করতে অনেক মজার উক্তি ব্যবহার করতাম । আবার শিক্ষক গণ আমাদের উদ্দ্যেশ্য করে অনেক কথাই বলতেন ।সেই সব তিতা মিঠা কথার কিছু অংশ এখানে তুলে ধরছি।
ক্লাস সিক্স
আমাদের জনপ্রিয় উক্তি
@আজকে টিফিনে কি রে?
@এখন কোন ক্লাস?
@হেডমিস আসতাছে,দৌড়া, ক্লাসে চল।
@ তোর টিফিনটা আমারে দিবি দোস্ত ?
@ মামা এক টাকার ঝাল মুড়ি দেও।
@কারেন্ট গেলেই মজা লাগে।
@ দোস্ত আজকে এক সাথে বাসায় যাবো।
@হেড ফোনে কাজ করে না ক্যান
@ ভিউ কার্ড কিনবি?
@আয় চল লটকন খাই।
@জলিল স্যার আসতাসে....।টাইগার জলিল ,পড়া না হইলে খবর আছে?
স্যারের উক্তি
@ সবাই দুই জন করে বসো।
@তোদের মতো ব্যাচ আমি এর আগে দেখি নাই,৩ মাস হইয়া গেছে এখন ও রোল জানে না।
@আমার কোচিং এ পড়বি,নাইলে ফেল।
ক্লাস সেভেন
আমাদের জনপ্রিয় উক্তি
@মেইন পয়েন্টে হাত দ্যেস ক্যা?
@স্যাররে কমু কইলাম ।
@ দোস্ত চল বারান্দায় যাই।
@আমার ব্যাগ দিয়া কে বেঞ্চ মুঝছে কে?
@আমারে একটু খাওয়াইবি দোস্ত ।
@চল দাড়িয়া বান্দা খেলি।
@আম্মায় অসুস্থ বুঝলি দোস্ত একটু ও পড়বার পারি নাই পরীক্ষায় তোর হেল্প চাই দোস্ত ।
@কাল টিভিতে নাটক দেখসছ ।
স্যারের উক্তি
@ তোরে লাল ফিতা দিছে কে?তুই captain হওয়ার যোগ্য না।
@টিফিন এর জন্য স্কুলে আসে এরা।
@কে কে বই আনোস নাই, দাঁড়া।
@তোরে না ক্যাম্পের মধ্যে ঘুরঘুর করতে দেখলাম ।
ক্লাস এইট
আমাদের জনপ্রিয় উক্তি
@ তোর টিফিনটা আমারে দিবি দোস্ত ?
@হা হা হা দোস্ত তোর দেহি সদর দরজা খোলা ....। সাইজ তো ভালোই !!!
@তোর নজর এতো খারাপ ক্যা ?
@ ওই,ওই,চুপ থাক।
@কথা কি ঠিক না বেঠিক।
@ চল দোস্ত পাঞ্জা লড়াই খেলি।
@ আজকে জাকিয়া ম্যাডাম এর ক্লাস আছে।
@ওই দেখ মাউরা আসছে।
@ স্যার আজকে ডাবল টিফিন দিয়েন।
@হাপ ফু..হানেফ স্যার
@ হাফ লেডিস ..।
স্যারের উক্তি
@কালকে Guardian না নিয়া আসলে ক্লাস থেকে বের করে দিবো।
@ চুল এতো বড় কেন? আজকে তোর চুলে ঝুঁটি করমু।
@ক্যাম্পে থাকোস?
@কে কে ক্যাম্পে গিয়া বিড়ি খাস হাত তোল !
@ কান ধইরা বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক।
ক্লাস নাইন
আমাদের জনপ্রিয় উক্তি
@আমার জন্য জায়গা রাখবি।
@ বৃষ্টি নামছে ফুটবল নিয়ায়।
@বুকে কলিজা থাকলে ছুটির পর পতাকার নিচে দাড়াইস।
@আজকে সিনেমা দেখুম টিফিন টাইমে স্কুল পালামু।
@ ঘন্টা দেয় না ক্যান ভাই।
@ ওই,ওইইই তুই দাঁড়া,দাঁড়া।( পাগলা)
@টয়লেট এর জুতা পরে স্কুলে আছসোস কেন?
@স্যার খালি মেইন পয়েন্টে হাত দেয়।
@ঠোলা রে ঠোলা গলায় জুতার মালা।
@এরশাদের দুই ঘালে জুতা মারো তালে তালে ।
@কালকের হুমায়ুন আহমেদের নাটক দেখেছিলি ?
@দোস্ত পানি আছে।
স্যারের উক্তি
@ কিরে স্কুলে আইসা ঘুমাছ কেন?
@৫০০ বার কান ধরে উঠ-বস কর।
@প্র্যাকটিক্যাল এ ফেল করাইয়া দিবো।
@ওই যা চক নিয়ায়।
@কে কে ডায়েরি আনোস নাই?
ক্লাস টেন
আমাদের জনপ্রিয় উক্তি
@এই দোস্ত Biology প্র্যাকটিক্যাল খাতা টা দিবি।
@আজকে ভাইরাস গাডে পরছে আজকের পরীক্ষা ফেল।যা পড়ে আসছিলাম তা ও ভুলে গেছি।
@সারারাত ঘুমাইতে পারি নাই । শুধু টাটায়.....।...।মাল ফালায় দিলেই হয়।
@আজকে তারিখ কতো দোস্ত।
@কি কমু দোস্ত বডি শুধু কারেন্ট হইয়া যায় ।
@জেনেভা ক্যাম্পে আগুন লাগবো কবে।
@এইবার ও কি বন্যা হইবো ।
@আমার paragraph টা একটু লিখে দিবি দোস্ত।
@মনে লয় প্রেম করতাছস
@স্কুল আর ভালো লাগে না চল টিফিনে পালাই .।শ্যামলী হলে ববিতার ছবি লাগাইছে.......অবুঝ হৃদয় । ববিতা জাফর ইকবাল।
@মোর সিগারেট !খাবি?
@স্যার বেঞ্চের নিচে মাথা দিয়ে গল্পের বই পড়ে।
@এই তুই ফাজিল ছবি পকেটে নিয়া গুরস ক্যান। তোর থাড়াইবো না তো আমার থাঢ়াইবো?
৥ভাই তোর ৩এক্স পিকচার বইটা দিবি ?
@জাইগোট কি ম্যাম ?
স্যারের উক্তি
@ টেস্ট এ পাশ না পারলে এসএসসি দিতে দিবো না।
@২০ তারিখের পর আর প্র্যাকটিক্যাল signature করবো না।
@ টেস্ট এ এমন question করমু যে মুইত্যা দিবি ।
@তোদের science দিছে কে তোরা তো commerce পড়ার ও যোগ্য না।
@ কয় মাস পর স্কুলে আছসোস।
@কয় বিষয় ফেল কইরা ক্লাস 10 এ উঠসোস।
@শয়তানের মতো হাসবি না।
@প্যান্ট ঠিক কইরা পইরা আসবি !
@Question নিয়া টয়লেটে গেছোস কেন?




মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

হাবিব বলেছেন: "দোস্ত পানি আছে" কি স্যার বলে??? কি সাঙ্গাতিক!!

০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

ইসিয়াক বলেছেন: হা হা হা.......
ভালো থাইকেন ।
শুভসন্ধ্যা

২| ০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমরা প্রিপারেটরী স্কুলে ছোঁয়াছুঁয়ি খেলতাম। হোসনে আরা ম্যাডাম, নিগার নাজনীন ম্যাডামের কথা এখনো মনে আছে।

উক্তিগুলো দারুণ। :)

০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

ইসিয়াক বলেছেন: প্রিপারেটরী স্কুলে আমার অনেকগুলো বান্ধবী ছিলো।একজনের নাম মনে পড়ছে তাহেরা।
খুব মজার ছিলো দিনগুলো।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

কিরমানী লিটন বলেছেন: খুব মজা পেলাম স্কুল জীবনের স্মৃতির রোমমন্থনে। উক্তিগুলিও দারুন ছিল......

০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।

শুভসন্ধ্যা

৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: একখান চমৎকার পোষ্ট দিয়েছেন।
খুব ভালো লাগলো।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই ।
সুন্দর ও নির্বিঘ্ন হোক আপনার যাত্রা ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১১

সোনালী ডানার চিল বলেছেন: স্কুলের স্মৃতিগুলো সব খুব কাছাকাছি!
পোষ্ট ভালো লাগলো-

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা প্রিয় কবি
শুভকামনা রইলো।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৪

শিখা রহমান বলেছেন: ইসিয়াক নস্টালজিক করে দিলেন। তবে আমাদের অল গার্লস স্কুলের কথাগুলো অবশ্যই অন্যরকম ছিলো। :)

পোষ্টে ভালোলাগা রেখে গেলাম কবি। জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোতে ফিরিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
এ ধরনের একটি পোষ্ট কিন্তু আপনি ও দিতে পারেন। আপনার অল গার্লস স্কুলের কথাগুলো অবশ্যই আমরা জানতে চাই ।
অপেক্ষায় রইলাম ......
শুভকামনা রইলো।

৭| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০০

মা.হাসান বলেছেন: এরশাদের দুই গালে চুমা খাও ( :P ) তালে তালে আমরাও শুনেছি, কড়া স্কুল, বলার উপায় ছিলো না। প্রিপারেটরি স্কুলের পাশেই তো একটা গার্লস স্কুল ছিলো, আপনার বর্ননায় আসলো না কেন? ভাবি কি ব্লগ পড়েন? আপনি তো সাধু ছেলে, স্কুল পালিয়ে ববিতার সিনেমা দেখতেন, আমরা তো এক টিকেটে দু...

