নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
প্রিয়তমা
যখন তুমি হাসো ,এই পৃথিবী থমকে যায় ,চমকে তাকায় ।
আর আমি তোমার নেশায় ,
অবাক চেয়ে রই ।
আকাশের যত তারকারাজি
দেখেছো কি কিভাবে রঙ বদলায় ?
আমি প্রতিদিন শুধু তোমার মায়ায় ,
ক্ষণে ক্ষণে থমকাই।
কারণ আমি সবসময়,
শুধু তোমায় ভালোবাসি,
দিন শেষেও আমি তোমার ই হতে চাই ।
ভালোবাসায় অন্যরকম সম্ভাষণ
যেদিন তুমি, তোমার আমার ভালোবাসায়
সম্মতি দিলে,
আমি কৃতজ্ঞতায় গদগদ হয়ে বললাম,
”অনেক ধন্যবাদ যে তুমি আমায় ভালোবাসো।”
তুমি কাচের চুড়ি নাড়িয়ে হাসলে !!!
”যাহ ভালোবাসায় কেউ ধন্যবাদ দেয় নাকি ?”
আমি অবাক চোখে চাইলাম ।
তুমি বেনীদুলিয়ে আবারো হাসলে,
বললে,
”ঠিক আছে !ঠিক আছে !! তোমাকে স্বাগতম।”
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৯
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: নতুন কোনো প্রেমে পড়েছেন নাকি??
প্রেম !
তাই মনে হচ্ছে কি ?
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আসলেই কি আকাশের তারকারাজি কি রং বদলায়?
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১২
ইসিয়াক বলেছেন: রাতে আকাশের দিকে গভীরভাবে দেখবেন । তারাগুলো মিটিমিটি জ্বলজ্বল করে জ্বলছে আর কেমন রঙ বদলের খেলা খেলছে।
ধন্যবাদ ভাইয়া।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১২
শিখা রহমান বলেছেন: ভালোবাসার কবিতাদের ভালো লেগেছে। দ্বিতীয় কবিতাটা বেশী ভালো লাগলো কবি।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা ও শুভরাত্রি।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২১
ইসিয়াক বলেছেন: আপু কেমন আছেন ?
অনেক ভালো লাগা।
ধন্যবাদ
৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫০
ল বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর বলেছেন: নতুন কোনো প্রেমে পড়েছেন নাকি??
প্রেম !
তাই মনে হচ্ছে কি ? ---- কতবার আর কতবার ??
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫
ইসিয়াক বলেছেন: লক্ষ লক্ষ কোটিবার ! আমি প্রেমের দেবদূত যে....।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫১
ল বলেছেন: ভালোবাসায় অন্যরকম সম্ভাষণ ---- মনের টানে কোন সম্ভাষণ লাগে না ----------
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৬
ইসিয়াক বলেছেন: তাও ঠিক ......
