|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
ছেলেটি ভাবুক ,
তার কোন দুঃখ নেই ,মনে মনে জাগতিক যত স্বাদ তার নেওয়া হয়ে গেছে ,
ভাবুক মনের কল্পনায় ।
গাছের নতুন পাতা যেমন আলোর ছটা খেলে যায় , তেমনি তার হৃদয়ে সর্বদা
বহতা নদীর মত চঞ্চলতা ছুয়ে যায় ………………
তার রাত্রির বুকে মাতাল ঘুম ,
তার জগতে চাঁদের আলো যদিও খুব স্নিগ্ধ ।
শুধু তার শারীরিক  ভাজে ভাজে রয়েছে অসহিষ্ণু যৌবনের জ্বালা ।
মধ্যরাতের গল্প কথায় বার বার শুধু টোকা দেয় উষ্ণ উত্তাপ!
হঠাৎ উথলে ওঠা জল নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে চায় ,
কিন্তু পথ হারা নদীর মতো বার বার পথ হারায়………..দুরন্ত যৌবন ।
প্রেমিক মনের ছোয়া তার জীবনে শুধু অধরাই রয়ে যায় ।
এদিকে গাছ ফুল লতা পাতা কেবলি বলে……….
এসো বলিকারা , এসো প্রেমিকারা নব অবগাহনে এসো স্নান করবে এসো……. 
দেবদূত যে তোমারই প্রতীক্ষায় প্রহর গুনছে......।
 ২৪ টি
    	২৪ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:০৭
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:০৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। 
শুভকামনা রইলো।
২|  ১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:২৭
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: কল্পনায় আকাশে উড়া ভাবুক ছেলেটিও মধ্যরাতে জাগতিক হয়ে ওঠে
আহা রাত! 
আহ যৌবত!
  ১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৩০
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৩০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভাইয়া।
৩|  ১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৮:০৪
১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৮:০৪
নুরহোসেন নুর বলেছেন: রাত গভীর হয় মনের গহীনে বাড়তে থাকে গুপ্ত আশা।
  ১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:১০
১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:১০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ,
ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা ।
৪|  ১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৮:৩৮
১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৮:৩৮
নীল আকাশ বলেছেন: ছবি দুর্দান্ত লেগেছে। মারহাবা। 
আপনার জন্য দেয়া আমার পোস্ট তো বেশ কাজে লেগেছে দেখছি!
  ১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:১১
১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:১১
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা !কৃতজ্ঞতা !!কৃতজ্ঞতা !! 
অশেষ কৃতজ্ঞতা  নীল আকাশ ভাই ।
৫|  ১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:০৯
১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চরম চরম !! ++
  ১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:১৩
১৪ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:১৩
ইসিয়াক বলেছেন: সকাল সকাল মন তো পাগল করে দিলেন ভাই....। 
৬|  ১৪ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:১২
১৪ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:১২
হাবিব  বলেছেন: 
ভাবনার জগতে না পড়ুক ছেদ
না থাকুক সেথা কোন দ্বন্দ্ব ও ভেদ
  ১৪ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:২১
১৪ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:২১
ইসিয়াক বলেছেন: দোয়া রাখবেন হাবিব স্যার
৭|  ১৪ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫০
১৪ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৫০
কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগা - অসাধারণ লিখেছেন কবি- শুভকামনা.....
  ১৪ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৫
১৪ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
৮|  ১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:০৮
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:০৮
অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার
  ১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:১৪
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:১৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। 
শুভরাত্রি
৯|  ১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:১৭
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:১৭
শিখা রহমান বলেছেন: কি দারুণ!! শেষের দু'লাইনে মুগ্ধতা আর মুগ্ধতা।
শুভকামনা ও শুভরাত্রি কবি। মেঘবালিকারা স্বপ্নে আসুক।
  ১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:২১
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:২১
ইসিয়াক বলেছেন: কেমন আছেন আপু ? 
ভালো থাকুন সবসময়। 
অনেক ধন্যবাদ। 
১০|  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৮
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৮
নার্গিস জামান বলেছেন: দূর্দান্ত সুন্দর। 
  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:০০
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:০০
ইসিয়াক বলেছেন: আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা রইলো।
১১|  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৪
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৯
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৯
ইসিয়াক বলেছেন: ঘুরে ঘুরে না বেড়িয়ে ...পোষ্ট দেন ।
১২|  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৫
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: বন্ধু,
এসে দেখি মন্তব্যের ঘরে আমার ছবি আপনি পোষ্ট করেছেন। আমার ভীষন লজ্জা লজ্জা লাগছে।
  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৭
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৭
ইসিয়াক বলেছেন: লজ্জা নারীর ভূষণ পুরুষের নয়। 
ব্লগের সবাই আপনাকে মিস করছিলো। তাই আপডেট দিলাম ...।হা হা হা..।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:০৪
১৩ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! মধ্যরাতে প্রেমিকারা। অবগাহনের রোমান্থন ভালো লাগলো।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।