|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমি রাগ করিনি কারণ আমি জানি ,
আমার রাগের কোন মূল্য নেই, তোমার কাছে ।
কতটুকু  দুঃখ জমা হয়েছে মনে, 
কত কষ্ট সয়েছি গোপন গোপনে ,
একবারও তুমি ভেবে দেখোনি ।
তুমি মনে রাখোনি ,আমায় তুমি মনে রাখোনি
তবু আমি রেখেছি তোমায় মনে । 
তোমার সাথে কত ভিজেছি নিঝুম বর্ষাতে
কড়ারোদে হেটেছি অকারণে....  
আমি মনে রেখেছি ,তুমি মনে রাখোনি
হাহাকার আর শুন্যতার,
কোন  খবর রাখোনি-দেখোনি চেয়ে..।
তুমি মনে রাখোনি ,  
ফুচকা খেতে খেতে নাকে উঠে গেল ঝাল ,
আমি সযতনে তোমায় সামলেছি ।
তুমি মনে রাখোনি । 
অচেনা শহরে তুমি একা 
আমি পাশে ছিলাম তুমি মনে রাখোনি 
তোমার সব মিছে ছলনা ছিলো কিনা আমি বুঝিনি ! 
ভালোবাসার চাদরখানি দিয়েছিলাম জড়িয়ে, 
এঁকেছিলাম কত স্বপ্ন তোমায় নিয়ে
তুমি ও তো দিয়েছিলে  স্নেহের পরশ
ব্যাথিত এই অধরে 
সব কি ছিল  তবে ভুল ,
অভিনয় ?    
আমার তা মনে হয়নি , 
কেন তবে তুমি মনে রাখোনি  
আমি মনে রেখেছি তুমি মনে রাখোনি...।  
আমায় তুমি মনে রাখোনি.......। 
সব জানতে তো তুমি কোথায় আমি-
কোথায় আমার দূর্বলতা,
কষ্ট দিয়ে আমায় মনে-
দূরে গিয়ে সঙ্গোপনে,
দু’হাত ভরে দিয়েছ আমায়
পাহাড় সমান দুঃখ-ব্যথা .....।  
আমি মনে রেখেছি তুমি মনে রাখোনি...।  
আমায় তুমি মনে রাখোনি.......।
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০  ১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৫
১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা সেলিম আনোয়ার ভাই ।
ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।
২|  ১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৭
১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কেউ কাউকে মনে রাখে না। সুন্দর হয়েছে
তবে আপনার প্রোফাইল পিক বদলান তো । তাকালেই দেখি চোখ টিপ মারতাছেন হুহ
  ১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪০
১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪০
ইসিয়াক বলেছেন: আচ্ছা বদলাবো আপু ।
এবার নিজের পিক দেবো। 
অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ আপু
৩|  ১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৩
১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৩
হাবিব  বলেছেন: 
জগতের সবকিছু প্রয়োজনে হয়
দরকার ফুরালে কেউ কারো নয়
  ১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:১৪
১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:১৪
ইসিয়াক বলেছেন: অসাধারণ মন্তব্য
৪|  ১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫০
১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ থ্যাংকিউ থ্যাংকিউ
  ১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:১৫
১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:১৫
ইসিয়াক বলেছেন: ওয়েলকাম। ওয়েলকাম। ওয়েলকাম।
৫|  ১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
---------------------
রাত্রি নামে, আমার ঘামে
ভোরের বেলা ,আপন মনে
সূর্যটা দেয় উঁকি,
সবাই যে যার রাখলো কথা
তুমিই দিলে ফাঁকি! 
-----------------------
কবিতায় ভালো লাগা।
  ১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:১৭
১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:১৭
ইসিয়াক বলেছেন: 
ভালো থাকুন ভাইয়া । 
কবিতায় মুগ্ধতা।
৬|  ১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:৫৯
১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:৫৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: এতো দুঃখ মেনে নেয়া যায় না।
  ১৩ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৬
১৩ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৭|  ১৩ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৩৮
১৩ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৩৮
নীল আকাশ বলেছেন: কত লেখেন আপনি? প্রায় প্রতি দিনই একটা করে  পোস্ট দেখি! হাবীব স্যারও ফেইল!  
 
পুরো কবিতাটা আরও সংক্ষেপে লেখা যেত। 
ধন্যবাদ।
  ১৩ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:০১
১৩ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:০১
ইসিয়াক বলেছেন: একটানে লিখেছি ক্লাস নেয়ার ফাকে[off period] এ। 
আপনি ঠিকই বলেছেন। ছোট করে লেখা যেতো। আমার এক কলিগ ভীষণ প্রতারণার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। 
তার কষ্টটা নিজের মনে করে লিখেছি.....।
৮|  ১৩ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:১৩
১৩ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:১৩
নীল আকাশ বলেছেন: নিন আজকে আমার লেখা সেরা ডায়ালগ- সম্রাট ভাইকেও বলে এসেছি। 
প্রেমিকারা প্রেম করে ছেলেদের সাথে আর বিয়ে করে মধ্যবয়স্ক ধনী টাকাওয়ালা পুরুষদের।
এরা তো নিজেদের ভাগ্য বদলাতেই ব্যস্ত। অন্যেরটা বদলাবে কখন? সময় কই?  
  ১৩ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:২৯
১৩ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:২৯
ইসিয়াক বলেছেন: হা হা হা .....দারুণ ডায়ালগ ।
৯|  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:১৬
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: যথাসময়ে আমি আপনার কবিতা গুলো পড়তে পারি নি। 
ঢাকায় ছিলাম না বলে। 
আমি চলে এসেছি। আর কোনো সমস্যা নাই। 
  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৮
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৮
ইসিয়াক বলেছেন: আচ্ছা ধন্যবাদ। 
কবিতা কেমন হলো ?
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:২৫
১৩ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+