দোয়া রইলো।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইশতিয়াক ভাই,
কবিতা সেরাম হয়েছে। তাহলে একটা গল্প বলি,
আমি তখন কলেজে পড়ি, আমার এক বন্ধুর ইংরেজি মাধ্যম স্কুলের একটি মেয়ের সঙ্গে সবে এফেয়ার্স গড়ে উঠেছে। অস্বীকার করবো না যে আমাদের গ্রুপের বন্ধুরা সকলে নিম্ন মেধার। তারমধ্যে বন্ধুদের দাবি মেনে আমাকে ইংরেজিতে লাভলেটার লিখতে বলা হলো। আমি পড়লাম মহা ফ্যাসাদে। বাংলাতে এক কলম লেখার যোগ্যতা নেই, সেখানে আবার ইংরেজি! অনেক চেষ্টা করেও কিছুতেই কাটাতে পারলাম না। উল্লেখ্য ক্লাসে পড়া না করার জন্য কিম্বা পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য আমার এতটা হীনমন্যতা তৈরি হয়নি। কিন্তু সে এক দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়লাম অথচ কাউকে সমস্যা বলে বোঝাতে পারেননি। অবশেষে সময় নিলাম। রাত জেগে পাতার পর পাতা ড্রাপ করে করে শেষে একটি ইংরেজি প্রণয় পত্র তৈরি করে বন্ধুকে সরবরাহ করি। ব্যাটা নেওয়ার সময় খুব বেশী উৎসাহ দেখায় নি। কিন্তু সেদিন সন্ধেবেলায় ফিরে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে আর ছাড়তেই চাইছিল না। আমি নাকি ওর মনের কথা লিখে দিয়েছিলাম।
আজ আমি আপনাকে তেমনি ভাবে আলিঙ্গন করলাম। কিন্তু এ মনের পরিপূর্ণতা কোথায়????????হাহাহা
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৭
ইসিয়াক বলেছেন: আমি আসলে কি বলবো ..।মুগ্ধ ।
কিন্তু আপনার হয়তো বিশ্বাস হয়নি ।
আমি আবারো বলছি আপনার মন্তব্য পেয়ে আমি মুগ্ধ ।
আপনার আলিঙ্গনের উষ্ণতা আমি অনুভব করলাম ।
শুভকামনা রইলো
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭
ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা ,
পদাতিক চৌধুরীর মন্তব্য সেইরাম অইছে...
সেই চিঠির কপি কি দেখা যাবে.....
আমারও একই দাবি ....আপনি কি শুনতে [?]পারছেন ?
৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৩
আরোগ্য বলেছেন: রাজীব ভাইয়ের প্রশ্নটা আমারও।
বাকী কবিতাগুলো ও পড়বো। আপাতত মোবাইল ক্ষুধার্ত। শুভ রাত্রি।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৯
ইসিয়াক বলেছেন: হা হা হা .....।টপ সিক্রেট ।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫১
ল বলেছেন: পদাতিক চৌধুরীর মন্তব্য সেইরাম অইছে...
সেই চিঠির কপি কি দেখা যাবে.....
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৩
ইসিয়াক বলেছেন: দাদা উত্তর দিন
৯| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২১
নার্গিস জামান বলেছেন: অতি সুন্দর এবং চমৎকার
১৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু ।
শুভকামনা রইলো ।
শুভসকাল।
১০| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর বলেছেন: নতুন কোনো প্রেমে পড়েছেন নাকি??
প্রেম !
তাই মনে হচ্ছে কি ?
মনে তো সারাক্ষন কত কিছুই হতে থাকে।
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩২
ইসিয়াক বলেছেন: মনের আর দোষ কি বলো ?
কে জানে কে কখন কার প্রেমে মজিলো!!
১১| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। চিঠিটা তো সেদিনই হাতছাড়া করেছি। ড্রাফগুলো কুটিকুটি করে ছিঁড়ে ফেলেছিলাম। বাড়িতে বড় ভাই বোন ছিল; ধরা পড়লে খবর হতে পারত। আর আমি তো আর জানি না যে পরে আমি একজন ব্লগার হব। তাহলে হয়তো লুকিয়ে চুকিয়ে কোথাও রেখে দেওয়ার চেষ্টা করতাম....
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
ইসিয়াক বলেছেন: মজা পাইলাম।
১২| ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
নীল আকাশ বলেছেন: আবেগের বহিঃপ্রকাশ অনবদ্য ভাবে ফুটে উঠেছে!
১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মনের আর দোষ কি বলো ?
কে জানে কে কখন কার প্রেমে মজিলো!!
প্রেম ভালোবাসার মধ্যেই থাকা উচিত।
১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
ইসিয়াক বলেছেন: মন ভালো নেই বন্ধু । গল্প লিখেছি ড্রাফট করতে মন চাইছে না ।....
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: নতুন কোনো প্রেমে পড়েছেন নাকি??