|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
     
This is the moment in life  
I'm tired of going now  
As much as the bottom of the heart 
Something to ask for is not available  
Yet this is the color of life   
The only resort to survive  
জীবনের রঙ 
জীবনের এইটুকু ক্ষণ ,
যেতে যেতে হঠাৎ ক্লান্ত এখন ।  
হৃদয়ের অতলে যত চাওয়া ,
কিছু চাওয়া আর হলো না পাওয়া ।
তবুও  জীবনের এই যে রঙ ,  
বেঁচে থাকার এক মাত্র অবলম্বন। 
কবিতাটি আমার প্রিয়  এ, কে, এম, রেজাউল করিম, স্বপন ভাইকে  উৎসর্গ করলাম  
যার দৃষ্টি আকর্ষন করার জন্য আমি আবার কবিতা লেখা শুরু করি । 
যার মাধ্যমে আমি সামু ব্লগের সন্ধান পাই 
কৃতজ্ঞতা স্বপন ভাই
 ২৪ টি
    	২৪ টি    	 +৭/-০
    	+৭/-০  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:০৪
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:০৪
ইসিয়াক বলেছেন: মনটা ভরে গেল আপু । 
অনেক অনেক ধন্যবাদ
২|  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:০২
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:০২
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতার ছোট্ট! কিন্তু রঙে রঙিন। 
বর্ণময় হোক আপনার চৌহদ্দি। 
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:১১
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:১১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা । 
শুভরাত্রি
৩|  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:১৯
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:১৯
মা.হাসান বলেছেন: ছবিটা বড় সুন্দর । অনুরোধ থাকলো,  সময় পেলে, ছবিটা  বড় করে দেয়া যায় কি না পরীক্ষা করে দেখবেন। ইমেজার ( https://imgur.com/ ) ব্যব হার করতে পারেন। এর উপর কাজী ফাতেমা ছবি আপার পোস্টটা দেখতে পারেন--
সামুতে বড় ছবি পোস্টে সমস্যার সমাধান...(আমি যেভাবে ছবি পোষ্ট করি)   
তবে অ্যাকাউন্ট খোলা লাগবে না, আমি অ্যাকাউন্ট না খুলেই ইমেজার ব্যবহার করি।
  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:২৩
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:২৩
ইসিয়াক বলেছেন: হাসান ভাই 
কবিতা কেমন হইলো কইলেন নাতো? 
ছবি তো চুরি করা হা হা হা .....  ছবিটারে ই সুন্দর লাগলো ! 
৪|  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৩০
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৩০
মা.হাসান বলেছেন: কবিতা কেমন হইলো কইলেন নাতো?  
কবিতা বোঝার মতো বুদ্ধি যে আমার নাই ভাই   
 
ভুল কইরা কবিতা পইড়া ফালাইলে ঐ দিন আমার আত্মহত্যা করতে ইচ্ছা করে।
এমন কবিতার আলো
মরি যদি সেও ভালো।
  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৩৫
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৩৫
ইসিয়াক বলেছেন: কবিতা তো ভালোই লেখেন ।
দুলাইনের হইলেও সুনদর হইছে । 
তবে আত্মহত্যার ডর দেহাইয়েন না। ভয় পাইছি ।
জয় পেঁয়াজের জয় ! 
জয় হাসান ভাইয়ের জয় !!!
৫|  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৩৮
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৩৮
মা.হাসান বলেছেন: ভাইরে, যদি কোনদিন ব্লগ কবিতা মুক্ত হয় সেইদিন আমি ঢাকা শহরে ব্যান্ড পার্টি নামামু, কয়া রাখলাম।
  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৪৮
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৪৮
ইসিয়াক বলেছেন: সাথে লইয়েন হাসান ভাই। 
হের লাইগ্যা তো পদ্য ছাইড়া গদ্যে ঢুকতাছি। 
কবিতা অহন কেউ খায় না কি কন ?
৬|  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৪৫
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর জীবনবোধের কবিতা। অল্পকথায়, অনেক কিছুই বললেন। 
শুভকামনা। 
  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৫০
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৫০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ জুনায়েদ ভাই 
শুভকামনা রইলো  
শুভরাত্রি
৭|  ১৫ ই নভেম্বর, ২০১৯  সকাল ৭:১৩
১৫ ই নভেম্বর, ২০১৯  সকাল ৭:১৩
ল বলেছেন: কবিতার আলোয় আলোকিত হোক জীবন।।।
জয় কবিতার জয়।।। 
ঠাকুর মাহমুদ এমনি একটা কবিতা লিখেছেন মনে হয়।।।
  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৬
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৬
ইসিয়াক বলেছেন: কারো কারো মন্তব্য পেতে খুব ভালো লাগে ।
সেই আশায় নিশুতি রাত অব্দি চোখ দুটো জাগে।
৮|  ১৫ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:৩৪
১৫ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:৩৪
কিরমানী লিটন বলেছেন: Heart touching....... 
Great job.
  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪০
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া
৯|  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:২৩
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার। 
বন্ধু আমি চলে এসেছি।
  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৮
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৮
ইসিয়াক বলেছেন: সুস্বাগতম বন্ধু
১০|  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৬
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৬
নার্গিস জামান বলেছেন: কেয়া বাত।
  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৪
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৪
ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম । 
শুভকামনা রইলো।
১১|  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:৩৮
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:৩৮
হাবিব বলেছেন: অনন্য.........
  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:৪২
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:৪২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১২|  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১:১৪
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১:১৪
মা.হাসান বলেছেন:   
আপনার বন্ধুর জন্য গান।
  ১৬ ই নভেম্বর, ২০১৯  ভোর ৬:৩৮
১৬ ই নভেম্বর, ২০১৯  ভোর ৬:৩৮
ইসিয়াক বলেছেন: আমার শোনা ছিলো না । অসাধারণ লাগলো ..অনেক আপন অনুভূতি ...হাসান ভাই আপনার উপহারে  আমি মুগ্ধ । 
ভার্চুয়াল জগৎটা পৃথিবীর অন্য জগৎ থেকে কেমন যেন আলাদা । অন্তত আমার কাছে , কেমন মায়া মায়া ....।কম বেশী সবার ভালো বাসায় আমি মুগ্ধ ।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:০০
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:০০
শিখা রহমান বলেছেন: চমৎকার!! ছোট্ট কিন্তু কি গভীর অর্থবহ। দুই ভাষাতেই কবিতাটা ভালো লাগলো।
পোস্টে অবশ্যই লাইক। শুভকামনা ও শুভরাত্রি প্রিয় কবি।