নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

টুকটাক কাব্য

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৭


অতৃপ্ত প্রেমিকা
সত্য ভালোবাসা বুঝি এমনই তো হয় ।
যত দোষ ভুল ত্রুটি আড়ালে ই রয় ।
রহস্যময় ভালোবাসার তীব্র নেশায়,
প্রতি পলে নিজেরে শুধুই বিলায় ।
অবুঝ প্রেমিক তবু হাত না বাড়ায় ,
গল্প শেষে অতৃপ্ত প্রেমিকার দেহটি মাটিতে লুটায়।।

অভিমান
বয়ে যাওয়া সময়ের হাত ধরে তুমি বহমান ,
বুঝি আমি সবই বুঝি, কোথায় তোমার টান !
চুপিচুপি এসেছিলে ,আমারো দ্বারে -
আমি সবটুকু পেরে গেছি জানতে।
কেন এই মৌনতা লুকোছাপা বুঝিনি হায়!
তবু কেন জানি কখনো চাইবোনা শুনতে।।

দীর্ঘশ্বাস
তাল ছন্দে সুর আনন্দে
কাব্য কথার মধুর গন্ধে ।
হারানো যত কথামালা
এক সূত্রে হোক গাঁথাপালা ।
দিনে দিনে হারায় যত
প্রিয় সুর ,প্রিয় বানী
হৃদয়ের যত দীর্ঘশ্বাস
তার পিছু নেয় তা ও জানি ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

সোনালী ডানার চিল বলেছেন: আপনার কবিতার বিষয় আমাকে সবসময় মুগ্ধ করে-
তবে মাঝে মাঝে ছন্দমিলের আবর্তে হোচট খাই-
কবি, মিলের ব্যাপারটি কি সর্বদা হলেই নয়!!

শুভকামনা, আশা করি মন্তব্যে ব্যথিত হবেন না!

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫

ইসিয়াক বলেছেন: প্রিয় কবি ,
প্রথমেই আমি বলতে চাই আমি কবিতার ”ক” বুঝিনা ।
কিন্তু কবিতা লিখতে খুব ইচ্ছে করে । বলা চলে আমার ভেতর থেকে কেউ লিখিয়ে নেয় ।
তাই যা মনে আসে তাই লিখি .....সত্যি সত্যি বললাম ।
আপনার মন্তব্য পেলে বরাবর ভালো লাগে ।
আজও ভালো লাগলো ...।ধন্যবাদ

২| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

হাবিব বলেছেন: কবি ভাই, কবিতা ভালো হয়েছে.... ১ নং মন্তব্য আমি সমর্থন করছি

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

ইসিয়াক বলেছেন: আমায় কি করতে হবে প্লিজ ফেবুতে ইনবক্স করুন ।
আমি ধরতে পারছিনা।
অনেক ধন্যবাদ

৩| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১

কালো যাদুকর বলেছেন: শেষ অংশটি ভাল লেগেছে অনেক।

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

ইসিয়াক বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম ।
ধন্যবাদ ও শুভকামনা রইলো

৪| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

নুরহোসেন নুর বলেছেন: অসাধারন!
মিল অমিল মিলেই কবিতা, ভাল লাগলো।

১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

ইসিয়াক বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম ভাইয়া।
মন্তব্যে প্রীত হইলাম।

৫| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪

হাবিব বলেছেন: মানে বলতে চাচ্ছিলাম, সবসময় বাক্যের শেষে অন্ত্যমিল প্রয়োজন নেই। অনেক সময় অন্ত্যমিল কবিতার সৌন্দর্য ক্ষুন্ন করে। আশা করে বুঝাতে পেরেছি। ১ম মন্তব্যকারীও এ কথাই বলেছেন।

১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় স্যার ,
কি খাবেন বলেন?
বার্গার আর কোক চলবে ?

৬| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩

শেহজাদী১৯ বলেছেন: ভালোবাসা অন্ধ।

১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

বলেছেন: হাবিব স্যার ইজ ব্যাক।।।।

টুকরো হলেও ভাবে জটিল কবিতায় মুগ্ধতা।।।

১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

ইসিয়াক বলেছেন:

৮| ১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

হাবিব বলেছেন: বার্গার আর কোক দুটোই লাগবে :-B :-B

১০ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

ইসিয়াক বলেছেন: তো চলুক হয়ে যাক.....
শুভসন্ধ্যা

৯| ১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে। তবে শেষ অংশটি বেশি ভালো লেগেছে।
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।

