|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

আমি বিশ্বাস করি না ,
আজ রাতে তুমি হবে অন্যে কারো ঘরণী,
আজ রাতে চিরকালের মতো ডুববে তরণী। 
আমি চিৎকার করি অতি সকরুণ, 
আমি চেচামেচি করি হায় নিদারুণ। 
তুলনাহীনা তুমি তো শুধু তোমার তুলনা,
তোমার দেয়া ছলনায় তুমি-ই গুণবতী ললনা।
ছলছাতুরীর অগ্রহায়ণে পাকা ধানে পোঁকা,
জানি এভাবেই চিরকাল খেয়ে যাই ধোঁকা। 
জানি, কোন দিন পারবো না ভুলতে তোমাকে, পাষান তুমি ভুলে যেতে পারো কত সহজেই আমাকে!
তুমি সংসারী হও নিয়ে বিত্তবান পতি, 
চিরকাল তোমার মাঝে সুখ পাক গতি। 
ভুল করে হলেও কখনো মনে রোখো না আমায়,
আমি ভালো অছি কিনা তা যেন কখনো না ভাবায়!
সুন্দর মনের আড়ালেতে অসুন্দর সংগোপন, 
বড্ড দেরি হলো আমার, চিনতে তোমার মন।
ভালোবাসতে শিখিয়ে এতো বড় দেয়াল কেন হাঁকালে ? 
অদ্বিতীয় তুমি দ্বিতীয় সত্ত্বায় ঠিক মুখ লুকালে ? 
ঝরা শেফালির মতো ভালোবাসা গেছে
ঝরে অবেলায় !
শুধু, ভালো অছি কিনা জানতে চেয়েও না হেলায়- খেলায় ।  
সম্পাদনায় ও কৃতজ্ঞতায়ঃ ব্লগারও কবি  প্রিয় ভ্রাতা রহমান লতিফ । 
 ১২ টি
    	১২ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৪
১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া
২|  ১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৮:৫১
১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৮:৫১
ল বলেছেন: বিরহের মেঘ কেটে আসুক ভালোবাসার উজ্জ্বল দিন।।।
ভালোবাসা রইলো।।। 
চমৎকার কথন।।।
  ১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৫
১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি । 
পাশে থাকুন সবসময়
৩|  ১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২২
১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: শুভ সকাল বন্ধু।
 খুব সুন্দর কবিতা। 
সহজ সরল ভাষা।
  ১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৬
১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৬
ইসিয়াক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে মন ভালো হয়ে গেল ।
৪|  ১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:০১
১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ১১:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার কথামালা। ভালো লাগলো।
  ১৬ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:২০
১৬ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:২০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
৫|  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০২
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০২
নার্গিস জামান বলেছেন: ওয়াও!  চমৎকার।
 চমৎকার। 
  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০৬
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০৬
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা আপু। 
ভালো থাকুন সুস্থ থাকুন
৬|  ১৭ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৩
১৭ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৩
হাবিব বলেছেন: এতো এতো আবেগ মাখা
  ১৭ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৬
১৭ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৬
ইসিয়াক বলেছেন: হা হা হা ....ধন্যবাদ স্যার।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৮:৩৪
১৬ ই নভেম্বর, ২০১৯  সকাল ৮:৩৪
নুরহোসেন নুর বলেছেন: শুভ সকাল।
ভাল লাগলো অসাধারণ বিরহী কবিত।