১০ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৫

ইসিয়াক বলেছেন: আমি ছিলাম স্কুলের প্রতিবাদি ছেলে।টিচার না থাকলে ফাজিল গল্প বলে[এইট,নাইন,টেন] শান্ত করে রাখা হতো । আমি আর মোতাহের তীব্র প্রতিবাদ করতাম !!!!!!হা হা হা.......এক টিকেটে দুই ছবি অনেক দেখেছি তবে ঢাকায় না যশোরে এসে । তসবীর মহলে।
একবার তো এক মামার সামনে পড়ে গেছিলাম .....
শুভসকাল

৮| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬

নীল আকাশ বলেছেন: ড্যাল মে কুছ ক্যলা হ্যায়। সব কিছু মনে হয় আসে নি। সাথের কয়েকটাকে রেশমার কাছে পাঠিয়ে রিমান্ডে নিলেই বাকি সব বের হয়ে আসবে। শুধু ক্লাসের ম্যাডামদের নামই মনে থাকে?
অফ টপিকঃ এত কিছু মনে থাকে কিভাবে?
লেখা ভালো লেগেছে। ছবি গুলি আরও দারুণ!

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে । আরো অনেক কিছু মনে ছিলো।নারী ব্লগারদের বাধার মুখে পড়র, ভয় আছে ।তাই প্রেম ও ছ্যাকা বিষয়ক উক্তি গুলো বাদ দিয়ে দিয়েছি। হা হা হা .....
শুভকামনা রইলো।

৯| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... ইসিয়াক ভাই, আপনি তো স্বাধীন বাংলাদেশের ঐতিহাসিক স্বৈরচার বিরোধী আন্দোলনের সাক্ষী!

এমন কিছু কথা আমরাও অবশ্য স্কুল লাইফে বলেছি। তবে আমাদের মধ্যে ফার ক্রাই, আয়রনম্যান, জিটিএ সিরিজের গেম; কম বাজেটের গেমিং কম্পিউটার.... এইসব নিয়া বেশি পণ্ডিত চলতো।

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

ইসিয়াক বলেছেন: আপনার মন্তব্যে প্রীত হলাম।
নিশ্চয় ভালো আছেন?
ভালো থাকুন সবসময়।

১০| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

মা.হাসান বলেছেন: তসবির মহল কি আছে না বন্ধ হয়ে গেছে? মনিহার নাকি বন্ধ হয়ে গেছে?
একবার রেলিগেটে গেছিলাম, মামা একটা বাড়ি দেখিয়ে বললো মনিহারের মালিকের বাড়ি। ওনার নাকি অঞ্জু ঘোষকে বিয়ের খুব শখ ছিলো।
হায় অঞ্জু ঘোষ, তুমিও বুড়ি হইয়া গেলা, জীবনে বাঁচিয়া আর কি হইবে।

১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

ইসিয়াক বলেছেন: পোষ্টার তো শহরে দু ‘টো হলেরই দেখি । চলছে মনে হয় খুড়িয়ে খুড়িয়ে। মনিহারের শেষ ছবি দেখেছি হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি । সে তো বহু বছর হয়ে গেলো।

১১| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

বলেছেন: এতকিছু মনে থাকে কিভাবে???
আপনার মেধার প্রমাণ পাওয়া গেলো।।।++++

স্কুল পালালে বুদ্ধি বাড়ে...........

১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

ইসিয়াক বলেছেন: খুব বেশি স্কুল পালাতাম না অবশ্য ।তবে মারাত্মক চুপচাপ কিন্তু দুষ্টুর শিরোমনি ছিলাম।।

১২| ১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: সে একদিন ছিল আমাদের
শৈশবের কোমলতা।
পোস্ট নিয়ে আর কিছু বলার নেই। শুধু মনে হয় দিনগুলো ছিল সোনাঝরা রৌদ্দুর ।
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬

ইসিয়াক বলেছেন: হা হা হা পদাতিকদা ....।প্রিয় লতিফ ভাই এর অনুরোধে লিখলাম ।
আমি কিন্তু এমনিতে মুখচোরা লাজুক আবার দুষ্টু বুদ্ধির বালক ছিলাম..... । কি বুঝলেন ।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

সোহানী বলেছেন: অনেক দিন পর স্কুল স্মৃতি মনে পড়লো....+++

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু ।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৫

আরোগ্য বলেছেন: আহা কি সময় ছিলো। জীবনকে সোনালী দিনগুলো স্মৃতির পাতায় অমর হয়ে থাকবে।

১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা প্রিয় ছোট ভাই।
কি করে বুঝলাম ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.