১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

ইসিয়াক বলেছেন: অনেকদিন পরে মম্তব্য পেয়ে ভালো লাগছে।
শুভকামনা রইলো দাদা।
শুভসন্ধ্যা

১০| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবি সোনালি ডানার চিলের মন্তব্যের প্রতিউত্তর পড়ে মনে হচ্ছে, আপনিও সৌখিন লেখক, আমার মতো।

যখন যা ইচ্ছে, যা মনে আসে লিখে ফেলেন; ভালো। তবুও কবি সোনালি ডানার চিলের মতো আমার অভিজ্ঞতা থেকে বলবো, কবিতায় ছন্দ, অন্ত্যমিল ইত্যাদি ঠিক রাখতে গিয়ে মাঝেমধ্যে ভাব হালকা হয়ে যায়।
ছন্দের চাইতে ভাবনা ঠিক রাখাটা জরুরি। আমি সেটাই করি।

শুভকামনা ইসিয়াক ভাই।

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২২

ইসিয়াক বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই ।
শুভকামনা রইলো ।
ধন্যবাদ

১১| ১১ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:







১১ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:২২

ইসিয়াক বলেছেন:

১২| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

নীল আকাশ বলেছেন: অফিসের কাজে ফাঁকে লিখছি তাই সংক্ষপে দিলাম। আমি সময় করে ইনবক্সে কয়েকটা বিষয় আপনাকে পাঠিয়ে দেব।
পারলে ছন্দ মিলিয়ে লেখা এড়িয়ে চলুন। ছন্দ মিলাতে যেয়ে ভাবের পরিপূর্ণ বিকাশ হয় না, অনেক ক্ষেত্রেই।
আধুনিক কবিতায় ছন্দ মিলাতেই হবে সেটা জরুরী না।

১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।
শুভকামনা রইলো ।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

শাহারিয়ার ইমন বলেছেন: কবিতা লিখলেই কি কবি হওয়া যায় ?

১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

ইসিয়াক বলেছেন: আমিতো নিজেকে কবি বলে দাবি করিনি ? লিখতে ইচ্ছা হয় তাই লিখি।
পাঠে ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ।
ধন্যবাদ।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩

শাহারিয়ার ইমন বলেছেন: আপনি কবি কিনা সেজন্য আমি এ প্রশ্ন করিনি ।আমিও কবিতা লিখতাম ,এখন লিখিনা তেমন । কবি সম্পর্কে আপনার ধারনা কি ?

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

ইসিয়াক বলেছেন: কবি সেই ব্যক্তি বা সাহিত্যিক যিনি কবিত্ব শক্তির অধিকারী এবং কবিতা রচনা করেন। একজন কবি তাঁর রচিত ও সৃষ্ট মৌলিক কবিতাকে লিখিত বা অলিখিত উভয়ভাবেই প্রকাশ করতে পারেন। একটি নির্দিষ্ট প্রেক্ষাপট, ঘটনাকে রূপকধর্মী ও নান্দনিকতা সহযোগে কবিতা রচিত হয়। কবিতায় সাধারণত বহুবিধ অর্থ বা ভাবপ্রকাশ ঘটানোর পাশাপাশি বিভিন্ন ধারায় বিভাজন ঘটানো হয়। কার্যত যিনি কবিতা লিখেন, তিনিই কবি। তবে বাংলা ভাষার প্রধানতম আধুনিক কবি জীবনানন্দ দাশ বলেছেন, “সকলেই কবি নয়, কেউ কেউ কবি”।অর্থাৎ কবিতা লিখলেই বা কবি অভিধা প্রাপ্ত হলেই কেউ “কবি” হয়ে যান না।
ধন্যবাদ
আপনার প্রশ্ন আমার ভালো লেগেছে। সাথে থাকুন

১৫| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩

শাহারিয়ার ইমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই ।

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

ইসিয়াক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা রইলো।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধ হলাম 'ভোরের পাখি'।

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

ইসিয়াক বলেছেন: কেমন আছেন ভাইয়া ?

১৭| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১২

কিরমানী লিটন বলেছেন: সত্যিই অসাধারণ লিখেছেন কবি- অভিবাদন রইলো....
++++++++

১২ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:১১

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
মন্তব্যে মুগ্ধতা ।
সুপ্রভাত

১৮| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন ভাইয়া ?

একেবারেই ভালো না

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

ইসিয়াক বলেছেন: কেন কি হলো?যা হোক কবিতা পাই না কেন ?
কবিতা চাইইইইইইইইইইই।

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.